একটি সংসারে কত কিছু থাকে তা বাসা পরিবর্তন করলে বুঝা যায়। ধীরে ধীরে বিভিন্ন গৃহ সামগ্রী জমা হতে থাকে একটি সংসারে । ধারনা করা যায়না এর পরিমান । কি থাকে না একটি সংসারে ? সুই হতে শুরু করে খাট চেয়ার টেবিল আলমিরা লেপ তোষক ঝাড়ু আরো কত কিছু।
নূতন বাসায় যাবার সময় প্যাকিং করতেই কয়েকদিন লেগে যায়। প্যাকিং , লাগেজ এর দিকে তাকিয়ে অবাক হতে হয় , এত্ত মালামাল ! সব মালামাল যে অক্ষত অবস্থায় নূতন বাসায় নেয়া সম্ভব হয় এমন না । কিছু ভেংগে যায় , টুক টাক কিছু হাড়িয়েও যেতে পারে। এই টুকটাক এর মাঝে কানের দুল বা ছোট আংটিও থাকতে পারে । নতুন ভালো একটি আবাস স্থলের জন্য এই সামান্য ক্ষতি মেনে নেই আমরা সবাই ।
সোনেলা ব্লগের বাড়ী পাল্টানো হচ্ছে । পূর্বের ঠিকানা www.jeshan4u.com । এখন নতুন ঠিকানা sonelablog.com । নতুন বাড়িতে সব কিছু নিয়ে বাড়ী সাজাতে হয়ত কিছু মালামাল হাড়িয়ে গিয়েছে বা ভেংগে গিয়েছে , তারপরেও আমি এবং আমরা সোনেলার নতুন বাড়িতেই থাকবো ।
গত দুদিন সোনেলা ব্লগে কিছু সমস্যা হচ্ছিল । জিসান ভাই এর সাথে আলাপ কালে উনি এভাবেই বুঝিয়েছেন সমস্যাটিকে। ধন্যবাদ দিচ্ছি জিসান ভাইকে এত সহজ ভাবে বুঝিয়েছেন বলে ।
১৬টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
আমার বাড়ি বদলানোর অভিজ্ঞতা নিচ তলা থেকে দুই তলায় ওঠার মধ্যে সিমাবদ্ধ, তবে ঝামেলা সম্বন্ধে ভালই ধারনা আছে । যারা যারা ব্লগের বাড়ি বদলের জন্য পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ ।
শিশির কনা
আমি ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম 😛
ব্লগার সজীব
আমিও তো ধন্যবাদ দেইনি 🙂
আদিব আদ্নান
নূতন বাড়িকে নূতন হিসেবে নিয়ে নূতন আনন্দেই
শুরু হোক পথচলা সবার সাথে সবাইকে নিয়ে ।
উন্নয়ন টিম কে ধন্যবাদ দিচ্ছি ।
ব্লগার সজীব
শুরু হোক পথচলা সবার সাথে সবাইকে নিয়ে ।
উন্নয়ন টিম কে ধন্যবাদ দিচ্ছি ।
যাযাবর
সোনেলার সাথে আছি , থাকবো । ধন্যবাদ সোনেলার সবাইকে।
ব্লগার সজীব
সোনেলার সাথে আছি , থাকবো ।
ছাইরাছ হেলাল
হারানোর বেদনাকে ফেলে দেব নূতন আনন্দের মাঝে ।
ব্লগার সজীব
ধন্যবাদ সাইরাস হেলাল ভাই ।
জিসান শা ইকরাম
কিছু লেখা হাড়িয়ে গিয়েছে , আন্তরিক ভাবে দুঃখিত এজন্য
চেষ্টা চলছে ফিরিয়ে আনার।
আপনার সাথে তো কথা সাবধানে বলতে হবে 🙂
কথা বার্তা দিয়েই পোস্ট দিয়ে ফেললেন ?
অন্তরা মিতু
🙂
ব্লগার সজীব
কথা সাবধানে বলা কি ভালো ? তাহলে কথার মাঝে কৃত্রিমতা এসে যাবে 🙂
হতভাগ্য কবি
সোনেলা যায়গাটা আমার বেশ লাগছে। পুরাই নিজের ঘর, একগাদা আপন মানুষের সাথে থাকার মজাই আলাদা
ব্লগার সজীব
আমারো বেশ আপন মনে হচ্ছে । আন্তরিক সবাই ।
অন্তরা মিতু
বাসা পাল্টানোর কাহিনীতে আমার কয়েকটি শাড়ি হারিয়েছি 🙁 সেই শোকই ভুলতে পেরেছি… আর ব্লগে তো সব ফেরত পাওয়ার সম্ভাবনা থাকেই, আর পোস্ট আর মন্তব্য তো আবার দেওয়াই যায়… সুতরাং নো চিন্তা 🙂
ব্লগার সজীব
আর পোস্ট আর মন্তব্য তো আবার দেওয়াই যায়… সুতরাং নো চিন্তা 🙂 ঠিক ঠিক ।