শুভ সন্ধ্যা প্রিয় দাদা,
ঠিক বলেছে, ভ্রান্ত পথে এগিয়ে যাচ্ছি আমরা,
তবে পথের শেষ এখনো বুঝতে পারিনি আমার ছিলো বলে।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
সবাই ভুল পথেই হাঁটছে কিন্তু যখন সঠিক পথের সন্ধান পায় তখন আর কিছুই করার থাকে না। আমরা মায়া, মোহ এসবের ফাঁদে পড়ে অপরাধ করেই যাই। মা ক্ষমাশীল অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো
“মাগো জীবন তো একটা ভ্রান্ত রথ
আমি সেই রথে হয়েছি অপরাধ জগৎ,
তুমি ক্ষমা করে দিও মা
আমি তোমার চরণ ধরে নিলাম শপথ “
অপরাধ জগৎ থেকে সবাই আসুক ফিরে
এই কামনায় বাঁচি স্বপ্ন ঘিরে।
শুভ কামনা।
২৫টি মন্তব্য
কামাল উদ্দিন
জীবন রথে আমরা হয়তো ভ্রান্ত পথেই এগিয়ে যাচ্ছি, পথের শেষে হয়তো বুঝতে পেরেছি এই পথ আমার ছিলো না…….
সঞ্জয় মালাকার
শুভ সন্ধ্যা প্রিয় দাদা,
ঠিক বলেছে, ভ্রান্ত পথে এগিয়ে যাচ্ছি আমরা,
তবে পথের শেষ এখনো বুঝতে পারিনি আমার ছিলো বলে।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
সুপর্ণা ফাল্গুনী
সবাই ভুল পথেই হাঁটছে কিন্তু যখন সঠিক পথের সন্ধান পায় তখন আর কিছুই করার থাকে না। আমরা মায়া, মোহ এসবের ফাঁদে পড়ে অপরাধ করেই যাই। মা ক্ষমাশীল অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,
দিদি ঠিক বলেছেন আমরা মায়া, মোহ এসবের ফাঁদে পড়ে অপরাধ করেই যাই।
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভ কামনা।
সুরাইয়া পারভীন
উদ্ভ্রান্ত পথিকের মতো ভ্রান্ত পথে হেঁটে গেছি চিরকাল। এবার আমাদের সঠিক পথে চলতে হবে। সময় যে আর নেই। এবার শুধরে নিতে হবে
চমৎকার লিখেছেন দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা,
হু ঠিক বলেছেন দিদি,এবার আমাদের সঠিক পথে চলতে হবে।
ভালো থাকবেন সবসময়।
মাহবুবুল আলম
ভাল লাগলো কবিতা। ভাল থাকবেন।
সপৎ [ শপথ }
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
শপথ হবে।
সুপায়ন বড়ুয়া
“মাগো জীবন তো একটা ভ্রান্ত রথ
আমি সেই রথে হয়েছি অপরাধ জগৎ,
তুমি ক্ষমা করে দিও মা
আমি তোমার চরণ ধরে নিলাম শপথ “
অপরাধ জগৎ থেকে সবাই আসুক ফিরে
এই কামনায় বাঁচি স্বপ্ন ঘিরে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,কৃতজ্ঞতা,
মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য কাব্যকথন দাদা।
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা
ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইল।
ফয়জুল মহী
পড়ে বেশ ভালো লাগলো দাদা,
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,
পড়েছ শুনে ভালো লাগলো, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
শামীম চৌধুরী
একমাত্র মা পারেন নিঃশর্ত ক্ষমা করতে। কবিতা দারুন হয়েছে দাদাভাই।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, মা মা’ই,
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা কৃতজ্ঞতা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
মায়ের কাছে ক্ষমা পাওয়া খুব জরুরী, অবশ্য মা, মা-ই।
সঞ্জয় মালাকার
হু ঠিক দাদা,
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
ক্ষমা করুক মা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
মায়ের কাছে ক্ষমা পাওয়া মানে ইহজীবনেই শান্তি পাওয়া। সুন্দর লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দাদা মায়ের কাছে ক্ষমা পাওয়া
মানে ইহজীবনেই শান্তি পাওয়া। সুন্দর লিখেছেন দাদা।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা, শুভ সকাল।