বিস্ব বাসী একটু তাকাও
দেখো, কি ভাবে জ্বলছে আগুন
ধ্বংস হচ্ছে প্রার্থনালয় আশ্রয় স্হল
মৃত্যুর দুয়ারে আমি এক অনাথ শিশু।
বিস্ব বাসী একটু তাকাও
আমারি মতন শত শত শিশু
জম্মেছি এই পবিত্র ফিলিস্হিনী
বয়সের বিচারে যাদের নেই বর্ণ নেই ধর্ম।
বিস্ব বাসী একটু তাকাও
আমি তোমাদেরই আগত নতুন প্রজম্ম
প্রাত্যুষে কর্ণে প্রচন্ড শব্দে ঘুম ভাঙ্গে
আর্তচিৎকারে ভয়ার্ত হৃদয়ে বৃথা বেচে থাকা।
বিস্ব বাসী একটু তাকাও
ফিলিস্হিনে বহিছে শিশুদের রক্তের বন্যা
মিলিয়ে দেখো বিবেককে করো প্রশ্ন,
কোনটা জাত কোনটা ধর্ম তোমার আমার ব্যাবধান ।
বিস্ব বাসী একটু তাকাও
আমরা অঙ্কুর আমরাই তোমাদের ভবিষৎ
যুদ্ধের ভয়াবহতা আমাদের আর দেখিও না
রক্ত আর লাশের বিনিময়ে সমরাস্ত্রের বানিজ্য করো নিঃশেষ।
বিস্ব বাসী একটু তাকাও
গর্জে উঠো ঈমানের সহিত আর যে সয় না
যখনই দেখি শত শত শিশু আমারি মত বোমায় যন্ত্রনায় কাতরায়
কেমনি পিতা করে সহ্য যখনই কাধে উঠে সন্তানের লাশ।
বিস্ব বাসী একটু তাকাও
কি এমন অপরাধ,থামবার নেই কোন লক্ষন
রাসায়নিক অস্ত্রের আঘাতে পচন ধরে শরীরে
ওপাড়ে(ইসরাইল) ভাই বন্ধু করে উল্লাস, উলঙ্গ নৃত্য।
বিস্ব বাসী একটু তাকাও
ধর্মীয় রীতিতে পবিত্র মাহে রমজানে
অপবিত্র ইসরাইলি মানবতাকে করে বিলীন
ফিলিস্হিনী শিশুরা কাদেঁ নীরবে,হৃদয়ে ঘৃণা বিস্ব মানবের তরে।
বিস্ব বাসী একটু তাকাও
ফিলিস্হিনী শিশুরা আজ বড় অসহায়
নেই অন্ন নেই বস্ত্র নেই বাসস্হানের ঠিকানা
মা হারা পিতা হারা একই স্রষ্টার সৃষ্টির শিশুরা।
বিস্ব বাসী একটু তাকাও
তোমরাও কারো পিতা কারো বা মাতা
আমরা শিশু তোমাদেরই যক্ষের ধন
বন্ধ করো বিস্বে যত আছে যুদ্ধ যুদ্ধ আয়োজন।
১৮টি মন্তব্য
ওয়ালিনা চৌধুরী অভি
এসব আর সহ্য হয়না।
মা মাটি দেশ
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কেউ দেখার নেই , দেখবেনা বলে পণ করেছে যে ।
মা মাটি দেশ
ঠিক এটা ছিল ইহুদীদের পূর্বপরিকল্পনা। -{@
খসড়া
দিকে দিকে আজ নাগিনীরা ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাই -{@ (y)
আজিম
পৃথিবীতে এমন কোন শব্দ নেই, বাক্য নেই, নেই কোন ভাষা, যা দিয়ে বিপন্ন এই মানবতাকে বোঝানো যায়।
ছোট্ট একটা ভূখন্ড,জ্বলছে তার নারী-শিশু, এ কেমন বিশ্ব, এ কেমন মানবতা!
আসলেই, দেখবেনা বলেই পণ করেছে সবাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের সবটুকু দরদ ঢেলে এই পোষ্টটি তৈরী করার জন্য।
মা মাটি দেশ
ধন্যবাদ আপনাকেও যখনই ছোট ছোট শিশুদের আর্তচিৎকার শুনি তখন মন ভেঙ্গে যায় মানুষ হিসাবে বেচে থাকার স্বার্থকতা ফুড়িয়ে যায়।আল্লাহ তাদের সহায় হোক। -{@ (y)
বনলতা সেন
এই বিপন্ন বিষণ্নতার যেন শেষ নেই ।
মা মাটি দেশ
হুম ধন্যবাদ।
জিসান শা ইকরাম
এসব দেখে স্তব্দ হয়ে যাই ভাই ।
মা মাটি দেশ
কোন ভাষা নেই বলবার -{@ (y)
প্রজন্ম ৭১
বন্ধ হোক এসব হত্যাজজ্ঞ
মা মাটি দেশ
ধন্যবাদ ৭১ -{@
শুন্য শুন্যালয়
শিরোনামের শব্দটি আর্তনাদ। বানানের সমস্যা আপনি অনেকটাই কাটিয়ে উঠেছেন। সমসাময়িক বিষয়, বিষয়বস্তুর ভিন্নতা, যেকোন পোস্টের জন্য পরিশ্রম সব মিলিয়ে আমি আপনাকেই এগিয়ে রাখবো। শুভ কামনা।
মা মাটি দেশ
ধন্যবাদ আপনাকে -{@
লীলাবতী
আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন, এরা শিশুদের হত্যা করছে কেনো ?
মা মাটি দেশ
অঙ্কুরেই শেষ যাতে আর কোন মুসলমান বাড়তে না পারে।ধন্যবাদ বতী আপু -{@ (y)