
নির্ঘুম রাত জানে
তোমার ভালোবাসায় সিক্ত মন
কতোখানি প্রশান্তি বক্ষে করে ধারণ!
প্রিয় সোনেলা,
এখন রাত্রির দ্বিতীয় প্রহর। রাত্রির এই দ্বিপ্রহরে এসে তোমার সাথে কাটানো মূহূর্ত গুলো খুব করে মনে পড়ছে। মনে পড়ছে তোমাতে বিচরণ করা সোনালী রত্নদের কথা। যাঁদের উৎসাহ পেয়ে ধন্য হয়েছিল আমার সাহিত্যাঙ্গন!
ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় দূরে থাকলেও পরিপূর্ণ ভাবে দূরে থাকা যায় না, তোমার অনন্ত অসীম স্নেহময়ী ভালোবাসায় তার একমাত্র কারণ। জানো, আজও তোমার আঙ্গিনায় প্রস্ফুটিত প্রত্যেকটি গোলাপের ঘ্রাণ নিই। তবে তা খুব নিরবে সংগোপনে, যেনো তোমার আঙিনায় না পড়ে আমার কোনো চিহ্ন। আমার যে ভীষণ রকম দুঃসময়! আমার নিজেস্ব কোনো ঠাঁই নেই। নেই শক্তপোক্ত কোনো আশ্রয় এমকি পায়ের তলার জমিটুকুও যে বড্ড নড়বড়ে। তাই তো চুপি চুপিই আসি।
জানো, তোমার উঠানে যখন চুপি চুপি আসি তখন মনে পড়ে যায় সেই সব সুন্দর স্বর্ণালী স্মৃতি। আহ! প্রাণবন্ত মুখরিত সেই সব স্মৃতি। যা তোমাতে আমাকে করেছিল বিলীন। দিয়েছিল সৃষ্টির সুখ গ্ৰহণের পূর্ণ অধিকার। ব্যাকুল চিত্ত করেছিল সু-স্থির। ঠিক এই মুহূর্তে ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠেছে মন। আঁখি পল্লবে জমে গেছে কিছু অযাচিত অশ্রুবিন্দু। যা বিসর্জিত হবার তাড়াই রয়েছে। পলক পড়তেই নিঃশব্দে গড়িয়ে পড়ছে কপোল বেয়ে।
কেবল কয়েক’শ শব্দ নয় অজস্র শব্দ নিয়ে লিখতে বসেছিলাম তোমাকে। কতো কথা লেখার ছিল। কিন্তু হায়! বড্ড অস্থির উচাটন মন! লিখতে লিখতে খেই হারিয়ে ফেলেছি। শব্দগুলো হয়েছে বেয়ারা। ওদের আর কিছুতেই বাগে আনতে পারছি না । আজ বরং থাক। আবার লিখবো তোমাকে। আর হ্যাঁ খুব শীঘ্রই ফিরবো তোমাতে । দোয়ায় রেখো আমায়। যেনো সহাস্যে ফিরতে পারি তোমার নীড়ে।
ইতি তোমার প্রিয়,
কি জানি! প্রিয় কিনা
তবে অ-প্রিয় নয় একটুকু বুঝি♥️♥️
ছবি-নেট
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি
সোনেলার উঠোনে পদচারণে অভিনন্দন এবং শুভেচ্ছা।
অসময়ের তীর ভেঙ্গে সুসময়ের পথ হউক আরো মশৃণ আরো আনন্দময়।জীবনের বাহিরে কোন কিছু নেই।ভাল মন্দ হাসিকান্না পারা না পারা বাধাবিপত্তি সব কিছুই জীবনের সঙ্গী।এখানে সময় কেবল শত্রুতার সুযোগে ওৎ পেতে থাকে।আর সোনেলা!সোনেলা কাউকে ভুলে না ভুলতেও দেয়না।তাইতো ধান সিড়িটির ধারে ফিরে আসি ফিরে আসতে হয় বার বার।
আবারো ফিরে আসুন নিজেকে সুরক্ষিত রেখে এই প্রত্যাশা।
সুরাইয়া পারভীন
একদম ঠিক ভাইয়া। সোনেলা কাউকে ভুলতে দেয় না। দূরে থাকলেও চুম্বুকের মতো কাছে টানে। সোনেলা কে ভোলা অসম্ভব
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
পুনরায় ফিরে আসার জন্য স্বাগতম আপনাকে। আশা করি নতুন করে আবার খিলখিল করে উঠবে প্রিয় সোনেলা আপনার সুন্দর লেখনীতে। সোনেলায় যারা একবার ঢুকেছে তাদের মন থেকে তাকে মুছে ফেলা কারো সাধ্যে নেই – এ আমার বিশ্বাস। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। ভুলিনি আপনাকে। 💓💓💓💓
সুরাইয়া পারভীন
একদম তাই দিদিভাই। সোনেলা তো প্রিয়তমের আরেকটি রূপ। তাকে মন থেকে মুছে ফেলা অসম্ভব।
ইনশাআল্লাহ আবার লিখবো প্রাণ খুলে।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
আপনার এ চিঠি আপনাকে প্রকাশ করে, নির্ভেজালে।
আমরাও ও অভিভূত আপনি আবার আমাদের মাঝে, সব সময়ের মত আমরা সোনেলারা আপনার পাশে-পাশেই আছি।
শুরু করে দিন আবার, আবার সেসব সোনালী লেখা-দিনের মত করে।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ। আবার ফিরিয়ে আনবো প্রানবন্ত সেই সব মূহূর্ত। আমি জানি সোনেলা ও তার সোনালী রত্নগুলো আমার সাথেই আছে।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
সোনেলাকে লেখা চিঠি পড়ে আপ্লুত হলাম।
সোনেলার উঠোনে যারা আছে সবাইই আপনার লেখাকে মিস করেছে এতদিন।
আবার ফিরে এসেছেন প্রিয় প্রাঙ্গণে,
নিজেকে প্রকাশ করুন লেখার মাধ্যমে আগের মতই,
মন্ত্রমুগ্ধ হোক আপনার লেখার পাঠকগণ।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ ভাইয়া।
প্রত্যেকটি দিন কি যে ভীষণ মিস করেছি সোনেলা আর আমাদের সবাইকে তা বলে বলে বোঝানো যাবে না
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
সবসময় ভালো থাকুন ভাইয়া
আশরাফুল হক মহিন
❤️❤️
সুরাইয়া পারভীন
🌼🌼🌼
আরজু মুক্তা
আমরাও চিঠির মতো অপেক্ষায়।
সুরাইয়া পারভীন
অপেক্ষার আবসান হয়েছে
তবে এখনো ভেবে চিন্তে
লেখালেখিতে ফিরতে হবে
অনেক অনেক কৃতজ্ঞতা আপু
রোকসানা খন্দকার রুকু
সোনেলা সবার প্রিয়। আপনি মাতিয়ে রেখেছিলেন। অনেকদিন আপনার অনুপস্হিতিতে অনেক খারাপ লেগেছে। ফিরে এসে এমন অসাধারণ অনুভূতি ভালোই লাগছে। থাকুন, সোনেলার উঠোন ভরে উঠুক ঝলমল করে।।
শুভ কামনা ও ভালোবাসা রইলো।
সুরাইয়া পারভীন
আমরা না চাইলেও অনেক কিছু মানতে হয় বাধ্য হয়েই। তবেও সান্ত্বনা ফিরতে পেরেছি বলে
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু চমৎকার মন্তব্যের জন্য।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিমা আক্তার
পুনরায় সুন্দর আগমন। চমৎকার অনূভুতির প্রকাশ। অপেক্ষায় রইলাম আরো সুন্দর সুন্দর চিঠির জন্য। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ
সুন্দর মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদুল ইসলাম
আপনি আবারো বিচরণ করছেন দেখে ভালো লাগছে। শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
সোনেলা থেকে দূরে থাকা অনেক কষ্টের
তা প্রতিটি দিন অনুভব করেছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়