এই শহরে জমে আছে না বলা কথকতা।

ব্যস্ত জীবনের পাওয়া না পাওয়া,

বাঁধভাঙ্গা হাসি গান,

কখনও অশ্রুসিক্ত রাতের আঁধার।

মায়াবি এ শহরের দূ্র্ণিবার আকর্ষণ,

ভোজবাজির মত উধাও হয় আবেগ।

বিশ্বাস হয় খেলার সামগ্রী।

ভালবাসা ফিকে হয় ক্রমে ক্রমে,

এ যেন যন্ত্রমানবের শহর!

এখানে স্বপ্নগুলো ধরা দেয় প্রতিবিম্বের মত।

ঠিক যেমন, 

শেষ বিকেলের আলো ঠিকরে পড়ে 

শ্যাওলা ধরা দেয়ালে। 

প্রতিশ্রুতি কখনো কড়া নাড়ে দরজায়। 

নিয়নের আলোয় যখন সাজে প্রিয় শহর,

প্রেয়সী কে কালপুরুষ চেনাবে বলে

অপেক্ষায় কোনো যুবক,

ধুম্র শলাকার ধোঁয়াটে সন্ধ্যায় ।

কখনো মাতাল হওয়ায় উদাসী হওয়া,

কখনো ক্ষুধিতের আহাজারি!

ব্যস্ত নগরে, তটস্থ প্রহরী

হৃদয় ভাঙার অপরাধীর খোঁজে!

তবুওভালবাসি এ শহরকে,

বিশ্বাসে বুক বাঁধি ,

ভাল থাকার আশায়।

 

সাদিয়া শারমীন

 

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ