হে পুরুষ!
তোমরা যখন শাড়ির আঁচলের ফাঁকে ব্লাউজের উপর দিয়ে স্তনের উপর নজর দাও, আমি তখন সেই আঁচলে পরম আনন্দে মুখের ঘাম মোছার প্রশান্তি খুজে বেড়াই।
তোমরা যখন শাড়ির ফাঁকে কোমর এর ভাজ দেখায় ব্যস্ত, তখন আমি শাড়ির কুঁচির ভাজ গোনায় ব্যস্ত হয়ে যাই।
তোমরা শাড়ির মধ্যে ঘর্মাক্ত শরীরএ খুঁজে বেড়াও কামনা-বাসনা-লালসা! আর আমি সেখানে এক যোদ্ধার দেহ হতে বের হয়ে যাওয়া বিধ্বংসি ঝড় তুলতে সক্ষম এক শান্ত মহাসাগর দ্যাখতে পাই।
তোমাদের কাছে শাড়ি পড়া নারীর দেহ কামনার বস্তু, আর আমার কাছে সে নারীর দেহ মানে হলো “উপাসনা-ভক্তি- শ্রদ্ধা-ভালোবাসা-স্নেহ-মায়া-মমতা-মাতৃত্ব।”
আরও কত কি !
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
নারীর প্রতি সুন্দর মনোভাব প্রকাশিত হয়েছে।
নিয়মিত লিখুন, অন্যদেরটাও পড়ে মতামত রাখুন।
শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
নারী মানে আমার কাছে “উপাসনা-ভক্তি- শ্রদ্ধা-ভালোবাসা-স্নেহ-মায়া-মমতা-মাতৃত্ব।”
ফয়জুল মহী
মননশীল ও সৃজনশীল লেখা
অপু রায়হান
ধন্যবাদ দাদা ❤
এস.জেড বাবু
ভালো লিখেছেন।
মুগ্ধ
অপু রায়হান
ধন্যবাদ দাদা ❤
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নারীর প্রতি অকুন্ঠ শ্রদ্ধা ভালবাসা আবেগের দারুণ প্রকাশ ঘটেছে। শুভ কামনা অফুরান।
অপু রায়হান
নারী আমার বোন, নারী মা ❤
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার মনের প্রকাশ পেয়েছে লেখায়। পুরুষ মানেই কাম-লালসার পরিচয় বহন করে না, কিছু মানুষ এখনো নারীকে শ্রদ্ধা করে, ভালোবাসে তানা হলে ভালোবাসা বলে কিছুই থাকতো না। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
অপু রায়হান
নারী মানে আমার কাছে “উপাসনা-ভক্তি- শ্রদ্ধা-ভালোবাসা-স্নেহ-মায়া-মমতা-মাতৃত্ব।”
পার্থ সারথি পোদ্দার
পুরুষতান্ত্রিক সমাজে এই দুঃসহ অভিজ্ঞতায় আমাদের মা-বোনেরা বড় অসহায়।আপনার সুন্দর দৃষ্টিভঙ্গি সবার মাঝে সতত বসত করুক।ভালো লাগল।
খাদিজাতুল কুবরা
সকল পুরুষ যেন আপনার মতো সুন্দর ধারণা পোষণ করে নারীদের প্রতি ।
শুভেচ্ছা নেবেন ।
অপু রায়হান
নারী মানে আমার কাছে “উপাসনা-ভক্তি- শ্রদ্ধা-ভালোবাসা-স্নেহ-মায়া-মমতা-মাতৃত্ব।”
হালিম নজরুল
নারীর প্রতি সম্মান দেখানোর জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
হুম। দেবিকে তো আরাধনায় রাখতে হয়।