বাবা এই শব্দটা অনেক ছোট কিন্তুু তার গুরুত্ব কতটুকু তা একমাত্র বাবাহীন সন্তানরাই বুঝে। বাবা মানে একটা অনুভূতি, একটা দীর্ঘশ্বাস! বাবাদের সাথে অামাদের সম্পর্কটা অন্যরকম। যেমন ধরেন, অামরা মাঝে মধ্যে বলি ‘বাবা তো অাছেন এত টেনশন করে কী হবে? বাবা সবকিছুর সমাধান করে দিবেন। অাসলে এটা অামাদের ভরসা, অামাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি বাবা থাকতে আমাদের ভয় নেই। বাবারা ভালো রাখতে জানে। শত কষ্টের পর হাসি মুখে বলতে জানে অামি ভালো অাছি।
আমার কাছে বাবা মানে ভালো থাকা! হাজারো কষ্ট বুকে চেপে যে মানুষটা ছায়ার মত ঠায় দাঁড়িয়ে থাকে তিনি হলেন বাবা। বাবা’রা শুদ্ধ হয়, বাবা’রা সুন্দর হয়। বাবাদের নীড় থেকেই ছোট শিশুটা বড় হয়ে মানুষের মত মানুষ হয়। কিন্তুু অাফসোস বড্ড অাফসোস, কিছু ভণ্ড, পাষাণ, বিবেকহীন সন্তান বৃদ্ধকালে সেই মহান বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়! আমি জানিনা তারা কতটা বিকৃত। তবে কসম করে বলতে পারি যে সন্তান তার বাবাকে কষ্ট দিবে ভবিষ্যতে সেও যদি বাবা হয় তার সন্তানও তাকে ঠিক একই ভাবে কষ্ট দিবে! এটা দুনিয়ার নিয়ম। আপনি আপনার বাবা-মায়ের সাথে যে রকম আচরণ করবেন আপনার সন্তানও আপনার সাথে সেরকম আচরণ করবে। তাই প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ বলেছিলেন ‘পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই। আসলে কথাটা চিরন্তন সত্য বাবা’রা কখনো খারাপ হয় নাহ। আর যারা খারাপ তারা কখনো বাবা হতে পারে না।
সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাবা শব্দটাই একটি আস্থা, নির্ভরতার বহন করে,
আমার বাবা গত হয়েছেন ১৯৯২ সনে, এখনো তার অভাব তীব্র ভাবেই অনুভব করি।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।
মনির হোসেন মমি
বাবা বাবাই
এর মহত্ব বুঝতে হলে বাবা হতে হবে।জগতের সকল বাবারা ভাল থাকুক এই কামনা।আমীন।
প্রদীপ চক্রবর্তী
বাবা মানেই একটা অফুরন্ত ভালোবাসার
ব্যাংক।
যেখানে সুদ বলতে কিছু নেই।
তৌহিদ
পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক। এই দোয়াই করি।
রেহানা বীথি
ভালো থাকুন বাবারা।
আরজু মুক্তা
বাবা,কতোদিন দেখিনি তোমায়!!
সাবিনা ইয়াসমিন
যারা খারাপ হয় তারা জন্মদাতা হন, কিন্তু বাবা হতে পারেন না। সঠিক বলেছেন। আবার যে সন্তান গুলো বাবা-মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালনে অস্বীকৃতি দেয় তারা সন্তান নয় কুলাঙ্গার হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। মানুষ জাতীর কলঙ্ক এরা।
শুভ কামনা রইলো মাছুম। ভালো থাকবেন সব সময় 🌹🌹
সঞ্জয় মালাকার
বাবা মানেই এক ভালোবাসা মহ্সাগর,
সকল বাবাকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
শুভ কামনা দাদা।
শাহরিন
বাবা মানে অফুরান ভালোবাসার ভান্ডার। শুভ বাবা দিবস সব বাবাদের।