
শান্তির কথা ভাবতেই পারি না!
খুঁজতে গেলেও
প্রখর রৌদ্রময় চৈত্রের দুপুরকে সযতনে ডেকে,
মরা গাছের এক কাঠঠোকরা
ঠক ঠক করে তক্তা কাটে নির্দয়ভাবে
কম দামী এই বুকের গাত্র থেকে।
অনেক দিন আগের কথা –
সমূদ্র দেখতে গিয়েছিলাম বনানীর পরামর্শে,
সৈকতে ঘুরছি
আবছা সুখানুভূতি হৃদয়টা আচ্ছন্নও করলো
হঠাৎ কোত্থেকে এক চক্রকার
ভয়ংকর রূপী আইলা এসে
লাথি মেরে ভেঙে ফেললো বাঞ্ছার কপাট হর্ষে।
আর থাকে স্বপ্নের সারি!
ক্ষুধার্ত চিলের পাখায় ভর করে
মেঘালয়ে দিলো পাড়ি।
অনেক ভেবে চিন্তে তাই সিদ্ধান্ত নিয়েছি –
যেভাবেই থাকি না কেন
পুষবো না আর সুখ-শান্তির তেষ্টা,
বাকিটা জীবন বরং করে যাবো একা
দুঃখ পরিহারের তরে নিভৃতে আপ্রাণ চেষ্টা।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
সেই ভালো। সুখের আশায় বাঁধলে বাসা, দুঃখের আঁচল জড়িয়ে ধরে। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় এক অনুভূতির ছোঁয়া কবি দা
ভাল থাকবেন
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
কামাল উদ্দিন
এটা এমনি জিনিস, এর পেছনে আমরা ছুটে চলেছি নিত্য, কিন্তু নাগাল যেনো পাওয়াই যাচ্ছে না.............শুভ কামনা সব সময়।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!