বসন্ত দিনে

কামরুল ইসলাম ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০১:২৪:৫৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

হিমেল হাওয়ায় ফাগুন এলো, কৃষ্ণচুড়ার ডালে ~
শিষ দিয়ে যায় দোয়েল পাখি, কাঠাল শাখের আড়ালে ~
শিমুল পলাশ রুপ ধরেছে, বসন্তের এই সাঁঝে ~
গোলাপ টগর পাপড়ি ছড়ায়, সুবাস ভরা লাজে ~
হলুদ পাড়ে, গাঁধা ফুলে কুমারীদের দল ~
অপরাহ্নের এক প্রহরে, আনন্দে বিহ্ববল ~
ফাগুন আসে, প্রকৃতি হাসে , জেগে উঠে প্রাণ ~
যুগল প্রেমে রয় না থেমে বাঁধ ভাঙা এই গান ~
বসন্ত দিনে প্রতি ক্ষণে আমিও যে চাই তোমায় পাশে ~
ভালবাসায় জড়িয়ে রাখি, বিশ্বাসের নিশ্বাসে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১২/০২/২০২০

৭৫২জন ৬৭০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ