মামুন নভেম্বর ১৯, ২০১৪ at ৫:১৭ অপরাহ্ন তুমি বুড়ি আমি কুড়ি হল ছাড়াছাড়ি। – কুড়ি আর বুড়ি হলেই কি ছাড়াছাড়ি হতেই হবে? অন্ত্যমিলগুলো ভালো লাগল। শুভেচ্ছা রইলো ভাই। -{@
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ৯:৫১ পূর্বাহ্ন ভাইজান, কুড়ি ার বুড়ি মানাবে? তবে ভালবাসা রইয়ে যাবে। আপনাকেও শুভেচ্ছা রইল।
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ৯:৫৪ পূর্বাহ্ন আপু, এখানে টি মানে চা। এখানে no না বলে naughty বলেছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ) নভেম্বর ১৯, ২০১৪ at ১০:১২ অপরাহ্ন বেশ তাই হউক কুড়িতে শেষ আবার নতুন করে শুরু কি বলেন মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ৯:৫৬ পূর্বাহ্ন আপনার উপর কি আর বলার কোন সাহস আছে। শুভেচ্ছা মনির ভাই। -{@
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ৯:৫৯ পূর্বাহ্ন কেন ভাই এইটা একটু ভিন্ন অর্থে ব্যাবহার করা হয়েছে । আসল অর্থ না করে উলটো অর্থ আনা হয়েছে। এই যা।
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ১০:০২ পূর্বাহ্ন হেলাল ভাই,। আঞ্চলিক ভাষায় স্বামীর একনাম আছে ভাতার যা কেউ কেউ মন্দ অর্থে করে। তাই ভাত + আর যুক্ত করলে ভাতার হবে। ধন্যবাদ ভাইয়া। টা টা কথা হবে। ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান নভেম্বর ২০, ২০১৪ at ৩:৩০ অপরাহ্ন অন্য মন্তব্যের উত্তর গুলো দেখেন বুঝবেন। ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয় নভেম্বর ২০, ২০১৪ at ৩:৫৩ অপরাহ্ন হা হা ভাইয়া, আর কি কি প্যাচাল ভাবনা আছে বলে ফেলুন। মজা পেলাম।
২৬টি মন্তব্য
মামুন
তুমি বুড়ি
আমি কুড়ি
হল ছাড়াছাড়ি। – কুড়ি আর বুড়ি হলেই কি ছাড়াছাড়ি হতেই হবে?
অন্ত্যমিলগুলো ভালো লাগল।
শুভেচ্ছা রইলো ভাই। -{@
মোঃ মজিবর রহমান
ভাইজান, কুড়ি ার বুড়ি মানাবে?
তবে ভালবাসা রইয়ে যাবে।
আপনাকেও শুভেচ্ছা রইল।
খেয়ালী মেয়ে
পুরাই প্যাঁচাল, আমি কিছুই বুঝলাম না :p
মোঃ মজিবর রহমান
আপু,
এখানে টি মানে চা।
এখানে no না বলে naughty বলেছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেশ তাই হউক কুড়িতে শেষ
আবার নতুন করে শুরু
কি বলেন মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আপনার উপর কি আর বলার কোন সাহস আছে।
শুভেচ্ছা মনির ভাই।
-{@
আবিদ রোজীনা
কিছুই বুঝলাম না ভাইয়া।
মোঃ মজিবর রহমান
প্যাঁচাল চিন্তা করুন আপু বুঝবেন।
সাইদ মিলটন
বেপাট্টা কি হৈল !! 😮
কিচ্চু বুগলাম্না 🙁
মোঃ মজিবর রহমান
কেন ভাই এইটা একটু ভিন্ন অর্থে ব্যাবহার করা হয়েছে ।
আসল অর্থ না করে উলটো অর্থ আনা হয়েছে।
এই যা।
ছাইরাছ হেলাল
আর একটু বুঝিয়ে বলতে হবে।
মোঃ মজিবর রহমান
হেলাল ভাই,।
আঞ্চলিক ভাষায় স্বামীর একনাম আছে ভাতার যা কেউ কেউ মন্দ অর্থে করে।
তাই ভাত + আর যুক্ত করলে ভাতার হবে।
ধন্যবাদ ভাইয়া।
টা টা কথা হবে।
ভালো থাকুন।
মরুভূমির জলদস্যু
কুড়িতেই বুড়ি
মোঃ মজিবর রহমান
আর কত?
\|/
নুসরাত মৌরিন
বুঝলাম না কিছুই!!
মোঃ মজিবর রহমান
অন্য মন্তব্যের উত্তর গুলো দেখেন বুঝবেন।
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
বুঝলাম
এবং মজা পেলাম।
কাহিনী শুরু আর শেষ 🙂
মোঃ মজিবর রহমান
মজা পাওয়ার জন্য
খুশি হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সায়ন্তনু
আরও বুঝিয়ে বলতে হবে।
মোঃ মজিবর রহমান
মন্তব্যের উত্তর পড়লে জানা যাবে।
(y)
শুন্য শুন্যালয়
হা হা ভাইয়া, আর কি কি প্যাচাল ভাবনা আছে বলে ফেলুন। মজা পেলাম।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দিদি।
(y)
খসড়া
:c
মোঃ মজিবর রহমান
\|/
মেহেরী তাজ
এত ছোট?
প্রজন্ম ৭১
মজা পেলাম