বুর্জোয়া কলমে মেনে আসে যোঁযোয়া আঁধার
দেহশূন্য মন; না মনশূন্য দেহ অসীম আধার
অনিন্দ্য সুশীল শব্দ বিন্যাসে আদিম কাব্যবিলাস
কাপালিক মন মেঘজানে চড়ে খোঁজে অন্তিম সর্বনাশ
ভাঙ্গা নাও পারি চড়ায় সায়র বক্ষে হয়ে শুভ্র স্বপ্নচারী
বিলাসী মন; দেহ শূন্য চার্বাক পারলৌকিক ব্রহ্মচারী
দেহ খোঁজে মন; মন খোঁজে দেহ অবিরত জীবন
মূহ্যমান পড়ে থাকা মৃত প্রায় জেগে উঠে অবচেতন
খোয়াবে আসে বিবেক সাবলীল জীবনের বন্ধনে
জাগ্রত স্বপ্ন বিভোব হয় হিয়াচলের বিভোর ক্রন্দনে
অপুলক চোখে চেয়ে থাকি; ভাবী বসে এই কী জীবন
সত্য-সুন্দরের পরশ কোথায়? হয়েছে কী তার দাফন
মুখে উচ্চারিত আমরা গর্বিত মানুষ, প্রকৃতির শ্রেষ্ঠদান
হিংস্রতার আজ পশুরাও বশ; আহা! আমরা মানব সন্তান
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
খোয়াবে আসে বিবেক সাবলীল জীবনের বন্ধনে, লাইনটা বেশ লাগলো।।
সুন্দর কবিতা ।
রকিব লিখন
স্বপ্ন ক্ষয়ে যায় নীলাভ জ্যোৎস্নার স্রোতে।। ধন্যবাদ ……….. -{@
মশাই
কাব্যে ভাল লাগা রইলো কবি। শুভ কামনা রইলো।
রকিব লিখন
ধন্যবাদ ভাইয়া………
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে ।
রকিব লিখন
অসংখ্য ধন্যবাদ।।