
ফিরে এলো আবার বসন্ত
প্রথম দেখা বাসন্তি রাঙা মুখ
প্রথম ছোঁয়া, ভালবাসার উষ্ণ বুক ।
চিরতারণ্যের স্বপ্নময় শাখে
পলাশ, শিমুল আর প্রকৃতি হাসে
মনের অগোচরে শিষ দিয়ে যায় দোয়েল
অম্ল মুকুলে নিবিড় ঘ্রাণ
সর্ষে ফুলে মৌ পোকার গুঞ্জন
দামাল হাওয়ায় হারিয়ে যায়
চির চিনা একটি মন ।
ইচ্ছে গুলো ডালা মেলে
আবারো মুখ লুকাই, তোমার আঁচলে
হাতে হাত রেখে, ছুটে চলি
দিগন্ত প্রাণে, দানে অঞ্জলী
আকাশ ছুঁই, বাতাস মাখি
ভালবাসার পদাবলি, দুজনার বুকে আঁকি
বসন্ত বিলাসে, তোমার বুকে নিঃশ্বাস রাখি
ফাগুন যায়, ফাগুন আসে, স্বপ্নরা দেয় ফাঁকি ।
রচনা কাল ঃ ১৩/০২/২০২১
ঢাকা
১৩টি মন্তব্য
আরজু মুক্তা
স্বপ্ন গুলো তবুও বাঁচুক।
শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
সত্যি অসাধারণ উপস্থাপন করলেন
মুগ্ধ হলাম
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
বসন্তের বাতাস ছুঁয়ে যাক আপনার জীবনে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভকামনা আপু
সাবিনা ইয়াসমিন
ফাগুন আসে ফাগুন যায় রেখে যায় বাসন্তী ছোয়া, তাইতো প্রতি বসন্তই রঙ্গিন হয়, স্বপ্নরা ডানা মেলে ফাগুন হাওয়ায় 🙂
বসন্তের শুভেচ্ছা রইলো 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও বাসন্তী শুভেচ্ছা আপু
ছাইরাছ হেলাল
চির চেনা ফাগুন এই লেখায় রঙ ছড়িয়েছে। সুন্দর।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
পপি তালুকদার
প্রতিবার বসন্ত আসে চির চেনা ভালোবাসা নিয়ে এটা ই নিয়ম।বসন্তের আগমনে মন নাচে প্রানও নাচে।
চির বসন্তের শুভেচ্ছা রইল।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা