বহুযুগ ধরে বঞ্চিত শব্দগুলো হঠাৎ অবাঞ্ছিত ঘোষণা করে কবিকে !
স্বাগত জানায় – কাব্যখেকো এক হিংস্র ভূলুণ্ঠিত লুব্ধ অভিযানকে ।
মুহূর্তেই পতন হয় এক সফল কাব্য সাম্রাজ্যের ।
কবির দাম্ভিকতা লজ্জায় গাঢ় নীলাভ হয় ,
শব্দবিহীন কবিতা বড্ড কষ্টের , বেদনাময় !
স্থবির হয়ে আসে এক আগ্রাসী বুড়ো কলম ।
কাব্য পিপাসার এক অসম্বৃত কারাগারে গ্রেপ্তার হয়ে ……….
কাঁদে আজ কবির নি:সহায় শৃঙ্খলিত প্রাণ ,
লক্ষ লক্ষ বঞ্চিত শব্দের ক্রোধে পিষ্ট স্বয়ং ভগবান ! এক শঙ্খনীল কারাগারে –
আঁধারের আবর্তে চলে মুক্তির তুচ্ছতম আলোর সন্ধান !
৩টি মন্তব্য
স্বপ্ন নীলা
কঠিন একটি লেখা—–সকালেই ভাল লাগলো কবিতাটি পড়ে
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্থবির হয়ে আসে এক আগ্রাসী বুড়ো কলম ……বেশ মনে দাগ কেটে গেল। -{@
নীতেশ বড়ুয়া
বঞ্চিত শব্দের জন্যে হাহাকার…