ফ্রেন্ড ডে নয় ফ্রেন্ডশিপ ডে। বন্ধু দিবস নয় বন্ধুতা দিবস।
কিন্তু ফেইসবুকের পাতায় পাতায় আজ সবাই বন্ধু দিবসের শুভেচ্ছা দিচ্ছে। বিদেশী দিবস যখন পালনই করবো আমরা তখন শুদ্ধ ভাবেই পালন করি।
এই দিবসটি আমাদের দেশে কে এনেছেন? গোলাপ ফুল খ্যাত যায়যায় দিন এর শফিক রেহমান।আসুন আমরা এই দিবসটি সম্পর্কে জানি।
বন্ধুতা দিবসের ইতিহাসঃ
প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুতা দিবস। ১৯৩৫ সাল থেকেই বন্ধুতা দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। বিষয়টি সে সময় দারুন আলোড়ন তোলে। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে রীতিমতো আইন প্রণয়ন করে আগস্ট মাসের প্রথম রোববারকে বিশ্ব বন্ধুতা দিবস ঘোষণা করে। সেই সুত্রে আগস্ট মাসের প্রথম রোববার এখন বন্ধুতা দিবস হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে দুনিয়া জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অনুকরনে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব বন্ধুতা দিবস।
তবে বন্ধুর জন্য বন্ধুর এমন আত্মহুতি আর কি দেখা যাবে এ জগতে?
-{@
শুধু এই দিবসের ইতিহাস জানানোর জন্যই এই লেখা।হয়ত আপনারা সবাই জানেন।আমি একা জানতাম না। নেটে ঘেটে ইতিহাস জেনে নিলাম। ব্যাপারনা, আমি আমার প্রানের বন্ধুকে উদ্দেশ্য করে এই গান গাচ্ছি। অথবা এমনও হতে পারে প্রানের বন্ধু আমাকে শুনাচ্ছে গানটি।
বন্ধু তোমার তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তা লোকের ছায়া
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো
বন্ধু আমার বন্ধু তুমি, বন্ধু মোরা ক’জন
তবুও বন্ধু, মন হলো না আপন
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যাথা
বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা
বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানো সুখ
বন্ধু তোমার বন্ধু আমি, বন্ধু মোরা ক’জন
তবুও বন্ধু, ভাসি নাকো আঁকি নাকো স্বপন।
সোনেলার সমস্ত চেনা অচেনা বন্ধুর জন্য এই পোষ্ট উতসর্গ করা হলো -{@
লাউ ইউ বন্ধুরা (3
বন্ধুতা বেঁচে থাক সবার মাঝে।
-{@ বন্ধুতা দিবসে কবির সুমনের কণ্ঠে আর একটি গান…... চাইছি তোমার বন্ধুতা
৪১টি মন্তব্য
স্বপ্ন নীলা
সুন্দর লেখা, অনেক অজানা তথ্য জানা হলো
ব্লগার সজীব
অনেক দিন পরে দেখলাম আপনাকে। শুভ বন্ধুতা -{@
সীমান্ত উন্মাদ
বন্ধু মানে প্রানের স্বজন
বন্ধু মানে কুহু কুজন।
ঝড় তোলা সেই ছেলেবেলা
এখন শুধু স্মৃতির খেলা।
সজীব ভাই আপনাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা। শুভকামনা জানিবেন নিরন্তর।
ব্লগার সজীব
আপনার জন্যও নিরন্তর শুভকামনা -{@
অরণ্য
“লাউ ইউ বন্ধুরা (3
বন্ধুতা বেঁচে থাক সবার মাঝে।”
(y)
‘বন্ধুতা’ শব্দ দেখতেই সুমনের গলা ভসে এলো “চাইছি তোমার বন্ধুতা।”
কৃষ্ণকলির গানটাও ভাল লাগলো। আগেও শুনেছি।
ব্লগার সজীব
আপনাকে দেখে চমকে উঠলাম।অন লাইনে দেখছি না অথচ মন্তব্য দিলেন।অদৃশ্য অরণ্য 🙂 শুভেচ্ছা এ দিবসে -{@
গানটি কিছুতেই মনে আসছিল না।দিলেন মনে করিয়ে।লিংক দিয়ে দিচ্ছি 🙂
স্বপ্ন
বন্ধুতা দিবসের ইতিহাস জানতাম না।ধন্যবাদ সজীব ভাইয়া।
ব্লগার সজীব
ধন্যবাদ স্বপ্ন -{@
ছাইরাছ হেলাল
জানলাম, তবে দিবস-টিবস পালন করে বন্ধুত্ব তৈরি করা যায় না।
ব্লগার সজীব
বর্তমানে কত বন্ধুত্ব ছুটে যায় এই সব দিবসে শুভেচ্ছা না দিলে 😀
খেয়ালী মেয়ে
বন্ধুতা দিবসের ইতিহাস ঝাপসা ঝাপসা জানতাম, পোস্ট পড়ে একটু পরিষ্কারভাবে জানলাম…
কৃষ্ণকলির গানটা আমার অনেক প্রিয় 🙂
বন্ধুতা বেঁচে থাক সবার মাঝে -{@
শুভেচ্ছা রইলো অনেক অনেক 🙂
ব্লগার সজীব
আপনাকেও শুভেচ্ছা পরী আপু -{@
নীলাঞ্জনা নীলা
https://www.youtube.com/watch?v=uoi5VDyM3Hc
এ গানের উপরে আর কোনো গান কি আছে?
“বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও।” বন্ধু দিবসের শুভেচ্ছা। -{@
অরণ্য
আমার খুব পছন্দের ক’টা লাইন…
“সমুখে রয়েছে পথ
চলে যাও চলে যাও
পিছনে যা কিছু টানে
ফেলে যাও যাও…”
নীলাঞ্জনা নীলা
“কোনোদিন ভুলে ছেড়োনাকো তুমি এই হাত।” আসলেই এসব গানের বিকল্প নেই।
ব্লগার সজীব
গানটি খুবই সুন্দর।
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
ব্লগার সজীব
আপনি হাসিমাখা ফুল দিয়েছেন,আমি না দিয়ে পারি? 🙂 -{@
জিসান শা ইকরাম
ফেইসবুকে তো আর খুঁজে পাই না, পাইলে দেখতেন আমার ইষ্টাঠাস এই —
” হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমার-আমার অন্য দিনের ভোরে।”
(3
বন্ধু তুমি পথের সাথীকে চিনে নিও………
(3
ব্লগার সজীব
জিসান ভাইয়া আমি কিন্তু দেখেছি 🙂
ব্লগার সজীব
গানটি আসলেই খুব সুন্দর আপু। শুভেচ্ছা আপনাকে -{@
রিমি রুম্মান
এখানে , এই নিউইয়র্কে বন্ধু দিবসের কিছুই চোখে পড়লো না আজ অবধি, যেমনটি চোখে পরে ফাদারস ডে কিংবা মাদারস ডে’তে।
ব্লগার সজীব
কি বলেন আপু 😮 অথচ আমেরিকায় এই দিবসের সূচনা! শুভেচ্ছা নিন আপু -{@
শুন্য শুন্যালয়
শুধু দিবস দেখি, বন্ধুত্ব কোথায়? কোথায় সে বহুদূর?
গান দুটো খুব প্রিয়।
আপনি তো নেট ঘেটে ঘেটে জানলেন, আর আমি সোনেলা ঘেটে। শুভ বন্ধুত্ব দিবস। -{@
ব্লগার সজীব
আমাদের দিবসের দরকার,বন্ধু থাকুক বা না থাকুক। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা নিন আপু -{@
আবু খায়ের আনিছ
ইতিহাসটা জানতে পারলাম। সুন্দর হয়েছে লেখাটা। ধন্যবাদ সজিব ভাই।
ব্লগার সজীব
ধন্যবাদ।শুভেচ্ছা নিন আনিছ ভাইয়া -{@
মারজানা ফেরদৌস রুবা
-{@ শুভেচ্ছা রইলো নাদেখা বন্ধুদের জন্য।
ইতিহাস এবং সাথে ভুল সংশোধন করার ব্যাপারটার জন্য অনেক ধন্যবাদ।
ব্লগার সজীব
আপনাকেও শুভেচ্ছা আপু -{@
জিসান শা ইকরাম
পোষ্ট টা আরো ভালো হতে পারতো।
শুভ বন্ধুতা -{@
ব্লগার সজীব
আমি এর চেয়ে ভালো কেন পারিনা? 🙁 শুভ বন্ধুতা -{@
মিথুন
এর চাইতে ভালো পোস্ট লিখে প্রমান দিতে হবে ভাইয়া, জাতী দেখতে চায়। @জিসান ভাইয়া।
ব্লগার সজীব
ঝাতি দেখতে চায় 🙂
লীলাবতী
পোষ্ট ভালো হয়েছে সজীব ভাইয়া।এতো গুলান শুভেচ্ছা -{@ -{@
ব্লগার সজীব
আপনাকেও এত্তগুলা শুভেচ্ছা লীলাদি -{@
মিথুন
বন্ধুতা দিবস? কিন্তু আমার যে কোন বন্ধু নেই, তবে শত্রু আছে একজন, ভয়ানক শত্রু। তাকে শুভেচ্ছা দেয়া যাবে ভাইয়া?
আপনার জন্যেও এই যে গোলাপ। -{@
ব্লগার সজীব
‘ তুমি একজনই শুধু বন্ধু আমার,শত্রুও তুমি একজনই’ গানটি শুনেছেন নিশ্চয়ই 🙂 শুভ বন্ধুতা -{@
নীতেশ বড়ুয়া
বন্ধুত্বতা দিবস হয় কিন্তু সোনেলা মিলন্মেলা দিবস হয় না আর ;(
ব্লগার সজীব
আমি যতদূর জানি,সামনের শীতে নাকি হবে মিলন মেলা?
নীতেশ বড়ুয়া
২০১৪ মিস হয়েছে। সামনের শীত বলতে কত সালের শীত কে জানে 🙁
ব্লগার সজীব
লীলাদিকে ধরতে হবে,সে আন্দোলন করুক 😀