** বাংলা শব্দ ভান্ডার **

ঘুড্ডির পাইলট ১৮ অক্টোবর ২০১৪, শনিবার, ০১:২৫:৫৩অপরাহ্ন বিবিধ ২৭ মন্তব্য

অনেকদিন হতেই ভাবছিলাম নিজ ব্লগে একটা শব্দ ভান্ডার গড়ে তুলবো ।
শুনেছি লেখালেখির সাথে যারা জরীত তাদের মধ্যে, যার শব্দ ভান্ডার যতো বেশি প্রাচু্র্জপুর্ন তার লেখা তত বেশি ভালো হয় ।
আমি নিজে কিছু শব্দ রপ্ত করে রেখেছিলাম , কিন্তু ঝামেলা হয়ে যায় ঠিক যখন যে শব্দটা প্রয়োগ করার প্রয়োজন পরে ঠিক তখনই সেই শব্দটা মনের মধ্যে সঞ্চিত অন্যান্য শব্দের ভীরে লুকিয়ে থাকে ! সামনে আসতে চায় না !
এবং যখন শব্দটার প্রয়োজন সময় ফুরিয়ে যায় ঠিক তখনই হতভাগা শব্দটা সামনে এসে দাত কেলিয়ে হাসতে থাকেে যাই হোক এখন হতে যখন যে শব্দগুলো হাতের কাছে পাবো ধরে ধরে এই ব্লগে আঠা দিয়ে এঁটে রাখবো ,

শুরুটা দিয়েই করা যাক 🙂
অংশত :
সাধারনত আমরা কোন কিছুর পরিমানের কিয়দ্বংশ বোঝাতে অংশ শব্দটা ব্যবহার করে থাকি এর সমার্থক আরেকটি শব্দ হলো অংশত । কবিতার লাইনের শেষ শব্দ দিয়ে ছন্দ পুরন করা বা গদ্যের লাইনে এমন সমার্থক শব্দ জুড়ে দিয়ে লেখক মনের ভাব পরিপুর্নভাবে প্রকাশ করতে পারে ।

অওরো :
এর অর্থ হলো অবতরন করা , উপর হতে ক্রমশ নিচের দিকে নামা । নেমে গেছে ধরনের শব্দের সমার্থক হিসাবে ব্যবহার না করে কোন কিছু নামছে কিন্তু এখনও নামা শেষ হয়নি ধরনের কিছু বোঝাতে অওরো শব্দটাকে ব্যবহার করা যায় ।

অংশুক :
জামা কাপর বা বস্র বিশেষ এর সমার্থক শব্দ ।

অংশুধর / অংশুপতি /অংশুমান/ অংশুমালী : এগুলো সবই সুর্য এর সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা যায় !

অকালজলদোদয়:
অসময়ে আকাশে মেঘ বোঝাতে এই শব্দটা ব্যবহার করা যায় ।

অংশুমৎ ফলা :
এর অর্থ হলো কলা গাছ :D)
বাক্য গঠন হিসাবে বন্ধুকে বলতে পারেন “ ‍বন্ধু তুমি অংশুমৎ ফলার সহিত গলায় দরি দাও “

আজ এ পর্যন্তই রইলো , অনেক কাজের চাপে আছি , কালকে আবারও কিছু নতুন শব্দ সংরক্ষন করবো , তবে বর্নানুসারে সংরক্ষন করতে গেলে ঝামেলা লেগে যায় এখন হতে যখন যেটা মনে চলে আসবে লিখে ফেলবো !
বি:দ্র:
বানান এবং কমেন্ট এর জবাব দিতে দেড়ি হওয়ার জন্য আগে হতেই ক্ষমা চেয়ে নিচ্ছি , 🙂

৭২৪৩জন ৭২৩২জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ