অনেকদিন হতেই ভাবছিলাম নিজ ব্লগে একটা শব্দ ভান্ডার গড়ে তুলবো ।
শুনেছি লেখালেখির সাথে যারা জরীত তাদের মধ্যে, যার শব্দ ভান্ডার যতো বেশি প্রাচু্র্জপুর্ন তার লেখা তত বেশি ভালো হয় ।
আমি নিজে কিছু শব্দ রপ্ত করে রেখেছিলাম , কিন্তু ঝামেলা হয়ে যায় ঠিক যখন যে শব্দটা প্রয়োগ করার প্রয়োজন পরে ঠিক তখনই সেই শব্দটা মনের মধ্যে সঞ্চিত অন্যান্য শব্দের ভীরে লুকিয়ে থাকে ! সামনে আসতে চায় না !
এবং যখন শব্দটার প্রয়োজন সময় ফুরিয়ে যায় ঠিক তখনই হতভাগা শব্দটা সামনে এসে দাত কেলিয়ে হাসতে থাকেে যাই হোক এখন হতে যখন যে শব্দগুলো হাতের কাছে পাবো ধরে ধরে এই ব্লগে আঠা দিয়ে এঁটে রাখবো ,
শুরুটা অ দিয়েই করা যাক 🙂
অংশত :
সাধারনত আমরা কোন কিছুর পরিমানের কিয়দ্বংশ বোঝাতে অংশ শব্দটা ব্যবহার করে থাকি এর সমার্থক আরেকটি শব্দ হলো অংশত । কবিতার লাইনের শেষ শব্দ দিয়ে ছন্দ পুরন করা বা গদ্যের লাইনে এমন সমার্থক শব্দ জুড়ে দিয়ে লেখক মনের ভাব পরিপুর্নভাবে প্রকাশ করতে পারে ।
অওরো :
এর অর্থ হলো অবতরন করা , উপর হতে ক্রমশ নিচের দিকে নামা । নেমে গেছে ধরনের শব্দের সমার্থক হিসাবে ব্যবহার না করে কোন কিছু নামছে কিন্তু এখনও নামা শেষ হয়নি ধরনের কিছু বোঝাতে অওরো শব্দটাকে ব্যবহার করা যায় ।
অংশুক :
জামা কাপর বা বস্র বিশেষ এর সমার্থক শব্দ ।
অংশুধর / অংশুপতি /অংশুমান/ অংশুমালী : এগুলো সবই সুর্য এর সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করা যায় !
অকালজলদোদয়:
অসময়ে আকাশে মেঘ বোঝাতে এই শব্দটা ব্যবহার করা যায় ।
অংশুমৎ ফলা :
এর অর্থ হলো কলা গাছ :D)
বাক্য গঠন হিসাবে বন্ধুকে বলতে পারেন “ বন্ধু তুমি অংশুমৎ ফলার সহিত গলায় দরি দাও “
আজ এ পর্যন্তই রইলো , অনেক কাজের চাপে আছি , কালকে আবারও কিছু নতুন শব্দ সংরক্ষন করবো , তবে বর্নানুসারে সংরক্ষন করতে গেলে ঝামেলা লেগে যায় এখন হতে যখন যেটা মনে চলে আসবে লিখে ফেলবো !
বি:দ্র:
বানান এবং কমেন্ট এর জবাব দিতে দেড়ি হওয়ার জন্য আগে হতেই ক্ষমা চেয়ে নিচ্ছি , 🙂
২৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এতোদিনে একটা বাংলা ডিকশনারি পাওয়া গেলো 😀
এখন থেকে দুর্বোধ্য শব্দ আপনার কাছে এনে জমা করবো। উত্তর পেতে যেন আমাদের অওরো না করতে হয়, ইয়ে ঝুলে থাকা অওরো দিয়ে বোঝানো যাবে?
চমৎকার পোস্ট। চলুক। মনের কোন ভরসা নাই, সোজা এখানে লিখে ফেলবেন।
ঘুড্ডির পাইলট
পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂
স্বপ্ন
প্রচলিত শব্দ আসলে অনেক সময় মনে পরে না। এমন পোষ্ট আমার কাজে দিবে। প্রিয় পোষ্ট সংরহে রাখার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে আবার। এমন পোষ্টের জন্য ধন্যবাদ।
ঘুড্ডির পাইলট
লেখনিতে ভিন্য ধরনের শব্দ ব্যবহার লেখার মাধুর্যতা বৃদ্ধি করে । 🙂 তাই এই প্রচেস্টা
ছাইরাছ হেলাল
ভালই হোল যখন যা লাগবে এখানেই খুঁজে নেব নিয়মিত।
ঘুড্ডির পাইলট
🙂
আমি চেস্টা করছি এই বিষয়ে আরও কিছু পোস্ট দিবো ।
জিসান শা ইকরাম
অংশত শব ব্যাতীত অন্যগুলো আমার কাছে নুতনের মতই।
শুধু মাত্র অংশত কিছু লেখায় ব্যাবহার করেছি মাঝে মাঝে।
ধন্যবাদ এমন পোষ্টের জন্য–
সোনেলা সমৃদ্ধ হবে এমন লেখায়।
শুভ কামনা।
ঘুড্ডির পাইলট
আপ্নাকে ধন্যবাদ মামা 🙂
সীমান্ত উন্মাদ
ভালো একটা পোষ্ট হইছে ভাই। তয় রম্য ছড়ার ছন্দ নিয়ে বিপদে পড়লে আমারে জিগাইতে চাইলে জিগাইতে পারেন। আপনারে এই ব্লগে পাইয়া ভাল লাগতেছে। মেশিন চলবে। । :D)
ঘুড্ডির পাইলট
রত্ন ভান্ডার নাই তো কি হইসে শব্দ ভান্ডার আছে 😉 :D) :D)
মেহেরী তাজ
লিখুন ভাইয়া লিখুন। আমার শব্দ ভান্ডার প্রায় শুন্য। আপনার পোষ্ট থেকে নিতে পারবো। ভাইয়া সাবধান অংশুমৎ ফলার সাথেও কিন্তু ফরমালিন মেশানো হয়
ঘুড্ডির পাইলট
হা হা হা
গাছ থেকে সরাসরি খেতে হবে !
মেহেরী তাজ
অংশুমৎ ফলার চাষ করতে হবে দেখছি 🙂
মোঃ মজিবর রহমান
স্বাগতম। আপনার নিকট হতে ঋণ লয়া যাবে শব্দ।
শব্দ ভান্ডার নাই বললেই চলে।
মনে থাকে না ভাইয়া।
শুভেচ্ছা রইলো।
ঘুড্ডির পাইলট
আমারও মনে থাকে না , তাই এখানে সংরক্ষন করছি !
মোঃ মজিবর রহমান
এখানেই থাকলে হবে।
শিশির কনা
লিখুন ভাইয়া। আপনার ব্লককে বুকমার্ক করে রাখলাম।
ঘুড্ডির পাইলট
আন্তরিক ধন্যবাদ 🙂
বনলতা সেন
অনেক জানতে পারব এবার থেকে।
ঘুড্ডির পাইলট
চেস্টা করবো শব্দ ভান্ডার সিরিজটা নিয়মিত করতে ।
খেয়ালী মেয়ে
এতো কঠিন কেন?..
ঘুড্ডির পাইলট
জানি না তো ! 🙁
খেয়ালী মেয়ে
🙁
মেহেদী হাসান মানিক
ভাল আয়োজন 😀
ঘুড্ডির পাইলট
একি আপ্নি এখানে কোথা হতে আসলেন ?
ভাত খাইছুইন ?
অলিভার
অংশুমৎ ফলা থেকে প্রাপ্ত ফল বড়ই মজার :p
নতুন কিছু শিখতে পারলাম। চলমান রাখেন। সব হয়তো মনে থাকবে না, দু’একটা থাকলেই বা কম কিসে।
শুভ কামনা জানবেন 🙂
ঘুড্ডির পাইলট
বাসা বদল করা নিয়ে বড় ঝামেলায় আছি 🙁