
হঠাৎ কোথায় যাও হারিয়ে আবার ফেরো সাঁঝে-
লুকোচুরির নিত্য খেলায় বিয়োগের সুর বাজে –
কত আপন ! পরের ভীড়ে বোঝাই কেমন করে ?
তোমার অনেক ব্যথার দান এই পাথুরে অন্তরে ।
সকল খেলায় হারি আমি জেতার ঘর যে খালি
ভাঙ্গন যখন হয় শুরু তার নেয় কি জোড়ার তালি
অনেক আশার প্রদীপ যখন সলতে পোড়ায় ধুঁকে
শীতল পরশ বাড়ায় ব্যথার অনল অসীম বুকে ।
রক্তে তোমার নেশা আমার ঘুম কেড়ে নেয় রাতে
অপেক্ষার ঐ হাজার প্রহর ভাঙবে কোন প্রভাতে
বিন্দু আমার প্রেমের চিহ্ন জীর্ণ সরল মন
সবটা জুড়েই ছিলে- আজো ভীষণ প্রয়োজন ।
উদাস তুমি চাওনি পেতে দাওনি ধরা কভু
উপেক্ষার ঐ তীক্ষ্ণ বাণে জর্জরিত তবু –
প্রহর গুণে কাটাচ্ছি এই হেলায় মগ্ন প্রাণ
সময় পেলেই এসো আমার একটাই আহ্বান ।
ফটো : Afreen
১৫টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
সময় পেলেই আসতে বললেই সে দেরী করে আসে। বরং আদেশের সুরে ডাকতে হবে তাহলেই ঠিকঠাক চলে আসবে। যে ভালোবাসা ছাড়া চলাই যায় না তার কাছে শুধু অনুযোগে কাজ হয় কি?
কথা ছবি সব সুন্দর। শুভ কামনা অশেষ।।।
অনন্য অর্ণব
বিস্মৃতির অতলে ডুবে যায় যে অতীত –
তাকে টেনে লাভ কি বলো,
আগামীর পথে যে আলোর মশাল হাতে-
তার হাতে হাত রেখে এগিয়ে চলো ।
শুভেচ্ছা সতত ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সময় পেলে অবশ্যই আসবে। খুব চমৎকার লেখা। ভালো থাকবেন ভাই।
অনন্য অর্ণব
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
রক্তে তোমার নেশা আমার ঘুম কেড়ে নেয় রাতে
অপেক্ষার ঐ হাজার প্রহর ভাঙবে কোন প্রভাতে
বিন্দু আমার প্রেমের চিহ্ন জীর্ণ সরল মন
সবটা জুড়েই ছিলে- আজো ভীষণ প্রয়োজন ।
ভালো লাগ্লো প্রিয়। প্রয়োজন আছে বলেই ডাকি বারে বারে হৃদয় মাঝে।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোবাসা ভাই। ভালো থাকবেন সবসময় 😍
হালিমা আক্তার
কোন এক প্রভাতে এসে, কড়া নাড়বে দরজায়।
অপেক্ষার প্রহর ভেঙ্গে, না হয় আসুক সন্ধ্যায়।
শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
শুভকামনা আপনার জন্যেও। ভালো থাকবেন সবসময় 😍
সুপর্ণা ফাল্গুনী
অপেক্ষায়, আশায়, স্বপ্নে এভাবেই বেঁচে থাকার নাম জীবন। অপেক্ষার প্রহর কেটে সুজন ফিরে আসুক ভালোবাসার ঝাপি নিয়ে। অবিরত শুভকামনা রইল
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোবাসা আপু। ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
প্রিয়জন যখন প্রয়োজনীয় হয়ে পরে তখন তাকে ফিরিয়ে আনা আবশ্যক। প্রিয়জনের অপেক্ষায় থাকা মনে কখনো কান্তি আসে না, তার বিলম্বিত পদচারণেও ছুঁয়ে যায় সুশীতল স্পর্শ!
শুভ কামনা 🌹🌹
অনন্য অর্ণব
শুভ কামনা আপনার জন্যেও। ভালো থাকবেন সবসময় 😍
মনির হোসেন মমি
আসুক আবার ফিরে।অপেক্ষা অভিযোগ অপরাগতা সব কিছুই তার আগমনে শান্ত হয় মন।
শুভ কামনা।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় 😍