
জন্ম আমার তোর কোলে মাগো
প্রকৃতির রূপে সদা চঞ্চলা প্রাণ,
আবেশিত সুখ আকাশে বাতাসে
গলে মুখে তাই জীবনের জয়গান।
মন ছুটে যায় সবুজের ক্ষেতে
কাস্তে কোদালে সেজে গরবের চাষী,
রাখালী বেনুর ডাকাতিয়া সুরে
বৃক্ষ শাখায় কখনো হয়ে উদাসী।
বিচিত্র রূপে জাগে শিহরণ
উছল হাসিতে ডেকে মমতার বান।
ঘন বরিষণে নামে যদি ঢল
স্বপ্ন বেড়ায় নৌকা বাঁধার ঘাটে,
চৈত্র গরমে দর দর ঘামে
ছুটে চলে মন তেপান্তরের মাঠে।
অপরূপ রূপে ধন্য জীবন
কখনো বা হয় তাণ্ডবে খান খান।
রৌদ্র পোহানো শীতের সকাল
সে তো হৃদয়ের চির অমলিন স্মৃতি,
পাকা ধান বিনে যাবে কি কখনো
কৃষকের মুখে শোনা পল্লীর গীতি?
পুষ্পে ভরা এ বঙ্গ জননী
ছেড়ে যেতে মন চাহে না কখনো প্রাণ।
১০টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর লেখা
পড়ে ভালো লাগল
শুভকামনা রইল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর কাব্যি
মুগ্ধতা অন্তহীন।
বোরহানুল ইসলাম লিটন
অন্তহীণ ধন্যবাদ ও শুভ কামনা রইল প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষণ।
রোকসানা খন্দকার রুকু
বাংলার রুপ রস গন্ধেভরা মায়াময়তা সবাই বোঝে না।
আপনার কবিতায় পাওয়া গেল। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
মা মাটি দেশ এই তিনটা বুঝতে হবে। এবং এরা সম্পুরক।
দেশপ্রেমের কবিতা ভালো লাগলো
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার! প্রকৃতির সৌন্দর্যে দেশপ্রেম ফুটে উঠলো। খুব খুব ভালো লাগলো কবিতাটি। অফুরন্ত ভালোলাগা রইল।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।