প্রিয় বাংলাদেশ,
তুমি নিশ্চয় ঘুমিয়ে পড়েছ।
অবশ্য তোমার ঘুমানোরই কথা।
বৃষ্টিভেজা নিঝুম রাত, চারপাশে
শান্তিময় নিরবতার আরাম।
রাস্তা থেকে আসছেনা কোনও
ঘাতক বাহিনীর ট্রাকের শব্দ।
বাতাসে ভাসছেনা মৃত্যুর চিৎকার,
দরোজায় ঘাতকেরা নাড়ছেনা কড়া।
তোমার পিতার বুকে বেয়নেট তাক করা নেই,
তোমার মায়ের, বোনের সম্ভ্রম নিরাপদ আজ,
তোমার স্ত্রী তোমারই বুকে ঘন নিঃশ্বাস ফেলে।
অথচ,
আজ থেকে ঠিক তেতাল্লিশ বছর আগের এই রাতে,
অনেক পিতার বেয়নেটবিদ্ধ বুক রক্তে কেঁদেছিল,
অনেক মায়ের, বোনের পিশাচে খুবলে খাওয়া দেহ,
নরক যন্ত্রনায় কাৎরে কাৎরে লাশ হয়ে গিয়েছিল,
অনেক স্ত্রী ঘাতকের লালসার বলি হয়ে স্তব্ধ হয়েছিল,
অনেক অবোধ সন্তানের ছিন্নভিন্ন শব
পড়ে ছিল জনক জননীর রক্ত পুকুরে।
ও বাংলাদেশ, আজ ঘুমুচ্ছ, ঘুমাও।
শুধু কাল রাত্রিশেষে জেগে উঠে,
সেই সব পিতাদের জন্য,
সেই সব মায়েদের জন্য,
সেই সব বোনেদের জন্য,
সেই সব স্ত্রীদের জন্য,
সেই সব সন্তানদের জন্য,
ক’ফোঁটা চোখের জল ফেল কৃতজ্ঞতায়।
তোমার রাত্রির শান্তির ঘুম যে,
তাঁদেরই নির্মম মৃত্যুর বদান্যতা!
৭টি মন্তব্য
প্রহেলিকা
ও বাংলাদেশ, আজ ঘুমুচ্ছ, ঘুমাও।
শুধু কাল রাত্রিশেষে জেগে উঠে,
সেই সব পিতাদের জন্য,
সেই সব মায়েদের জন্য,
সেই সব বোনেদের জন্য,
সেই সব স্ত্রীদের জন্য,
সেই সব সন্তানদের জন্য,
হৃদয় ছুয়ে গেল চরণগুলো। শুভেচ্ছা জানবেন কবি । -{@
নীহারিকা
অপুর্ব!
শুন্য শুন্যালয়
অনেক কৃতজ্ঞতা জানালাম আপনাকে এমন একটা লেখা দেবার জন্য …
তোমার রাত্রির শান্তির ঘুম যে,
তাঁদেরই নির্মম মৃত্যুর বদান্যতা! (y)
সেই নিষ্ঠুর রাত কেমন ছিলো, আজ কি আমরা কেউ তা অনুভব করতে পারবো?
কৃতজ্ঞতা জানাই সেই সব পিতা, মাতা ভাই বোনদের …
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে এমন লেখা শেয়ার করার জন্য ।
বোকা মানুষ
প্রহেলিকা, নীহারিকা, শুন্য শুন্যালয়, জিসান ভাই, সবাইকে ধন্যবাদ। শরীরটা ভাল যাচ্ছেনা কাল সন্ধ্যে থেকে। ডাক্তার ঘুমাতে বলেছেন, ঘুমের ওষুধও দিয়েছিলেন। তবু ঘুম হচ্ছিলনা। মাথার মধ্যে ভাসছিল ১৯৭১ এর ২৫শে মার্চের রাত্রির কথা। সেই ভাবনাগুলো থেকেই এলেখা। আপনাদের মনে দাগ কেটেছে জেনে ভাল লাগছে।
লীলাবতী
বোকা মানুষ ভাই , অসাধারণ লিখেছেন। -{@ (y)
বোকা মানুষ
ধন্যবাদ!