প্রিয় প্রণতী

সঞ্জয় মালাকার ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ০৯:৩৯:০৯পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

শুভ সকাল …..প্রিয় প্রণতি……দিন শেষে থাকুক তোমার শত আনন্দ কামনা।

  • তোর কাছে প্রশ্ন রহিল শত,
    তুই আপন করিয়া বুকটা করলি ক্ষতবিক্ষত ,,
    যা স্বপ্ন ছিল দুটি নয়নের কোনে……
    সেই স্বপ্ন গুলো তুই অশ্রু জলে ভাসিয়ে নিলে।
    শুধু দিয়ে গেলি আমায়,মিথ্যে অভিনয়…..
    অকারনে শত বেদনা”
    তবু বলি প্রিয় তুমি সুখি হোও….
    করি এই কামনা,!
৯৩৬জন ৮২৪জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ