কত দুঃসহ শোক,স্মৃতি, বেদনা
কি দিয়ে দিব
নিজেকে আমি স্বান্তনা?
ফাগুনের এক ঝড়ো হাওয়ার দিনে,
রাজপথ রঞ্জিত হল আমার ভাইয়ের
খুনে
বাংলায় আমায়
লিখতে পড়তে দেবে বলে,
বুকের রক্ত অকাতরে দিয়েছিল
তারা ঢেলে-
ফাগুন তাই আমার কাছে বসন্তের
বার্তা আনে না;
পুরানো ক্ষতে আঘাত করে,
সইতে পারিনা যন্ত্রনা।
ফেব্রুয়ারি পালন করি,কেন
করিনা ফাল্গুন?
ইংরেজীর জন্য কি আমার ভাই
হয়েছিল খুন?
পূর্ব পুরুষেরা কি শহীদ হয়েছিল
এটা দেখবার জন্য?
যে ভাষার জন্য জীবন দিল আজ কেন
তা বিপন্ন?
যদি পারি মোরা ধরে রাখতে বাংলা ভাষার মান;
শহীদদের তবেই
দেখানো হবে সম্মান।
ফেব্রুয়ারি নয় ফাল্গুন
পালনে সবাইকে জানাই আহব্বান।।
৫টি মন্তব্য
আবু জাকারিয়া
আমাদের বাংলা ভাষা পরিপূর্ন যদিও ইংরেজি ভাষা থেকে কঠিন। কিন্তু আমাদের ভাষার মধ্যে বিদেশী ভাষার অনুপ্রবেশ ভাষার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে নাকি?
ব্লগার সজীব
এ বিতর্ক অনেক পুরানো এবং একটি ফ্যাশন।বিদেশী সব কিছু ব্যবহার করে ভাষার মাস এলেই আমরা এসব লেখি।আমি যে মোবাইল থেকে লেখি তা দেশী নয়।ফেব্রুয়ারীতে কোন সমস্যা নেই।কেদারা আমরা বলিনা,বলি চেয়ার।চেয়ারই এখন বাংলা শব্দ হয়ে গিয়েছে।
খেয়ালী মেয়ে
যদি পারি মোরা ধরে রাখতে বাংলা ভাষার মান;
শহীদদের তবেই
দেখানো হবে সম্মান (y) ———যথার্থই বলেছেন।
খসড়া
যেটা ফেব্রুয়ারি সেটাই ফাল্গুন।এটা ভাষার মাস।
স্বপ্ন নীলা
ভাষা নিয়ে লেখাটা অসাধারণ হয়েছে