একটা পুঁই ডগা

তির তির করে বেড়ে ওঠে!

তার বড় সাধ আকাশ ছোঁয়ার।

 

দেয়াল বেয়ে বাড়তে বাড়তে,

কর্নিশেই থেমে যায় অবুঝ পুঁই লতা,

নির্নিমেষ চেয়ে থাকে আকাশপানে।

 

এসব দেখে দেখে হঠাৎ একদিন,

ঝুম নেমে আসে আকাশ বৃষ্টি হয়ে।

পুঁইডগা তির তির কাঁপে আর হাসে।

৮৫৩জন ৮৫২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ