আমরা মানুষ,আমরাই পৃথিবীর শ্রেষ্ট জাতি।তবে আমি নই আমার মতোই রক্ত মাংসে গড়া পৃথিবীতে অনেক জ্ঞানী গুণীজন আছেন যাদের অনেক মুখের কথা কিংবা লিখিত বই পুস্তকের কথাই আমাদের ভবিষৎ পথ চলায় ইন্দোন যোগায় কিংবা জীবনের গতি পথ পরিবর্তনে বেশ সহায়তা করে।আজ তাদের সেই সমস্ত উক্তি যা পৃথিবীর মানুষের অন্তরে গেথে আছে,কথায় কথায় বলে অন্যকে,জ্ঞান দান করেন।তা থেকে বেশ কয়েকটি উক্তি প্রিয় এই সোনেলায় তুলে ধরছি।যদি সোনেলার সোনাদের ভাল লাগে তবে তা পর্বাকারে লিখে যাব।
(y) জীবনে সাফল্য আনতে তিনটি কথা ফলো করুন দেখবেন আপনার জীবন সহজেই সর্বোত্র সাফল্যময়।
-{@ অন্যের থেকে বেশী জানুন!
-{@ অন্যের থেকে বেশী কাজ করুন!
-{@ অন্যের চেয়ে কম আশা করুন!
(y) আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায়।
-উইলিয়াম শেক্সপিয়ার।
(y) বিরক্তিকর কোন মানুষ ফ্রড হতে পারে না,পৃথিবীতে ফ্রড মাত্র ইন্টারেস্টিং ক্যারাক্টার হয়।
-শ্রদ্ধেয় হুয়ায়ুন আহমেদ
(y) চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।
-রবি ঠাকুর।
(y) ”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
-কাজী নজরুল ইসলাম।
(y) বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
-কাজী নজরুল ইসলাম।
(y) জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
-জন ডব্লু গার্ডনার।
(y) ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা … মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা ।
-সমরেশ মজুমদার ।
(y) প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে।
-হুমায়ূন আহমেদ।
(y) একজন সুন্দর,আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘণ্টা বসে থাকুন,দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন,মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
-আলবার্ট আইনস্টাইন।
(y) আমি সব সময়ই পরীক্ষার বিরোধীতা করি।পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে।শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়।আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম।শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
-আইন স্টাইন।
(y) দুর্ভাগ্য বান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
-অ্যারিস্টটল।
(y) স্বপ্ন সেটা নয়,যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।
-ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।
(y) ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে |
-শেকসপীয়ার।
(y) মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি।কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
-হুমায়ুন আহমেদ।
(y) পাখি উড়ে গেলেও পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি।
-হুমায়ূন আহমেদ।
(y) প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই।গৃহ ত্যাগী হবার মত জোছনা কি উঠেছে? বালিকা ভুলানো জোছনা নয়। যে জোছনায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটা ছুটি করতে করতে বলবে – ও মাগো,কি সুন্দর চাঁদ।নব দম্পতির জোছনাও নয়। যে জোছনা দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন – দেখো দেখো চাঁদটা তোমার মুখের মতই সুন্দর।কাজলা দিদির স্যাঁত স্যাতে জোছনা নয়।যে জোছনা বাসি স্মৃতিপূর্ণ ডাস্ট বিন উল্টে দেয় আকাশে।কবির জোছনা নয়। যে জোছনা দেখে কবি বলবেন – কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ।আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি।যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত
দরজা খুলে যাবে।ঘরের ভিতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর।প্রান্তরে হাঁটব,হাঁটব আর হাঁটব-পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে।চার দিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে-আয় আয় আয়।
-হুমায়ূন আহমেদ।
(y) এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্ট কর কিন্তু অসম্ভব কিছু নয়।কারো জন্য কারো জীবন থেমে থাকে না,জীবন তার মতই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়।মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
-হুমায়ূন আহমেদ।
(y) পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।বিজ্ঞানের ভাষায়-Conservation of আনন্দ।এক জন কেউ চরম আনন্দ পেলে,অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।
-আজ হিমুর বিয়ে (হুমায়ূন আহমেদ)
(y) “কাউকে প্রচন্ড ভাবে ভাল বাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়।এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।”
-হুমায়ূন আহমেদ (তিথির নীল তোয়ালে)
(y) “নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে,সবাই তোমাকে কি ভাবে।তাদের কাছেই সার্টিফিকেট নাও।নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ হওয়া কঠিন কিছু না।”
-হুমায়ূন আহমেদ।
(y) লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা! মুখে বলা লাগলো না… এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি আবার বলতেও ইচ্ছা হচ্ছে না !
-হুমায়ূন আহমেদ।
(y) মেয়েদের তৃতীয় নয়ন থাকে।এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে।পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে।মুরুব্বি কোন মানুষ মা- মা বলে পিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কত টুকু আছে।
-হুমায়ূন আহমেদ।
(y) ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।হয়ত খুবই অল্প সময়ের জন্য,অথবা ভুল সময়ে।কিংবা খুবই দেরিতে,আর না হয় সব সময়ের জন্য।তবে প্রেমে তারা পড়বেই…
-হুমায়ূন আহমেদ।
(y) যদি নাই বুঝতে পারি বেঁচে আছি তবে জীবনের কি মূল্য? সব সময় নিজেকে বা অন্যকে আনন্দে রেখে দেখই না..বাহ্, জীবনটা তো মন্দ নয়।
-হুমায়ূন আহমেদ।
(y) আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই, আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই !”
-হুমায়ুন আহমেদ.।
(y) “যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।”
-আমার ছেলেবেলা (হুমায়ূন আহমেদ)
(y) মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি।
-হুমায়ূন আহমেদ ।
(y) মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে।সে চায় তাঁকে খুঁজে বের করুক।
-হুমায়ূন আহমেদ।
(y) পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যার্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যার্থ করা খুবই কঠিন…..”
-হুমায়ুন আহমেদ।
(y) কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে।গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।এর অর্থ তুমি পরাজিত
নাও,এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।
-হুমায়ুন আহমেদ।
(y) নামে কিছু আসে যায় না।আসে যায় কর্মে।যিশুখ্রিষ্টকে বিশু ব্রিষ্ট ডাকলেও তাঁর যিশুত্ব কিছুমাত্র কমবে না।
– হুমায়ুন আহমেদ।
(y) কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।
-হুমায়ুন আহমেদ।
(y) আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।
-হুমায়ুন আহমেদ।
(y) “ পরি পূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো,অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥ ”
-উলিয়ামস হেডস।
(y) “ প্রেমের আনন্দ থাকে স্বল্প ক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন॥
-”রবীন্দ্রনাথ ঠাকুর।
(y) “ সেই সত্যি কারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে॥ ”
-লর্ড হ্যলি ফক্স।
(y) “ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন॥ ”
-মার্ক টোয়েন।
(y) “ পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে॥ ”
-জর্জ বার্নাডস।
(y) “ যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য॥ ”
-আলেকজান্ডার।
(y) “ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন॥ ”
-সক্রেটিস।
(y) “ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভাল ভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়”।
-রবার্ট ফ্রস্ট।
(y) “ ভাগ্য বলে কিছুই নেই,প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥ ”
-স্কট।
(y) “ বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র॥ ”
-আল হাদিস।
(y) “ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা,ঠিক যা তুমি করতে চাও।আর দ্বিতীয়টি হচ্ছে,সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
-মারিও কুওমো।
(y) “ অনুকরণ নয়,অনুসরণ নয়,নিজেকে খুঁজুন,নিজেকে জানুন,নিজের পথে চলুন॥ ”
-ডেল কার্নেগি।
(y) “ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
-পীথা গোরাস।
(y) “ তুমি যদি কোনো লোককে জানতে চাও,তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।
-লেলিন।
(y) “ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥ ”
-মিল্টন।
(y) “ আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়॥ ”
-ইবনে সিনা।
(y) “ স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে,স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলো।স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥
-ব্রায়ান ডাইসন।
(y) “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে॥
-আইন স্টাইন।
(y) “ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টি ভঙ্গির জন্ম দেয়॥ ”
-জন লিভে গেট।
(y) “ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”
-উইলিয়াম ল্যাংলয়েড।
(y) “ সত্য একবার বলতে হয়;সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়।মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়॥ ”
-হুমায়ূন আজাদ।
(y) “ যে নিজেকে অক্ষম ভাবে,তাকে কেউ সাহায্য করতে পারে না॥
-জন এন্ডার সন।
(y) “ চিন্তা কর বেশি, বল অল্প এবং লেখ তার চেয়েও কম॥
-জন রে।
(y) “ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্য দেরকে উপদেশ দেয়া॥ ”
-থেলিস।
(y) “ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদ জনক এবং অন্য সবার জন্যেও॥ ”
-থেলিস।
(y) “ সফলতা সুখের চাবি কাঠি নয় বরং সুখ হল সফলতার চাবি কাঠি।আপনার কাজকে যদি আপনি মনে প্রানে ভাল বাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন॥ ”
-Albert Schweitzer.
(y) “ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”
-টমাস আলভা এডিসন।
(y) “ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে,আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
-ফ্রান্সিস বেকন।
(y) “ সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা কর॥ ”
-ভল তেয়ার।
(y) “ আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল।আর আমি কাজটা ভালোবাসতাম।ফেস বুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত।জীবনে একটা স্বপ্ন থাকতে হয়,সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ”
-মার্ক জুকারবার্গ।
চলবে……………
১৩টি মন্তব্য
ইঞ্জা
বাহ দারুণ সব উক্তি, আপনার খাটাখাটি করা প্রতিটি পোষ্ট অসাধারণ অনুভব দিয়ে যায়।
প্রহেলিকা
সুন্দর পোষ্ট
বায়রনিক শুভ্র
অনেক ধন্যবাদ , এরকম একটা পোস্ট এর জন্য ।
নীহারিকা
চমৎকার পোস্ট। তবে আরেকটু সংক্ষিপ্ত করে পর্ব আকারে (২০ টি করে) উক্তিগুলো দিলে হয়তো পাঠকের ধৈর্যচ্যুতি ঘটার সম্ভাবনা কম হবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আমিও তাই ভাবছিলাম।
মোঃ মজিবর রহমান
প্রিয়তে নিলাম।
চমৎকার একটি পোষ্ট।
শুন্য শুন্যালয়
কথাগুলো কী সুন্দর!! তবে হ্যাঁ অল্প অল্প করে দিলে সুন্দর কথাগুলোর রেশ বেশিক্ষন ধরে থাকবে।
চিন্তা বেশি, বলা কম লেখা আরো কম?
আমি অবশ্য চিন্তাই বেশি। 🙂
ব্লগার সজীব
পরিশ্রমী পোষ্ট। ধন্যবাদ মনির ভাইয়া।
মেহেরী তাজ
আপনি খন্ড আকারে দেন নাই ঠিক আছে কিন্তু আমি ২০ টা করেই পড়বো প্রতিদিন। 🙂
সুন্দর পোষ্ট।
নীলাঞ্জনা নীলা
সুন্দর পোষ্ট। একেকটি পর্বে ভাগ করে দিলে ভালো হতো।
শুভ নববর্ষ মনির ভাই।
ইলিয়াস মাসুদ
এই সব পোষ্টে আমার কোন অলসতা নেই পড়তে, যত বড় হোক না কেন,পড়তেই মন চাই
অনেক অনেক ভাল লাগছে,নিয়মিত পেলে খুব ভাল লাগবে
মিষ্টি জিন
খুব সুন্দর পোষ্ট। অনেক খেটেছেন ভাইয়া।
বাবু
দারুণ পোস্ট সুন্দর উক্তি। জ্ঞান অর্জন করার জন্য এটি কাজে লাগবে আশা করি। অনেক পরিশ্রম করে পোস্টখানা লিখেছেন দাদা। আপনার লেখার প্রশংসা করতে হয়। এমন আরো চাই। ধন্যবাদ দাদা বৈশাখের শুভেচ্ছা রইল।