হিমেল হাওয়ায় ফাগুন এলো, কৃষ্ণচুড়ার ডালে ~
শিষ দিয়ে যায় দোয়েল পাখি, কাঠাল শাখের আড়ালে ~
শিমুল পলাশ রুপ ধরেছে, বসন্তের এই সাঁঝে ~
গোলাপ টগর পাপড়ি ছড়ায়, সুবাস ভরা লাজে ~
হলুদ পাড়ে, গাঁধা ফুলে কুমারীদের দল ~
অপরাহ্নের এক প্রহরে, আনন্দে বিহ্ববল ~
ফাগুন আসে, প্রকৃতি হাসে , জেগে উঠে প্রাণ ~
যুগল প্রেমে রয় না থেমে বাঁধ ভাঙা এই গান ~
বসন্ত দিনে প্রতি ক্ষণে আমিও যে চাই তোমায় পাশে ~
ভালবাসায় জড়িয়ে রাখি, বিশ্বাসের নিশ্বাসে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১২/০২/২০২০
১২টি মন্তব্য
শান্ত চৌধুরী
শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
ফয়জুল মহী
অনন্য । শুভেচ্ছা সতত ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
আরজু মুক্তা
ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
শুভ বসন্ত। আপনার কাঙ্খিত চাওয়া কে পূর্ণ করুক। ধন্যবাদ ভাইয়া।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
শুভ বসন্ত সহ শুভ কামনা
দালান জাহান
সুন্দর কবিতা। শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বাসন্তি শুভেচ্ছা
হালিম নজরুল
ছন্দময়
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বাসন্তি শুভেচ্ছা