বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত মেডিনোভা সার্ভিসের ঠিক সামনে কসাই পরিচিতি পাওয়া এক মহিলার প্রকাশ্যে ত্রাসে হতবাক সাধারন লোকজন। কিন্তু মহিলার সন্ত্রাসী কর্মকান্ডের ছিলো না কোন প্রতিবাদ। নিরবতা থাকলেও ভেতরে ক্ষোভ উপস্থিতদের। তাতে কি সন্ত্রী মহিলার প্রতিরোধের কোন আওয়াজ উঠল না। কেন? ঘটনা যখন শেষ তখন শব্দ আসে ডাক্তারের বউ কসাই। ক্ষমতার দাপট! কোনো কিছুই থোরাই কেয়ার করেন না।
১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাংলা বাজার থেকে গির্জা মহল্লা রিকশায় আসেন ওই মহিলা। মেডিনোভার সামনে নামলেন। ভাড়া দিলেন। রিকশায়ালা বললেন আমাকে ন্যায্য ভাড়া দেন। এ কথা বলার পরই অগ্নিমূর্তিরূপধারন করলেন মেডিনোভায় আসা মধ্য বয়সী মহিলা। সঙ্গে সঙ্গে রিকশায়ালা নাসির উদ্দীনের গালে কয়েকটি চড় মারলেন। পায়ের জুতা খুলে খুললেন। তাকে জুতাপেটাও করবে দাপুটে মহিলা। দাম্ভিকতার সুরে বলেন, এই চিনো আমাকে। একেবারে ওপারে পাঠিয়ে দিব। পাশপাশি মহিলাকে মেডিনোভায় এগিয়ে নিতে আসা দালালদের হুঙ্কার এখানকার সিনিয়ার এক ডাক্তারের স্ত্রী। চুপ।
প্রসঙ্গত : রিকশায়ালা নাসির উদ্দীনের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। বেশ কয়েক বছর আগে জীবন জীবীকার টানে বরিশালে আসেন। তিনি নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
১০টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
মিঃ আহমেদ জালাল, আপনি হয়ত বুঝতে পারছেন না যে সোনেলা কোন অনলাইন পত্রিকা না।আপনি এসমস্ত খবর অনলাইন পত্রিকায় দিন।
ভবিষ্যতে এমন কোন খবর প্রকাশ করলে,পোষ্টের নীচে আপনার নাম,মোবাইল নাম্বার,আপনার ঠিকানা দিবেন।নতুবা আপনার পোষ্ট মুছে ফেলা হবে।আপনার লেখাগুলো কোন কোন সময় ব্যক্তির বিপক্ষের লেখা হয়।আপনার লেখার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।সোনেলা ব্লগ আপনার লেখার কোন দায় বহন করবে না।
আহমেদ জালাল
মান্যবর,
ধন্যবাদ।
আহমেদ জালাল
আমার লেখাগুলো বাস্তবতা,বস্তুনিষ্ঠু.. . (অনুসন্ধানী)। কাউকে আঘাত করে লেখা নয়, নতুন সমাজ বির্নিমানের লক্ষেই আমার লেখা। যেখানে মূখ্য বিষয় : সাম্যের সমাজ। মানবতা আর মানবতার কল্যান।
আহমেদ জালাল
আমরা মানুষ। আর আমি চাই মানুষের বিবেককে সঠিকভাবে পরিচালিত করা।
ব্লগ সঞ্চালক
আমরাও মানুষ, আমরা যন্ত্র বা কম্পিউটর নয়। আপনি বিসিসি মেয়র কাউন্সিলরের বিরুদ্ধে লিখেছেন।এখন যদি তারা মামলা করেন মানহানির, আপনাকে খুঁজে পাওয়া যাবে? কয়েকহাজার ব্লগারের হাজার হাজার পোষ্ট আপনার একার জন্য ঝুঁকিতে রাখতে পারিনা আমরা।
আপনি প্রতিটি লেখায় আপনার নিজস্ব বিস্তারিত পরিচয় দিবেন।
manal
ভালো লাগলো
আহমেদ জালাল
অস্ত্রের চাইতে শব্দের শক্তি বেশি, ওজনও বৈকি। একটি চিন্তা মানুষের মনে থাকতে পারে যুগ যুগ ধরে আর তার যদি সঠিক চর্চা করা হয়
তাহলে তা বিকশিত হয়ে ঘটাতে পারে কালজয়ী বিপ্পব
– আমার চিন্তা
আহমেদ জালাল
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
ওই যে কথায় আছে না পুলিশের চেয়ে পুলিশের স্ত্রীর দাপট বেশী?
এসব আমাদের সমাজেই বেশী দেখা যায়।
আহমেদ জালাল
এটাই বাস্তবতা,খুব সুন্দর মন্তব্য। ধন্যবাদ।