বিবিধ দুঃস্বপ্ন

আগুন রঙের শিমুল ৩ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৩:৫১:৩৩পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

নির্বিঘ্ন আকাশ চাই –
চকচকে ইস্পাতনীল আকাশ,
সূর্যের থেকে নেমে আসা ইন্টারসেপটর জেট
আর এট্যাকারের পাহারায় থাকা গর্ভবতী বোমারুর গর্জন হীন
একটুকরো নির্বিষ আকাশ দাও।
একবার প্রাণ ভরে বাচি –

নিখুত সবুজ চাই –
ন্যাড়া বনতলে গলিত শবে শকুনির তীক্ষ্ণ চঞ্চুর উৎসব বিহীন।
ফুরাডান আর বাসুডিনের গন্ধমাখা কালশিটে তেলভাসা জল
আর গন্ধক ছাইয়ের কুষ্ঠাক্রান্ত সবুজ নয়
স্বপ্নের মতো চকচকে একটুকরো নীরোগ সবুজ দাও
একবার প্রানে ধরে বাচি –

অথবা ,
সমগ্র পৃথিবী জুড়ে থরে বিথরে সাজাও কাচা ইট
তারপর আমার শৈশব , তোমার অনাগত শিশুর স্বপন
সে ও তার ভবিষ্যত , এবং ঐ অপেক্ষায় অধীর সদ্য যুবতীটির
চিবুকের ভাজের পবিত্রতাটুকু জ্বালানী করে বিকট চুল্লি জ্বালাও।
চিমনি বেয়ে নেমে আসুক গলিত শবেরা, কর্কটাক্রান্ত হলদেটে সবুজে
নামুক অগণন শকুনি ও প্রসবন্মুখ বি ফিফটিটু –
পৃথিবীতে ছাই এবং কংকালদের রাজত্ব চলুক ।।

১জন ১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ