হরিণটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলো’
সে খুঁজে পেয়েছে বিস্তৃত তৃণভূমি–
রুগ্ন পেটপৃষ্ট ধীরে ধীরে টৈটম্বুর হয়ে উঠলো খেয়ে দেয়ে।
চোখে মুখে চিরতরুণ আনন্দ হিল্লোল ফুটলো।
একবেলা ছিড়ে ছিড়ে খেয়ে দুপুরের কড়া রোদে এগিয়ে চললো শঙ্খ নদীর তীরে
এবার পানি চাই_
তাকে দেখে নিঝুম ঝোঁপ হতে হালুম হুলুম হুংকার ছেড়ে বেড়িয়ে এলো ক্ষুধার্ত বাঘ-
হরিণটি ছুটছিলো প্রাণে বেঁচে যাওয়ার জন্য।
কিন্তু পেরে উঠলোনা,মাইল খানেক ছুটেই নেতিয়ে পড়লো বাঘের থাবায়।
এরপর মৃত্যু।ক্ষুধার্ত বাঘের কি যে আনন্দ এমন সুখাদ্য পেয়ে !মিনিট পনেরোর মধ্যে সুস্বাদু মাংস ভোগ করে ধীরে ধীরে এগিয়ে চললো বনশালী বৃক্ষের নিচে।
কিছুক্ষণ বিশ্রাম নিবে নির্জন ছায়ায়।
খাওয়াটা একটু বেশিই হয়ে গেছে
বিশ্রামরত অবস্থায় ঝড় শুরু হলো।
বাঘের শরীরে ভেঙে পড়লো বনশালী বৃক্ষের পাশে অবস্থান করা শক্তপোক্ত মোটা জামগাছ।
সাথে সাথে বাঘটি কুঁকড়ে উঠলো প্রচন্ড যন্ত্রনায় ।
পাঁজড় ভেঙে চুরমার হয়ে গেছে।
অনেক অনেক প্রচেষ্টা চালিয়েও সেই চাপ হতে বেড়িয়ে আসতে পারলোনা।
বাঘটি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছিলো তার কিছুক্ষণ আগে ঝড় থেমে গেলো।
বনশালী বৃক্ষটি উচ্চস্বরে আওয়াজ তুললো-
আফসোস করছো কেনো বাঘ মশাই।
হরিণটি নিরীহ সবুজকে হত্যা করেছিলো,তার অপরাধে ঘাঁসেরা প্রাণ হারায়।নগন্য তৃণ হলে কি হবে,ওরা আমাদেরি বংশধর।সেই হত্যার প্রতিশোধ তুমি নিয়েছো হরিণকে হত্যায় ।তোমাকে হত্যা করলো জাম বৃক্ষ,হরিণের প্রতিশোধ ছিলো এটা’
জাম বৃক্ষকে হত্যা করলো প্রকৃতির তান্ডব-এটা তোমার প্রতিশোধ।এখন তুমি শান্তিতে মরে যেতে পারো।
কেউ কাউকে হত্যার জন্য দায়ী নয় এখন আর।
একমাত্র প্রকৃতির আদালত সঠিক রায় দিয়ে থাকে বুঝলে।
পৃথিবীর সমস্ত স্মৃষ্টি পরস্পরকে হত্যা করে চলেছে পালাচক্রে।আমরা সকলেই হত্যাকারী”
বাঘটি শেষ বারের মতো গর্জন দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো/
১৩টি মন্তব্য
শিরিন হক
পৃথিবীর সমস্ত সৃষ্টি পরস্পরকে হত্যা করছে।প্রকৃতির নিয়মে বাধা পরে আছি।
খুব ভালো লিখেছেন। শুভকামনা
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু
ছাইরাছ হেলাল
প্রকৃতি নিজ নিয়মে বেঁচে থেকে আমাদের বাঁচিয়ে রাখে।
গল্পের লাইনগুলো ঠিক করে দিন।
মাসুদ চয়ন
ধন্যবাদ দাদা
শাহরিন
প্রকৃতিকে কেউ বাধা দিতে পারে না, যারা এর বিনষ্টকারী তারা একদিন ঠিকই তাদের ফল ভোগ করবে। কোন অপরাধ করেই পার পাওয়া যাবে না। ধন্যবাদ।
মাসুদ চয়ন
সত্যিই বলেছেন আপনি
আরজু মুক্তা
আসলে প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয়
মাসুদ চয়ন
ঠিক বলেছেন
প্রদীপ চক্রবর্তী
একদম।
প্রকৃতি ব্যতীত আমরা একাকার।
জিসান শা ইকরাম
প্রকৃতির মাঝে অনেক কিছু শেখার আছে,
ভাল লেগেছে গল্প,
লাইনগুলো অবশ্য কবিতার মত 🙂
মাসুদ চয়ন
ভালোবাসা
তৌহিদ
এটাই প্রকৃতির নিয়ম। লাইফ সাইকেল এরকমই। কেউ কাউকে খেয়ে বেঁচে থাকবে। ভালো লিখেছেন ভাই।
মাসুদ চয়ন
ভালোবাসা ভাই