আমার পাখি সুগন্ধি এক ফুল
বইছো যেন মননদী কুলকুল
নদীর বুকে জোস্না মাখো যদি
মনপেয়ালায় স্বর্গ নিরবধি
স্বর্গ তুমি কেউ জানে না তা
তাই খুঁজি ওই নুপুরভেজা পা
পায়ের রঙে ঘুম ভেঙে যায় যেই
অবোধ আমি হারিয়ে ফেলি খেই
খেই হারিয়ে তবুও তোমায় খুঁজি
অষ্টপ্রহর ক্লান্তিমেখেও যুঝি
ক্লান্তিশেষে তোমার দেশে নামি
অন্ধকারে আলোয় ভাসি আমি
ওই আলোটা আর দেখে না কেউ
মনের গাঙে আনে সুখের ঢেউ
ঢেউয়ের তালে ভাসতে কেবল চাই
মৃত্যাবধি ওই নদীটাই চাই।
——————-0 0——————-
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্! সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা
এস.জেড বাবু
ভিষন রোমান্টিক একটি লিখা- সহজ শব্দে অসাধারণ প্রকাশ।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
সুপায়ন বড়ুয়া
ভালোই হলো কবি
শুভ কামনা।
হালিম নজরুল
অনেক ধন্যবাদ দাদা
দালান জাহান
নদী জোয়ারে ভরে উঠুক। কানায় কানায় পূর্ণ হোক ভালোবাসা। খুব সুন্দর লিখেছেন ক।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
হালিম নজরুল
ভালবাসা মহী ভাই।
তৌহিদ
বহমান নদীকে বুকে ধারণ করা সহজ কথা নয় কিন্তু। কবিতায় আবেগ দিয়ে আপনি সুন্দরভাবেই তা পেরেছেন ভাই।
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।