নিমিষেই চৌদিক থেকে নিকষ কালো আধার
এসে নামে আমার কুটিরের উঠোন জুড়ে,
যেমন করে তোমাকে হারানোর চতুষ্পদী আশংকা এসে নেমেছিল আমার স্বপ্ন রচনার ভোরে।
গগন ভেদ করে হঠাৎ আলোর ঝলকানি
এসে নামে আধারেতে মূর্ত,বিমূর্তের দোলাচালে,
যেমন করে নিভুনিভু সম্ভাবনাময় পিদিমের সলতে
জ্বলছিল আশা আর নিরাশায় বলা চলে।
অকালের মেঘ অপ্রার্থিত ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি
হয়ে ভিজিয়ে দেয় আমার রোদেলা উঠোন,
যেমন করে সামাজিক অপ্রাপ্তি ছোয়াছে বেদনা
হয়ে দুঃখের সাগরে ভাসিয়েছিল ছিল যত পিছুটান।
প্রকৃতিও আজ ব্যাকুল যেন অনুদার নিষ্টুরতায়
সর্ব বিনাশে তমসা,ঝলকানি,মূলোৎপাটন ঝড় ও বৃষ্টিতে
যেমন করে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি আর আমি
চতুষ্পদী আশঙ্কায়,সলতে সম্ভাবনা, গাঢ় অপ্রাপ্তিতে।
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ,প্রিয়জন।শুভ কামনা রইল।
ইঞ্জা
প্রকৃতিও আজ ব্যাকুল যেন অনুদার নিষ্টুরতায়
সর্ব বিনাশে তমসা,ঝলকানি,মূলোৎপাটন ঝড় ও বৃষ্টিতে
যেমন করে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি আর আমি
চতুষ্পদী আশঙ্কায়,সলতে সম্ভাবনা, গাঢ় অপ্রাপ্তিতে।
অনবদ্য এক লেখা পড়লাম।
পার্থ সারথি পোদ্দার
ভালবাসা নিবেন।আপনার মূল্যায়ন আগামী দিনে আমায় অনুপ্রাণিত করবে।শুভ কামনা রইল,ভাই।
ইঞ্জা
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ,দিদি প্রেরণামূলক মন্তব্যের জন্য।আপনার প্রতিও শুভকামনা অফুরান।
সুপায়ন বড়ুয়া
চল চঞ্চল প্রকৃতি আপন রুপে সাজে।
কোথায় ও ভাঙে কোথায় ও গড়ে।
এরি মাঝে আমরা বাঁচি নিজের মতো করে।
ভাল লাগলো। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
প্রকৃতিও যখন চপলা,চঞ্চলা হয়,অতীতের দুঃসহ স্মৃতি জেগে উঠে মনে।ধন্যবাদ,দাদা।
জিসান শা ইকরাম
অতীত এভাবেই এসে যায় আমাদের মনে মাঝে মাঝে।
সুন্দর কবিতা।
পার্থ সারথি পোদ্দার
আসলেই তাই,ভাই।প্রকৃতি বড় নস্টালজিক করে দেয়।ধন্যবাদ,বড় ভাই।
ছাইরাছ হেলাল
সুন্দর কবিতা।
পিছুটান নিয়েই আমাদের জীবনচলা।
পার্থ সারথি পোদ্দার
একদম ঠিক বলেছেন।পিছুটান যেন বারেবারে স্মৃতিতে ডুবিয়ে দেয়।অনেক ভালবাসা রইল,বড় ভাই।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
গাঢ় অপ্রাপ্তিতেই কেটে যায়
গোটা একটা মানবজীবন
পার্থ সারথি পোদ্দার
অপ্রাপ্তি কেন জানি প্রকৃতির রঙ বদলের সাথে সাথে মনে উঁকি দিয়ে উঠে।
অনেক ধন্যবাদ পড়ার জন্য,আপু