বসন্তের বাসন্তী

মনির হোসেন মমি ২২ ফেব্রুয়ারি ২০১৫, রবিবার, ০৫:১৮:২৪অপরাহ্ন বিবিধ, রম্য ১৮ মন্তব্য

ইস্ কি যে আছে আজ ভাগ্যে
কে ভূলে যায় বসন্তের এমন দিনে
ভালবাসা নিতে দিতে কে না চায়,
ধূতত্তরি সব কাজ,রাখ না আজ
এক দিকে ঘরের গিন্নী
অন্য দিকে রাতের গগণে প্রেম চুর্ণী
দিতে হবে আজ দু’জনকেই চুম্মন
ফুলের বাগানে উড়ে ভ্রমর যেমন।

তাড়া হুড়ায় দৌড়া দৌড়ি
ফুলের দোকানে মৌমাছির কামড়াকামড়ি
এ দিক সে দিক দেখি না ঢুকবার কোন দিক,
ভিড়ের ভেতর সূইয়ের মতো ঢুকি
আন্টি আপা ক্ষ্যাপা সবাই,,,
ফোকলা ভেটকিতে হি হি,সরি!
দুটো লাল গোলাপ আমার চাইই চাই।

তাক্ ধিনা ধিন ছুটছি হাওয়াই বেগে
মনের ভিতর কত কথা,প্রিয়া
নতুন করে বলতে চাই লুকানো সব ব্যাথা
বসন্তের বাসন্তীরা আজ সৃষ্টি করছে
নতুন নতুন কাব্য কথা।

চলার পথে রমনা পার্কে, দেখছি
কপত কপোতি উল্টো মুখে কেউ বসে আছে
কেউ বা প্রান খোলে হাসছে
প্রেমিকের বুকে মাথা রেখে
ছোট্র জীবনের স্বার্থকতা খোজছেঁ।

কি দেখছি,কি দেখলাম
লাগে মনে দ্বন্দ-সন্দেহ,
একেই বলে ভালবাসায় অন্ধ,
বাস্তবতার নেই ছন্দ,
যাক না হয়ে যদি যায় আজ,
কিছুটা মন্দ।

আত্ত্বভোলা মন আমার
মাঝে মাঝে আমি নিজেই চিনি না
আমার আমিকে,
অপরের দুঃখে কাতর এ মন
বে-মালুম ভূলে যায় অপেক্ষায় বাসন্তী তার।

ঘোর কেটে গেলে তাকায় গোলাপ দুটোয়
রৌদ্রে নেতিয়ে পড়া এই গোলাপ দুটো কি তার?
হঠাৎ কানে বাজে তর্কের শব্দ ফোনে ফোনে,
ছেলেটি,গোলাপ নিতে না পারায়
ভালবাসা!হায়!পালায় পালায়।

অবাক বিস্ময়ে ছেলেটি তাকিয়ে রয়, ফোনে
অপর প্রান্তের সব ব্যাথা হাওয়ায় জমা রয়,
নাও লাল গোলাপ ধরো,দুটো
আমাদের বয়সে, ভালবাসা হারাবার নয়
তোমাদের ভালবাসা হলো যে শুরু…।

হাতে ছাতি মাথায় টুপি
সন্ধ্যা হতে আর একটু বাকি
কড়া নারে মনের সুখে
গিন্নীকে দেখে আনমনে নিজেকেই বকে,
ধূত্ত্ রি ছাই হলো কি ভাই,
সুন্দর একটি দিনের কথা কেমনে ভূলে যাই!।

হয়েছে হয়েছে,
আর হবে না ভালবাসা দেখাতে
সারাটি জীবন এমনি ভাবে কাটালে
বিয়ের আগে তোমার কাছে ছিলাম আমি
তোমার স্বপ্নের পরী,,,
বিয়ের পর হলাম আমি,
ঘর-সংসারের দাসী,,,।

এমন দিনে কেউ রাগ করে না
ভূল-ত্রুটি ক্ষমার চোখে একটু দেখোনা,
তোমার প্রতি আমার হৃদয়ে,
জাগ্রত আছে ভালবাসা কোটি শত
যেমনটি ছিলে তুমি,তেমনটিই আছো,
থাকবে চির অম্লান,
সুখ-দুঃখ হাসি কান্নায়।

এসো আজ করি পণ বার বার
প্রতি বার প্রতিদান,
জীবনে-মরনে শুধুই তুমি,
সূরে সূর মিলাই
বসন্তের বাসন্তীরা গাইছে আজ,
শুধু ভালবাসা বন্দনার গান।

-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@

-{@ লেখাটি ভেলেন্টটাই ডেতে লেখা হয়েছিল,মনের মতো হয়নি বলে পোষ্ট করিনি…এখনও ইচ্ছে ছিল না কিন্তু মন বলে… দে না একটু ছেড়ে,তাই দিলাম ছেড়ে সোনেলার ঘরে চক্ষু দুটো বন্ধ কইরা।

৫৩৬জন ৫৩৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ