প্রিয় নদী

হালিম নজরুল ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১২:৫০:০৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমার পাখি সুগন্ধি এক ফুল
বইছো যেন মননদী কুলকুল

নদীর বুকে জোস্না মাখো যদি
মনপেয়ালায় স্বর্গ নিরবধি

স্বর্গ তুমি কেউ জানে না তা
তাই খুঁজি ওই নুপুরভেজা পা

পায়ের রঙে ঘুম ভেঙে যায় যেই
অবোধ আমি হারিয়ে ফেলি খেই

খেই হারিয়ে তবুও তোমায় খুঁজি
অষ্টপ্রহর ক্লান্তিমেখেও যুঝি

ক্লান্তিশেষে তোমার দেশে নামি
অন্ধকারে আলোয় ভাসি আমি

ওই আলোটা আর দেখে না কেউ
মনের গাঙে আনে সুখের ঢেউ

ঢেউয়ের তালে ভাসতে কেবল চাই
মৃত্যাবধি ওই নদীটাই চাই।

——————-0 0——————-

৫৪৪জন ৪৫৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ