পুরাণ খুঁজতে নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে গিয়ে যখন বইটা পেলাম, তখনও জানতাম না এটার ভ্যালিউ কতটুকু। ফেইসবুকে ছবি পোস্ট করে জানলাম বছরখানেক আগের ইতিহাস। প্রাইভেট ভার্সিটিতে পড়লে যা হয় আর কী, চার মাসে সেমিস্টার শেষ করতে গিয়ে সরকারী ছুটিতেও টানা ক্লাস-এক্সাম-প্রেজেন্টেশন। তাই স্ক্যান করার সময় পাচ্ছিলাম না। হরতাল উপলক্ষে তিনদিন ছুটি পেয়ে পুরোটা স্ক্যান করে আবিষ্কার করলাম আমি ফটোশপ মোটেও পারিনা- হাই রেজুল্যুশন জেপিজি ফাইলগুলো পিডিএফ করতে গিয়ে সাইজ ১ গিগাবাইট হয়ে গ্যালো। আবারও সবগুলো ফাইল ১৫০০ x ১৮৭৫ পিক্সেলে কনভার্ট করে মোটামুটি কোয়ালিটির (৬০ মেগাবাইট) পিডিএফ করে ফেললাম। কারও দরকার হলে আরও ভালো রেজুল্যুশনের পিডিএফ দেয়া যাবে। বিস্তারিত না লিখে বইয়ের বিষয়বস্তু তুলে দিচ্ছি :
সূচীপত্র
মুখবন্ধ : সৈয়দ আলী আহসান
জাতীয় সঙ্গীত
বঙ্গবন্ধু : একটি প্রতীক
বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি : ডক্টর সালাহ্উদ্দীন আহমদ
স্বাধীনতা আন্দোলনের ইতিহাস : আবদুল গাফ্ফার চৌধুরী
বাংলাদেশের উদ্ভব : দুর্গা প্রসাদ ধর
জাতীয়তাবাদের ভূমিকা : সরদার ফজলুল করিম
বাঙ্গালী সংস্কৃতি : বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীদের ভূমিকা : ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী
বাঙ্গালী বুদ্ধিবৃত্তি ও বুদ্ধিজীবী দলন : নুরুল ইসলাম পাটোয়ারী
পুনর্বাসন ও পুনর্গঠন : মোহাম্মদ জমীর
বাংলাদেশে গনহত্যা- বিদেশীদের চোখে : সংকলন ও সম্পাদনা – খোন্দকার গোলাম মুস্তাফা
পরিশিষ্ট
স্বাধীনতার ঘোষণাপত্র
বাংলাদেশের মৌলিক পরিচয়
বাংলাদেশের মন্ত্রিসভা
গ্রন্থপঞ্জী : সংকলন ও সম্পাদনা : মোহাম্মদ আমজাদ হোসেন
লেখক ও শিল্পী পরিচিত
এছাড়াও পুরো বইয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তী দূর্লভ কিছু মুহুর্ত, বাঙালি সংস্কৃতি এবং স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার ছবি আছে। উপরের ডাউনলোড লিঙ্ক কাজ না করলে এখান থেকে লিঙ্ক কপি-পেস্ট করে দেখতে পারেন :
http://www.mediafire.com/download/6ycc1c2p78qfeaf/Bangladesh_-_A_Souvenir_on_the_First_Anniversary_of_Victory_Day.pdf
[ কেউ চাইলে অন্য কোন ওয়েব সার্ভারে পিডিএফ ফাইল আপলোড করে দিতে পারেন। ]
৩১টি মন্তব্য
মিথুন
অনেক অনেক মূল্যবান একটি পোষ্ট ভাইয়া .ডাউনলোড করতে সময় নিই নি.ধন্যবাদ অনেক.
কাফি রশিদ
শুভকামনা 🙂
স্বপ্ন
শেয়ারের জন্য ধন্যবাদ ভাই । নীচের লিংকটা আসেনি।
কাফি রশিদ
আমার এখানে তো পুরোটাই দ্যাখাচ্ছে। ধন্যবাদ।
খসড়া
ধন্যবাদ গুরত্বপূর্ন পোস্ট। ইতিহাসের দলিল।
কাফি রশিদ
হ্যাঁ। বাংলাদেশেই এটা দূর্লভ।
লীলাবতী
অনেক দন্যবাদ ভাইয়া । অবশই ডাউনলোড করবো ।
সোনেলার প্রতি আবেদন , সবার সুবিধার জন্য পোস্টটিকে উপরের দিকে রাখুন ।
কাফি রশিদ
ধন্যবাদ। ভালো থাকবেন।
আদিব আদ্নান
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ডালো চলছে । মিনিট পনেরোর ঘটনা মাত্র ।
দুর্লভ সংগ্রহ ।
কাফি রশিদ
হ্যাঁ। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
এটি অবশ্যই ডাউন লোড করে রাখা উচিৎ
সাথে সাথে আপলোড করেও রাখতে হবে
সামনে দুর্দিন আসছে — নস্ট করে ফেলবে সব ইতিহাস ।
ধন্যবাদ আপনাকে ।
কাফি রশিদ
হ্যাঁ, আরও কিছু সার্ভারে আপলোড করে দিব শীঘ্রই। পোস্টটা শুরুতেই ঝুলছে দেখছি। 🙂
ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
আচ্ছা অপেক্ষায় আছি ।
হ্যা আমিও দেখছি পোষ্টটি শুরুতেই ঝুলছে
সোনেলাকে ধন্যবাদ এই গুরুত্ব পূর্ণ পোস্ট শুরুতেই ঝুলানোর জন্য 🙂
ছাইরাছ হেলাল
শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম চৌধুরী (সিক স্যার)ও সরদার ফজলুল করিমের লেখা পড়তে পেরে
আপনাকে অশেষ কৃতজ্ঞতা ।
কাফি রশিদ
ধন্যবাদ ছাইরাছ হেলাল।
প্রজন্ম ৭১
গুড জব
কাফি রশিদ
ধন্যবাদ প্রজন্ম ৭১।
স্বপ্ন নীলা
এযে মেঘ না চাইতেই বৃষ্টি !!! আমি এমন তথ্য খোঁজ করছিলাম,,,,,,,,,আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য,,,,,,,একেই বলে এক ধরণের সোসাল সেবা,,,,,,,,,,,,,
কাফি রশিদ
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
বনলতা সেন
এখানে না দিলে আমার পক্ষে কিছুতেই এটি সংগ্রহ করা সম্ভব হত না ।
পরিশেষে আপনাকে অবশ্যই ধন্যবাদ ।
কাফি রশিদ
ছড়িয়ে দেয়ার দায়িত্বটা কিন্তু আপনাদেরই। ভালো থাকবেন।
তাপসকিরণ রায়
বাংলার স্বাধীনতার ইতিহাসের অনেক কিছু পাব আশা করছি।ডাউনলোড করে নেবো।আপনাকে আনেক ধন্যবাদ।
কাফি রশিদ
হ্যাঁ। কিছু বিভ্রান্তি দূর হবে অবশ্যই। ভালো থাকবেন।
মা মাটি দেশ
এত প্রয়োজনীয় নিউজটা এত পরে দিলে তবুও ধন্যবাদ
কাফি রশিদ
বেশিদিন কিন্তু নেইনি, সংগ্রহের পর মাত্র পাঁচদিন। ভালো থাকবেন।
তওসীফ সাদাত
অসাধারণ। ধন্যবাদ আপনাকে এই পোস্ট এর জন্য।
কাফি রশিদ
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শিশির কনা
শেয়ারের জন্য ধন্যবাদ ।
কাফি রশিদ
মন্তব্যের জন্য ধন্যবাদ
ইখতামিন
অজস্র ধন্যবাদ রইল
কাফি রশিদ
শুভ কামনা।