আজ যদি আমাকে প্রশ্ন করো জীবন কি ?
আমি জবাবে বলবো জীবন ভীষন যাতনা ,
মূহুর্মূহু কাঁদানো জ্বালানো এক ভীষন দোটানা ।
আজ যদি আমাকে জিজ্ঞেস করো জীবন কি ?
আমি চুপ থেকে বোঝাবো জীবন স্তব্ধতা ,
জল বইয়ে দেখাবো জীবন ভীষন কান্নার নিস্তব্ধতা ।
আজ যদি আমাকে বলো জীবন কোথায় ?
আমি আঙুলি উচিয়ে দেখাবো কবরখানা ,
যেখানে জীবন মরে-পঁচে-গলে কঙ্কাল একখানা ।
আজ যদি জানতে চাও জীবন কার ?
আমি দীর্ঘশ্বাস ফেলে বাতাস কাঁপাবো ,
জীবন থাকার ভীষন শোকে জল নামাবো ।
আজ যদি আমাকে বলো জীবনে আছে কি ?
আমি শূন্য খাতা মেলে ধরে আঁচড় কাটবো ,
ফেলে দিয়ে ছুড়ে শূন্য পথে একাই হাটবো ।
আজ যদি আমায় বলো মানে কি জীবনের ?
আমি চোখ রাঙিয়ে বোঝাবো আতঙ্কের ,
ভীষন শ্বাপদের হুঙ্করে জেগে ওঠা কাঁপনের ।
আজ যদি জানতে চাও জীবন এমন কেনো ?
আমি চোখে-মুখে-বুকে দেখাবো ভালোবাশা ,
যার থাবায় ওখানে লেগে আছে হতাশা।
আজ যদি তুমি প্রশ্ন করো জীবনের কি আছে ?
আমি না থাকার প্রশ্ন জুড়ে দিবো তার পাছে ,
যদিও আমি জানি জীবনেরও উত্তর নেই তার কাছে।
৪টি মন্তব্য
আবু জাকারিয়া
যদি আমাকে বলো জীবনে আছে কি ?
আমি শূন্য খাতা মেলে ধরে আঁচড়
কাটবো ,
ফেলে দিয়ে ছুড়ে শূন্য পথে একাই
হাটবো । ভাল লাগল
ব্লগার সজীব
জীবনের অর্থ সব হতাশাজনক কেন?
জিসান শা ইকরাম
আপনার প্রশ্নের উত্তরঃ
জন্ম থেকে মৃত্যু সময়কাল পর্যন্ত সময়কে জীবন বলে 🙂
কবিতা ভালো হয়েছে।
মোঃ মজিবর রহমান
জীবন না পাওয়ার যাতনা।
আপনার উ।