এই শহরে জমে আছে না বলা কথকতা।
ব্যস্ত জীবনের পাওয়া না পাওয়া,
বাঁধভাঙ্গা হাসি গান,
কখনও অশ্রুসিক্ত রাতের আঁধার।
মায়াবি এ শহরের দূ্র্ণিবার আকর্ষণ,
ভোজবাজির মত উধাও হয় আবেগ।
বিশ্বাস হয় খেলার সামগ্রী।
ভালবাসা ফিকে হয় ক্রমে ক্রমে,
এ যেন যন্ত্রমানবের শহর!
এখানে স্বপ্নগুলো ধরা দেয় প্রতিবিম্বের মত।
ঠিক যেমন,
শেষ বিকেলের আলো ঠিকরে পড়ে
শ্যাওলা ধরা দেয়ালে।
প্রতিশ্রুতি কখনো কড়া নাড়ে দরজায়।
নিয়নের আলোয় যখন সাজে প্রিয় শহর,
প্রেয়সী কে কালপুরুষ চেনাবে বলে
অপেক্ষায় কোনো যুবক,
ধুম্র শলাকার ধোঁয়াটে সন্ধ্যায় ।
কখনো মাতাল হওয়ায় উদাসী হওয়া,
কখনো ক্ষুধিতের আহাজারি!
ব্যস্ত নগরে, তটস্থ প্রহরী
হৃদয় ভাঙার অপরাধীর খোঁজে!
তবুওভালবাসি এ শহরকে,
বিশ্বাসে বুক বাঁধি ,
ভাল থাকার আশায়।
সাদিয়া শারমীন
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
রকমারী শোরগোল
তবুও এ শহরই দেয় অন্তরে দোল।
অতি সুন্দর কথামালায় হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সাদিয়া শারমীন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নিতাই বাবু
শহর নিয়ে দারুণ লিখেছেন। শুভকামনা থাকলো।
সাদিয়া শারমীন
অসংখ্য ধন্যবাদ দাদা।
মোঃ মজিবর রহমান
হায়! শহর কষ্ট ক্লিষ্টের জন্যই অসহায়ের পথা চলা। জীবনে শ্যওলা জমে বৃদ্ধপ্রায়।
সাদিয়া শারমীন
আপনার মন্তব্যে আপ্লুত।
আলমগীর সরকার লিটন
সুন্দর এক উপলব্ধিকর কাব্যিক কবি আপু ভাল থাকবেন——
সাদিয়া শারমীন
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
ভালো-মন্দে, একাকী-কোলাহলে ভালোবাসি চিরচেনা এই শহরকে।
অল্পকথায় অনেক সুন্দর লিখেছেন। আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
সাদিয়া শারমীন
ধন্যবাদ আপু।
হালিমা আক্তার
ভালো হোক আর মন্দ হোক। এই শহরে আমার বেড়ে উঠা।কি যেন মায়া জড়িয়ে আছে। শহর নিয়ে চমৎকার কবিতা। শুভ রাত্রি।
হালিম নজরুল
এত অন্যায়ের পরেও শহরকে ভালবাসেন বলে ভাল লাগল।