দিনান্তের শেষে আবার দিন শুরু করি
নিস্ফল সূর্যোদয়ের তড়িঘড়ি
অসহ্য রোদনে তপ্তকণ্ঠে হাহাকার
সেই কবেকার ভুল বিবাদ।
বিবাদে বিবাদে বাড়ে ক্ষত
গভীর খাদে হাতছানি দেয়,
কুয়াশাচ্ছন্ন ভোর, শেষ বিকেলের মতো
সবই ম্লান সবই তুচ্ছ।
কোন সেই অপরাধ! অপরাধী আমি
হাততালি দেয় দুঃসহ স্মৃতি
পরানের গহীনে চিনচিনে ব্যথা।
নতুন সূর্যোদয় হয় না কোথাও
চারপাশে এক অসহ্য রাত্রিকাল
মুহুর্ত গুলো বড় অসৎ অস্থির
পিপাসিনী হৃদয়। সামনে শুধু
বিষে ভরা এক গ্লাস শরাব মাত্র,
পিপাসায় মৃত্যু ঘনিয়ে আসে।
১৮টি মন্তব্য
অরুনি মায়া
কি যেন গান টা “যদিও রজনি ফুরাল তবুও, দিবস কেন যে এলনা এলনা,,,,,,
সোনিয়া নাসরিন
🙂
শুন্য শুন্যালয়
স্বাগতম সোনেলায় আপু। -{@
সুন্দর একটি কবিতা দিয়ে যাত্রা শুরু করলেন। লিখুন এমন আরো, পড়ুন অন্যদের। সোনেলা পরিবারের একজন হয়ে থাকুন।
বেঁচে থেকে মৃত্যু চাইনা। চাই নতুন দিনের ভীষণ ব্যস্ততা।
সোনিয়া নাসরিন
-{@
মেহেরী তাজ
হায় হায় এতো তারাতারি মৃত্যু ঘনিয়ে আসলে কেমনে হবে?? বেচে থাকুন আপু।
সোনেলায় স্বাগতম । -{@
নিয়মিত লিখুন ও পড়ুন আপু।
বাজি ধরে বলতে পারি এখানে নিয়মিত হলে আর মরতে ইচ্ছা করে না। 🙂
সোনিয়া নাসরিন
ধন্যবাদ।
অরণ্য
ভালো লিখেছেন। (y)
সোনিয়া নাসরিন
থ্যাংকু।
ইমন
সুনেলায় স্বাগতম। ওপেনিং সুন্দর হইছে। শুভেচ্ছা রইলো -{@
নীলাঞ্জনা নীলা
আমাদের পরিবারে স্বাগতম।
ওই গানটা শুনেছেন?
“আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর বাঁশী নিয়ে আয়…”
https://www.youtube.com/watch?v=2JQPlHCaUc0
সোনিয়া নাসরিন
ভূপেন হাজারিকার এই গানটি অশংখ্য বার শুনেছি আপু।
নীলাঞ্জনা নীলা
জানি তো। অত্যন্ত পরিচিত এ গান সকলের কাছে। 🙂
ব্লগার সজীব
ভালো একটি কবিতা নিয়ে প্রথম এলেন সোনেলায়।স্বাগতম সোনেলা পরিবারে -{@
সোনিয়া নাসরিন
ধন্যবাদ, ভাইয়া।
অনিকেত নন্দিনী
জবরদস্ত ধোঁয়া ওঠা ওপেনিং। লেখালেখি চালু রাখুন।
সোনেলায় স্বাগতম।
তানজির খান
এত সুন্দর একটা কবিতা আমার চোখ এড়িয়ে ছিল! খুব ভাল লেগেছে কবিতা। কবির জন্য শুভ কামনা।
খেয়ালী মেয়ে
চমৎকার লেখা (y)
শুভকামনা রইলো -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সোনেলায় স্বাগতম লেখায় ভাল লাগা দিয়ে গেলাম। (y) -{@