প্রথম লেখা

সাবর্ণ ৮ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার, ০৬:৪১:০৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

তুমি যখন সামনে এলে      বাদল দিনের মেঘলা সাজে,

চারদিকে যেন রবীন্দ্রনাথ     গানের সুরে উঠলো বেজে।

ঘুচে যায় সব দিবসের গ্লানি    আনন্দ যেন পাগল পারা –

‘মেঘের পরে মেঘ জমেছে’ –   ‘গহন রাতে শ্রাবণ ধারা’

৯৪৫জন ৯৪৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ