বসন্তের প্রথম দিন
নিষ্প্রাণ বৃক্ষে নতুন কুড়ি,
মর্মর পাতার বদলে এসেছে শাখায় গাঢ় সবুজের শ্যামলতা;
শোভিত বসুন্ধরা পলাশ-শিমুলের লোহিত বর্নে,
পুষ্পে পুষ্পে চঞ্চল অলির গুণ গুণ-
শীত তাড়িয়ে তাপদাহ বার্তা নিয়ে এলো আজ পহেলা ফাল্গুন।
সমীরণে নতুন আমেজ আমের মুকুলের ঘ্রাণ
কুঞ্জ মাতাল কোকিলের কুহু সুরে,
মন নাচে ছন্দে-আনন্দে পেয়ে সুখের টান
সাঁজিয়েছে প্রভু ধারা অফুরান পুষ্পে প্রাণ ভরে আমাদের করেছে তা দান।
কোমরে পেঁচিয়ে বাসন্তী শাড়ি
হলুদ গাদার মালায় দেহ রাঙ্গিয়েছে নারী-
বসন্ত কাব্যে হলো কবি মহিয়ান,
দক্ষিনা পবনে মেলি স্নিগ্ধ আঁখি-
দেখি গগনে উড়িছে পাখি,
নাচিছে নদীর ঢেউ, পাহাড়-সমুদ্রে নতুন প্রাণ;
বাংলার ঘরে ঘরে বাঁজিছে সবার মুখে বসন্তের গান।।
৯টি মন্তব্য
ফয়জুল মহী
শ্রুতিমধুর লেখা।
সুপায়ন বড়ুয়া
বসন্তের আগমনী বার্তায়
মোহিত প্রকৃতির শোভায়
সিক্ত হও প্রিয়তমার ভালবাসায়।
হালিম নজরুল
বাসন্তী শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
ফাল্গুনের আগমনী কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামাল উদ্দিন
আজ কোথাও বের হতে পারিনি, এমন কবিতা পড়লে মনটা কেবল আকুলি বিকুলি করে সংসার থেকে পালিয়ে প্রকৃতির পাণে ছুটে যেতে।
ইসিয়াক
খুব সুন্দর।
বসন্তের শুভেচ্ছা রইলো ।
নিতাই বাবু
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
সৈকত দে
ফাগুন শুভেচ্ছা 🌹🌸🌷🌼🌻🌺
সঞ্জয় মালাকার
দাদা ফাল্গুনী শুভেচ্ছা রইলো।