বর্তমানে প্রেম অনেকটা মোবাইলের মত , নতুন আরেকটা ভার্সন বাজারে আসলে আগেরটা ব্যাকডেটেট অর্থাৎ বাতিল ।
ফেসবুকিং , রাত জেগে মোবাইলে কথা বলা , সম্পর্ক একটু গাড় হলে দেখা করা , এরপর লিটনের ফ্লাটে রুম ডেট , সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি অতপর ফেসবুকে রিলেশনশীপ চেঞ্জ , ব্রেকআপ ।
ব্যাস গেম ওভার । এই হলো বর্তমানের প্রেম ।
এমনও শোনা এবং দেখা গেছে । ভার্চুয়াল রিলেশনশীপ বাস্তবে ব্রেকআপ হওয়ার পর মেয়েটির ক্ষতি ই বেশী হয় । রুম ডেটের কুফল অনেকাংশেই ভোগ করতে হয় মেয়েটিকে । ফলশ্রুতিতে দেখাযায় অনেক মেয়েই বাধ্যহয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ।
এমনকি আপনার আপলোডকৃত ফেসবুকের ছবি ও খারাপ ব্লগে বা প্রকাশিত হতে পারে ।
এজন্যই বর্তমানের ভার্চুয়াল প্রেম আমার একেবারেই ভাল লাগে না ।
তাঁর টাইপ করা মেসেজ এর চেয়ে । তাঁর হাতে লেখা চিঠি আমার কাছে বেশী প্রিয় । চিঠির প্রতিটি অক্ষরের কালিতে তার হাতের ছোঁয়া । বার বার পড়লেও পড়ার নেশা শেষ হবে না ।
স্কাইপিতে তাঁকে দেখার চেয়ে । জোৎনা রাতে চাঁদের আয়নাতে তাঁর মুখচ্ছবি দেখতে বেশী ভাল লাগে ।
শুনেছি প্রাচীনকালে প্রেমিক প্রেমিকা রা দুই জন একসাথে আকাশের চাঁদ দেখত । চাঁদে মিলন হত তাদের দৃষ্টির । তখন চাঁদের আয়নাতে একে অপরকে দেখতে পেত ।
প্রেম আর প্রকৃতি একসুত্রে বাঁধা । তাঁকে যান্ত্রিক করতে চাইলে প্রেম থাকবে কিন্তু প্রেমের প্রাণ থাকবে না । ব্যাপারটা হবে অনেকটা ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলের মতন, যার বাহ্যিক সৌন্দর্য হয়ত আছে কিন্তু সৌরভ নেই , সে ফুলে কখনো মৌমাছি বসে না ।
প্রযুক্তি যত খুঁশি উন্নত হোক । কিন্তু তুমি আর আমি আগের মতই থাকব ।
পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে ।
১৯টি মন্তব্য
বন্য
হা হা হা সঞ্জয় দা, ভালোই বলছেন, গবেষণা করিনি এখনো, দেখি সময় পেলে একবার করমু এইডা নিয়া গবেষণা।
সঞ্জয় কুমার
তারাতারি শুরু করুন । এ বিষয়ে আপনার একটা লেখা চাই । ভাল থাকবেন ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সঞ্চয় দাদা বর্তমান প্রেমের ঢুংকো কাহিনী বললেন।আমাদের সময় এ যুগটা ছিল না কত যে কষ্ট করতে হয়েছিল প্রিয়ার মুখের কথা শুনতে তাও চিঠির মাধ্যমে আর এখনতো বলাবাহুল্য প্রেমের সজ্ঞাটাই পাল্টিয়ে দিয়েছে আধুনিকতা।পোলাপাইন সব ছেড়ে কেবল ইন্টারনেটে চারদেয়ালেই বন্দি থাকে বাহিরে রোমান্টিজমের অনুভূতিগুলো এখন ওদের ধরা ছোয়ার বাহিরে।
সঞ্জয় কুমার
যথার্থ ই বলেছেন । আমার সেই হাল আমলের প্রেমই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।
মরুভূমির জলদস্যু
খাটি কথা বলেছেন, যদিও সেই সব দিন আগেই পেরিয়ে এসেছি।
সঞ্জয় কুমার
দস্যু ভাই আমিও হয়ত আপনার সমবয়সী হতে পারি । টিন এজ অনেক আগেই শেষ । এখন বিয়ে করে প্রেম করব ভাবছি ।
মোঃ মজিবর রহমান
বাহ! বাস্তব তুলে ধরেছেন।
এখন
করতে ১দিন
ডেটিং একদিন
বিচ্ছিন্ন
জবানিকাপাত।
সঞ্জয় কুমার
হুম ভাঙা গড়া দুইটাই সহজ । । ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
(y)
নুসরাত মৌরিন
ভাল লিখেছেন।এই সময়ে প্রেম নিরুদ্দেশ।
সবকিছুর মত প্রেমও এখন স্বস্তা।
সঞ্জয় কুমার
একদম ঠিক বলেছেন আপু । সবই সস্তা , তাই সস্তার মানের অবস্থা ও খারাপ ।
ব্লগার সজীব
ভালোই গবেষনা করেছেন দেখছি। সঠিক বলেছেন।
সঞ্জয় কুমার
ধন্যবাদ সজিব ভাই । গবেষণা আর কি । মনে যা আসে তাই লিখি সোনেলায় ।
মোঃ মজিবর রহমান
মাটির পুতুলে দিলে প্রাণ
তাই প্রেমে মজে সবাই।
সঞ্জয় কুমার
কলি দুইটা চমৎকার ।
খসড়া
প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর।
সঞ্জয় কুমার
আপনার ছন্দ কথন ভালো লাগলো । ভালো থাকবেন ।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে ।