এইতো সেদিন এলো  শব্দের কারুকার্য মন্ডিত লেখা নিয়ে সোনেলার প্রিয় আঙ্গিনায়। সময় বহমান নদীর মতো সেটা আবারো প্রমাণিত হলো, দেখতে দেখতে একটি বছর , বারোটা মাস পার করে দিলো সোনেলায়। তার প্রথম পোস্ট মন্দাকিনী মেয়ে । হাফ সেঞ্চুরি পার করলেন ‘ ‘ইতি পিতাঃ একটি চিঠি! পোস্টের মাধ্যমে।  একের পর এক লেখার ধারে কুপোকাত করছে পাঠক বৃন্দকে। বিখ্যাত সব চরিত্রের এতো সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখা খুব কমই পাওয়া যায়। কবিতার পান্ডুলিপি, লেখনীর সৌন্দর্য পাঠকদের বারংবার পড়তে বাধ্য করে । এ পর্যন্ত  ৫১ টি লেখা পোস্ট করেছেন। সোনেলায় ব্লগার সৌবর্ণ বাঁধনের পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সেই কামনা রইলো । বর্ষপূর্তির অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

সৌবর্ণ বাঁধন :

নিবন্ধন করেছেনঃ ১১ মাস ৩০ দিন আগে

পোস্ট লিখেছেনঃ ৫১টি

মন্তব্য করেছেনঃ ৪০৮টি

মন্তব্য পেয়েছেনঃ ৬২১টি

 

ছবি -গুগল

৭৩০জন ৫৭৫জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ