10297830_615558731896485_2018931794057836343_n

বিস্ব বাসী একটু তাকাও

দেখো, কি ভাবে জ্বলছে আগুন

ধ্বংস হচ্ছে প্রার্থনালয় আশ্রয় স্হল

মৃত্যুর দুয়ারে আমি এক অনাথ শিশু।

10579974_621794874606204_6830419541163931227_n

বিস্ব বাসী একটু তাকাও

আমারি মতন শত শত শিশু

জম্মেছি এই পবিত্র ফিলিস্হিনী

বয়সের বিচারে যাদের নেই বর্ণ নেই ধর্ম।

বিস্ব বাসী একটু তাকাও

আমি তোমাদেরই আগত নতুন প্রজম্ম

প্রাত্যুষে কর্ণে প্রচন্ড শব্দে ঘুম ভাঙ্গে

আর্তচিৎকারে ভয়ার্ত হৃদয়ে বৃথা বেচে থাকা।

10403406_618771818241843_1351335251466009090_n

বিস্ব বাসী একটু তাকাও

ফিলিস্হিনে বহিছে শিশুদের রক্তের বন্যা

মিলিয়ে দেখো বিবেককে করো প্রশ্ন,

কোনটা জাত কোনটা ধর্ম তোমার আমার ব্যাবধান ।

বিস্ব বাসী একটু তাকাও

আমরা অঙ্কুর আমরাই তোমাদের ভবিষৎ

যুদ্ধের ভয়াবহতা আমাদের আর দেখিও না

রক্ত আর লাশের বিনিময়ে সমরাস্ত্রের বানিজ্য করো নিঃশেষ।

1926823_320423564786862_7625884677780206319_n

বিস্ব বাসী একটু তাকাও

গর্জে উঠো ঈমানের সহিত আর যে সয় না

যখনই দেখি শত শত শিশু আমারি মত বোমায় যন্ত্রনায় কাতরায়

কেমনি পিতা করে সহ্য যখনই কাধে উঠে সন্তানের লাশ।

বিস্ব বাসী একটু তাকাও

কি এমন অপরাধ,থামবার নেই কোন লক্ষন

রাসায়নিক অস্ত্রের আঘাতে পচন ধরে শরীরে

ওপাড়ে(ইসরাইল) ভাই বন্ধু করে উল্লাস, উলঙ্গ নৃত্য।

10516776_619867374798954_4342600595434507316_n

বিস্ব বাসী একটু তাকাও

ধর্মীয় রীতিতে পবিত্র মাহে রমজানে

অপবিত্র ইসরাইলি মানবতাকে করে বিলীন

ফিলিস্হিনী শিশুরা কাদেঁ নীরবে,হৃদয়ে ঘৃণা বিস্ব মানবের তরে।

বিস্ব বাসী একটু তাকাও

ফিলিস্হিনী শিশুরা আজ বড় অসহায়

নেই অন্ন নেই বস্ত্র নেই বাসস্হানের ঠিকানা

মা হারা পিতা হারা একই স্রষ্টার সৃষ্টির শিশুরা।

10423641_528619420572908_5482302836850368460_n

বিস্ব বাসী একটু তাকাও

তোমরাও কারো পিতা কারো বা মাতা

আমরা শিশু তোমাদেরই যক্ষের ধন

বন্ধ করো বিস্বে যত আছে যুদ্ধ যুদ্ধ আয়োজন।

1910006_621794941272864_8978258354709344664_n 10306387_621794864606205_3827319837194927897_n 10457925_528619503906233_2016001468932440978_n  10429851_769409793104795_4090834522107490051_n

10456269_619375981514760_8593017592810713179_n     10517492_685122058231365_866662737299807438_n

৫২৭জন ৫২৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ