নির্বিঘ্ন আকাশ চাই –
চকচকে ইস্পাতনীল আকাশ,
সূর্যের থেকে নেমে আসা ইন্টারসেপটর জেট
আর এট্যাকারের পাহারায় থাকা গর্ভবতী বোমারুর গর্জন হীন
একটুকরো নির্বিষ আকাশ দাও।
একবার প্রাণ ভরে বাচি –
নিখুত সবুজ চাই –
ন্যাড়া বনতলে গলিত শবে শকুনির তীক্ষ্ণ চঞ্চুর উৎসব বিহীন।
ফুরাডান আর বাসুডিনের গন্ধমাখা কালশিটে তেলভাসা জল
আর গন্ধক ছাইয়ের কুষ্ঠাক্রান্ত সবুজ নয়
স্বপ্নের মতো চকচকে একটুকরো নীরোগ সবুজ দাও
একবার প্রানে ধরে বাচি –
অথবা ,
সমগ্র পৃথিবী জুড়ে থরে বিথরে সাজাও কাচা ইট
তারপর আমার শৈশব , তোমার অনাগত শিশুর স্বপন
সে ও তার ভবিষ্যত , এবং ঐ অপেক্ষায় অধীর সদ্য যুবতীটির
চিবুকের ভাজের পবিত্রতাটুকু জ্বালানী করে বিকট চুল্লি জ্বালাও।
চিমনি বেয়ে নেমে আসুক গলিত শবেরা, কর্কটাক্রান্ত হলদেটে সবুজে
নামুক অগণন শকুনি ও প্রসবন্মুখ বি ফিফটিটু –
পৃথিবীতে ছাই এবং কংকালদের রাজত্ব চলুক ।।
২৬টি মন্তব্য
শিশির কনা
ছাই আর কংকালদেরই তো রাজত্ব চলছে।
আগুন রঙের শিমুল
হ্যাঁ চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস 🙁
ছাইরাছ হেলাল
ভেজালের রাজ্যে অরগানিক কিছু পাওয়ার চিন্তা প্রায় অসম্ভব।
গলিত শব শকুনের দেশে।
আগুন রঙের শিমুল
তবুও আশায় বাচি 🙁
খেয়ালী মেয়ে
অনেক কঠিন লেগেছে কবিতাটা, তবে নীচের লাইনগুলো মনে ধরেছে 🙂
একটুকরো নির্বিষ আকাশ দাও।
একবার প্রাণ ভরে বাচি
স্বপ্নের মতো চকচকে একটুকরো নীরোগ সবুজ দাও
একবার প্রানে ধরে বাচি (y)
আগুন রঙের শিমুল
থ্যাংকস খেয়ালী মেয়ে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর কবিতা তবে অবস্হাদৃষ্টে মনে হয় শুধু চেয়েই যেতে হবে। -{@
আগুন রঙের শিমুল
আমাদের কপাল খারাপ মমি ভাই 🙁
নীলাঞ্জনা নীলা
যুদ্ধ সব সময়ই দুঃস্বপ্ন হয়ে আসে।
আগুন রঙের শিমুল
🙁 🙁
প্রহেলিকা
মোবাইল থেকে বাংলা টাইপ করে মন্তব্য করে তৃপ্তি পাই না, তাই শুধু শুভেচছা।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ প্রিয় প্রহেলিকা (3
খসড়া
ভাই শিমুল তোমার কবিতা সব সময়ই অন্য রকম।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ খসড়া 🙂
নুসরাত মৌরিন
”স্বপ্নের মতো চকচকে একটুকরো নীরোগ সবুজ দাও
একবার প্রানে ধরে বাঁচি” –
সত্যি কতদিন হলো প্রাণ ভরে বাঁচি না।
নীলের মধ্যে ডুবি,সবুজে সাঁতরাই না…কতদিন…ক-ত দিন হলো…।
নুসরাত মৌরিন
#নীলের মধ্যে ডুবি না…
আগুন রঙের শিমুল
নীলের মধ্যে ডুবি না,সবুজে সাঁতরাই না…কতদিন…ক-ত দিন হলো… 🙁 🙁 🙁
নীতেশ বড়ুয়া
পৃথিবীতে ছাই এবং চলমান কংকালদের রাজত্বের মধ্যেই একদিন উদয় হবে সেই রক্ত ঝরানো আগুন রঙের শিমুল যার সুরেলা কেশরে মৃত্যু হবে সব অসাড়ের…
আগুন রঙের শিমুল
আগুনস্নানে শুচি শিমুল 🙂
সকলের অগ্নিস্নানে কেটে যাক দুঃখবোধ – কে সারা সারা
নীতেশ বড়ুয়া
সাধু সাধু 🙂
জিসান শা ইকরাম
নির্মল আকাশ আর সবুজের স্বপ্ন এখন দুস্বপ্নই হয়ে গিয়েছে।
আমরা একদিন এসব আর স্বপ্নেও চাইবোনা।
আগুন রঙের শিমুল
🙁 🙁 🙁
লীলাবতী
যুদ্ধ ধ্বংস হত্যা শুনলেই ভয় পাই ভাইয়া।
আগুন রঙের শিমুল
সাহস রাখতে হবে 🙂
স্বপ্ন নীলা
কবিতায় পরিবেশের ভারসাম্য বিষয়টা প্রাধাণ্য পেয়েছে —দারুন হয়েছে লেখা
আগুন রঙের শিমুল
থ্যাংকস স্বপ্ননীলা 🙂