ফেল শুধুই হিন্দু ধর্মে !!!

সঞ্জয় কুমার ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ০৭:৫৫:৩১অপরাহ্ন সমসাময়িক ২৯ মন্তব্য

আপনারা সবাই খেয়াল করছেন কিনা জানিনা । এবারের SSC পরীক্ষায় বরিশাল বোর্ডে হিন্দু ধর্মে ঢালাও ভাবে ফেল করা অস্বাভাবিক লাগছে । আমার পরিচিতা এক আত্মীয়ের মেয়ে সে বরাবরই খুবই ভাল ছাত্রী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । সব সাবজেক্টে A+ শুধুমাত্র ধর্মে ফেল !!!!!

আপনারা হয়তো জানেন এই পরিক্ষায় ফেলের কারণে একজন শিক্ষার্থী আত্মহত্যা পর্যন্ত করেছে !!! এখন যদি সংশোধীত রেজাল্টে তার পাশ আসে তখন কেমন লাগবে ???
পরীক্ষার্থীদের জীবন মরণ এবং মূল্যবান শিক্ষা জীবন নিয়ে এ কেমন নির্মম রসিকতা ????
এই আত্মহত্যা পরোক্ষ হত্যার দায় কে নিবে ???

জীবনের প্রথম সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় পাশ করে যার আনন্দ করার কথা ছিল । যার মা বাবা একটা সুসংবাদ শোনার অপেক্ষায় উন্মুখ ছিল । সেই বাড়িতে এখন শশ্মানের নিরবতা ।

আমাদের শিক্ষামন্ত্রী কি এব্যাপারে একটু সচেতন হবেন ?

৬৩৭জন ৬৩৭জন

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ