পিপাসা

সোনিয়া নাসরিন ৩০ আগস্ট ২০১৫, রবিবার, ১২:০৮:১৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

দিনান্তের শেষে আবার দিন শুরু করি
নিস্ফল সূর্যোদয়ের তড়িঘড়ি
অসহ্য রোদনে তপ্তকণ্ঠে হাহাকার
সেই কবেকার ভুল বিবাদ।

বিবাদে বিবাদে বাড়ে ক্ষত
গভীর খাদে হাতছানি দেয়,
কুয়াশাচ্ছন্ন ভোর, শেষ বিকেলের মতো
সবই ম্লান সবই তুচ্ছ।

কোন সেই অপরাধ! অপরাধী আমি
হাততালি দেয় দুঃসহ স্মৃতি
পরানের গহীনে চিনচিনে ব্যথা।

নতুন সূর্যোদয় হয় না কোথাও
চারপাশে এক অসহ্য রাত্রিকাল
মুহুর্ত গুলো বড় অসৎ অস্থির
পিপাসিনী হৃদয়। সামনে শুধু
বিষে ভরা এক গ্লাস শরাব মাত্র,
পিপাসায় মৃত্যু ঘনিয়ে আসে।

৪৪৯জন ৪৪৯জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ