নিমিষেই চৌদিক থেকে নিকষ কালো আধার

এসে নামে আমার কুটিরের উঠোন জুড়ে,

যেমন করে তোমাকে হারানোর চতুষ্পদী আশংকা           এসে নেমেছিল আমার স্বপ্ন রচনার ভোরে।

গগন ভেদ করে হঠাৎ আলোর ঝলকানি

এসে নামে আধারেতে মূর্ত,বিমূর্তের দোলাচালে,

যেমন করে নিভুনিভু সম্ভাবনাময় পিদিমের সলতে

জ্বলছিল আশা আর নিরাশায় বলা চলে।

অকালের মেঘ অপ্রার্থিত ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি

হয়ে ভিজিয়ে দেয় আমার রোদেলা উঠোন,

যেমন করে সামাজিক অপ্রাপ্তি ছোয়াছে বেদনা

হয়ে দুঃখের সাগরে ভাসিয়েছিল ছিল যত পিছুটান।

প্রকৃতিও আজ ব্যাকুল যেন অনুদার নিষ্টুরতায়

সর্ব বিনাশে তমসা,ঝলকানি,মূলোৎপাটন ঝড় ও বৃষ্টিতে

যেমন করে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি আর আমি

চতুষ্পদী আশঙ্কায়,সলতে সম্ভাবনা, গাঢ় অপ্রাপ্তিতে।

৬৭৪জন ৫৭২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ