প্রিয় বাংলা মা

সঞ্জয় মালাকার ২৭ মে ২০২০, বুধবার, ০৫:৫৩:৫০অপরাহ্ন এদেশ ২৫ মন্তব্য
  • মা’গো মানব হয়েছে মরিয়া,মায়া গিয়াছে ছাড়িয়া,
  • মা’গো তোমার সংসারে আজ,সকল অপরাধীরর লীলা খেলা!
  •  
  •           মাগো সমাপ্তি দাও দুঃখিনীর গান,
  •                 মুছে দিয়ে কলঙ্কিনীর নাম,
  •           শান্তি পাবে মা স্বামীর সংসারে
  •                    আনন্দে তুলে তোমার জয়গান।
  •           মাগো জীবন তো একটা ভ্রান্ত রথ
  •                    আমি সেই রথে হয়েছি অপরাধ জগৎ,
  •            তুমি ক্ষমা করে দিও মা
  •                    আমি তোমার চরণ ধরে নিলাম শপথ।
৮০৩জন ৭০৩জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ