আধুনিক যুগে এসেও আমরা আমাদের সমাজে ক্যারিয়ার, জব, ইনকাম, সামাজিক স্ট্যাটাস নিয়ে নানামুখী হীনমন্যতায় থাকি।
ক্যারিয়ার বলতে আমাদের সমাজ এখনো সেই আদিম যুগের চিন্তা চেতনা ধারণ করে আছে।
BCS ক্যাডার, সরকারি চাকরি বা এমন কিছুর বাইরে আমাদের সমাজ এখনো চিন্তা করতে পারেনা। পারবে কিভাবে? আমাদের শিক্ষা নীতি আমাদের চিন্তাশীল হতে দেয়না। ভালো একটা চাকুরির জন্য মেধা ও যোগ্যতার কি নিদারুণ অপচয় তা আমাদের দেশেই দেখা যায়।
যাক সেসব কথা, এই ফ্রিল্যান্সিং সেক্টরটি কিছু স্বপ্নবাজ মানুষের কল্যাণে আজকে এতদূর এসে দাঁড়িয়েছে।
ঘরে বসে আন্তর্জাতিক শ্রমবাজারের সঙ্গে পাল্লা দিয়ে নিজের যোগ্যতায় একটা অবস্থান করে নেয়া। নিজের মেধা ও মননশীলতা দিয়ে উপার্জনের চুড়ান্ত কিছু এখন আর কল্পনা নয় বাস্তব রূপ নিয়েছে।
আমাদের দেশ পরিচালনা করতে অবশ্যই সব শ্রেণির পেশাজীবি মানুষের দরকার আছে। কিন্তু ফ্রিল্যান্সিং অনন্য এক পেশার নাম। আমি কোন বিশেষ শাখা নিয়ে কিছু বলতে চাইনা। খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের মত দেশ থেকে অনেক পেশাজীবি মানুষ জীবিকার তাগিদে অন্য দেশে পাড়ি জমায় শুধুমাত্র অর্থনৈতিক স্বচ্ছলতা আনার জন্য। এই স্বচ্ছলতাটুকু ধরে রাখতে কত যে ত্যাগ স্বীকার করা লাগে তা ভুক্তভোগী মাত্র জানে।
আপনজন, মা বাবা স্ত্রী, পুত্র, পরিবার ছেড়ে একটা ভিন্ন পরিবেশে সারভাইভ করার সংগ্রাম কোন সহজ কাজ নয়।
অথচ এগুলো থেকে পরিত্রাণ পাওয়া কতই না সহজ ফ্রিল্যান্সারদের জন্য।
প্রবাসী বাংলাদেশীরা যদি স্কিল্ড হয় তাহলে বিদেশের মাটিতে সম্মান ও উপার্জন দুটোই ভালো করতে পারবে।
সেরকম কিছু এই ফ্রিল্যান্সিং সেক্টরেও সম্ভব যদি যে কোন একটা বিষয়ে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করে নিতে পারেন। আপনাকে স্ত্রী, পরিবার ছেড়ে ভিনদেশের মাটিতে থাকতে হবে না। অনেক অনেক ভালো উপার্জন করতে পারবেন।
আপনার জীবন যৌবনের মহামূল্যবান সময় আপনি আপনার পরিবারের কাছে দিতে পারবেন।
আপনি পারবেন, কিছুই না এটা, শুধু একটু সিরিয়াস হোন আপনার কাজ নিয়ে। কি শিখতে চান? কোনটা শেখা আপনার জন্য উপযুক্ত তা আগে নির্বাচন করুন। এর পর সেই বিষয়ে পেশাদারিত্ব আনার জন্য কিছু প্রশিক্ষণ নিন।
মনে রাখবেন এই প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। আপনাকে সমস্ত পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে কাজ বাগিয়ে নিতে হবে। আবার এতটাও কঠিন নয় যে আপনার প্রশিক্ষিত হতে জীবন ও যৌবন বাজি রেখে মুল্য দিতে হবে।
এখন ঘরে বসেই অনেক অনেক কোর্স করে নেয়া যায়। তাতে বাঁচে মূল্যবান সময়। অলস মস্তিষ্কে শয়তানের মহড়া বসানোরও সুযোগ থাকেনা। সময়কে কাজে লাগিয়ে ব্যস্ত থাকলে মনও ভালো থাকে।
আর এইসব কোর্সগুলোর মাধ্যমে ঘরে বসেই কাজ করার সুযোগ থাকে। কাজের আসলে অভাব নেই। নিজের কোন বিষয়ে আগ্রহ সেটা খুঁজে নিতে হবে। আর তারপর কাজকে ভালোবাসলে কাজের ভেতরের আনন্দে ভাসতে ভাসতেই দারুন একটা হ্যান্ডসাম আয়ের পথ গড়ে উঠবে।
আমার বিশ্বাস দেশ এখন যেভাবে ই-কমার্সের দিকে ঝুঁকে যাচ্ছে, তেমনি করে অফলাইন অফিস জবগুলোর চেয়ে এই ফ্রিল্যান্সিং সেক্টরের দিকেও ঝুঁকে যাবে সিংহভাগ মানুষ। সময়কে কাজে লাগিয়ে দেশ ও দশের উন্নতি তো বটেই, নিজেকে সহ নিজের প্রিয় পরিবারের জন্য এক একজন সম্পদ হয়ে উঠবে।
২২টি মন্তব্য
বন্যা লিপি
সময়োপযোগী পোষ্ট। ধন্যবাদ পাওনা আপনার। আজকাল ঘরে বসেও নারী পুরুষ সমান ভাবে ক্যারিয়ারের উন্নতি করতে পারে, শুধু মাত্র সঠিক প্রশিক্ষণের মাধ্যমে।
জাকিয়া জেসমিন যূথী
জ্বী , পরের পর্বে আছে এইসব তথ্য। তৃতীয় পর্বে পাবেন বাকিসব।
অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন।
নার্গিস রশিদ
সময় উপযোগী পোস্ট। অনেক ধন্যবাদ এই রকম একটা পোস্ট দেয়ার জন্য। শুধু মাত্র bcs এর পেছনে মতে ছটা উচিৎ নয় । আরও কত রকম কাজ আছে । আজকের পৃথিবীতে আউট সরসিং, বা উদ্যোক্তা হওয়া এখন সময়ের দাবী । শুভ কামনা।
নার্গিস রশিদ
+ মোটেও ছুটা উচিৎ নয়
জাকিয়া জেসমিন যূথী
আসলেই সত্যি কথা এই যে, আজকাল শুধু বিসিএসের পেছনে ছুটার কিছু নেই। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং করে চলতে পারে।
রোকসানা খন্দকার রুকু
কি কি কোর্স আছে সেগুলো দিলে ভালো হতো। বুঝতে সুবিধা ছিল।।।
জাকিয়া জেসমিন যূথী
৩য় পর্বে আসবে সব।
আলমগীর সরকার লিটন
সুন্দর !
আমি কিন্তু আছি
ভাল থাকবেন———
জাকিয়া জেসমিন যূথী
আচ্ছা জানা থাকলো।
মনির হোসেন মমি
জীবন ঘনিষ্ট এমন পোস্টের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।ফ্রিলেন্সী নিয়ে আমার আগ্রহ বেশ কয়েক বছর যাবৎ।এর মধ্যে আমি আপওয়ার্ক সহ ফ্রিলেন্সে অ্যাকাউন্ট করেছি ঘেটেছি এমন কি ভিট পর্যন্ত গিয়েছি সবশেষে ফ্রিলেন্সের প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে এবং একটি ফি দিয়ে পেম্যান্ট ক্যাশআউটের পদ্ধতিদে জয়েন করতে বলে।
আমার প্রশ্ন হলো কোন প্রশিক্ষণ ছাড়া কি সম্ভব?( যেহেতু আমার সময় নেই) ক্যাশআউটের সহজ পদ্ধতি কি আছে ?
অনেক প্রশ্ন করে ফেললাম একমাত্র কারন এ ভাইটি ফ্রিলেন্সার হতে চাচ্ছে।
ধন্যবাদ।
নার্গিস রশিদ
আমার কিছু লিংক জানা আছে যদি জানতে চান দিতে পারি।
মনির হোসেন মমি
অবশ্যই দিবেন।আপনাদের কাছ থেকে কিছু পাওয়া আমার সৌভাগ্য।ইনবক্সে দিবেন প্লিজ।ধন্যবাদ।ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
জাকিয়া জেসমিন যূথী
বিস্তারিত জানতে তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। অথবা, আমার সাথে আলাদা কথা বলুন।
হালিমা আক্তার
ফ্রিল্যান্সিং এর প্রতি আমার খুব আগ্রহ আছে। কিন্তু সঠিক কোন দিক নির্দেশনা পাই না। কোন কোন কোর্স করলে, এবং কিভাবে এটি রপ্ত করলে ক্যারিয়ার গঠন করা যাবে। শুভ কামনা রইলো।
নার্গিস রশিদ
আপনি ম্যাসেজে জগ দিন , অনেক লিংক আছে সব পাঠাতে পারি।
নার্গিস রশিদ
+ দুঃখিত ‘যোগ ‘
জাকিয়া জেসমিন যূথী
আমার সাথে পার্সোনালি কথা বলুন। তৃতীয় পর্বে জানাব সব।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু
অবশ্যই সময় সুযোগে নক করব।
মোঃ মজিবর রহমান
ডর লাগে মেধা পক্ত না হওয়া তে। সুন্দর পোষ্ট।
জাকিয়া জেসমিন যূথী
ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো মাস্টার থাকতে।
মোঃ মজিবর রহমান
রাইট , সামনের কোর্সে চেষ্টা করব ইনশা আল্লাহ।
জাকিয়া জেসমিন যূথী
এবারেই হতে পারেন, পরের বার চার্জ আরও বাড়িয়ে দেয়া হবে। তখন আরও কষ্টে পরে যাবেন।