
বিরহ মলিনে আমি কেঁদেছি যবে,
নিঃসঙ্গতার তাপদাহনলে পুড়েছি তবে।
অন্তরে রেখেছি তোমায় তব বিকশিত বিকাশে,
রজনী কাটাব বলে চাহিয়া আকাশে আকাশে।
ফল্গুর তীরে প্রভাত শিশিরে,
কত শয়নেস্বপনে করেছি বপন মম অন্তর অন্তরে।
দিয়েছ তুমি আমায় কত বেদনার বিধুর,
তুমি অন্যতে করেছ নিজেকে বপন অন্যতে দিয়েছ সুর।
আঁচলের খুঁটে রেখেছ বাঁধিয়া তারে,
আমারে ঠেলিয়া তবে দিয়াছ ঐ দূরে।
প্রিয় বলে ডাকি যবে আকুল প্রাণে,
চিরকুট ফেলিয়া দাও তবে কতনা অভিমানে।
পিব প্রেমবারি যমুনার তীরে,
তোমারি আশায় কাটিয়াছি দিবসরজনী কত প্রহরে।
সকলি ভুলিয়া এসো তবে প্রিয় ঐ নিভৃত কাননে,
সুধাহীন প্রেমে রাখিব প্রিয় তোমায় নয়নে নয়নে।
এসো অভিমান ভুলিয়া এসো হে প্রিয়,
এসো মোর হৃদয় আঙ্গিনায়।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর একটি কবিতা।আরো লিখুন
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দিদি
নুর হোসেন
আমি মুগ্ধ!
অসাধারণ লিখেছেন।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দাদা।
তৌহিদ
প্রদীপ এত সুন্দর একটি কবিতায় বানান ভূল এবং সাধু ও চলিত শব্দের সংমিশ্রণ এসব অনিচ্ছাকৃত ভূল হলেও আপনার মতন একজন লেখকের কাছে কিন্তু কাম্য নয় দাদাভাই।
কবিতা ভালো লেগেছে।
প্রদীপ চক্রবর্তী
‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’- জীবনানন্দ দাশ
তৌহিদ
এই যে ভাইয়া, সাধু চলিত ভাষারীতি কখন থেকে চালু শুনি? 😃😃
নিতাই বাবু
সুন্দর একটি কবিতা পড়লাম দাদা। আপনার কবিতায় মুগ্ধতা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দাদা।
জিসান শা ইকরাম
কবিতা ভালো হয়েছে প্রদীপ
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দাদা।
অনন্য অর্ণব
ভালো লেগেছে
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দাদা
আরজু মুক্তা
অভিমান ভুলে প্রিয়া আসুক।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দিদি
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
এসো অভিমান ভুলিয়া এসো হে প্রিয়,
এসো মোর হৃদয় আঙ্গিনায়। দারুণ আহ্বান
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভকামনা দিদি
সাবিনা ইয়াসমিন
অভিমান ভুলে প্রিয়া ফেরত আসুক, যমুনার তীরে সাঙ্গ হোক সকল প্রতিক্ষা।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ দিদি