
পিতা,
কয়েক শতাব্দী পর আপনি ফিরে এলে
শুন্য বিষণ্ণ উঠোনে বুক পেতে শুয়ে থাকা
ধূসর ঘাসেরা সবুজ সতেজ হয়ে উঠবে
দীর্ঘ অনুপস্থিতির দেয়াল ফুঁড়ে আপনি ফিরে এলে
পাখিরা গেয়ে উঠবে প্রার্থনা সংগীত
কাঠবেড়ালি ডালে ডালে লেজ নাচিয়ে উল্লাস প্রকাশ করবে
আপনাকে দেখবে নির্নিমেষ
হাতের মুঠোয় লুকিয়ে রাখা নিভু নিভু জোনাক
উজ্জ্বল থেকে উজ্জলতর আলো ছড়াবে
সমুদ্র তলদেশে ছুটে বেড়ানো মাছেরা ভেসে উঠবে
একযোগে জানতে চাইবে, এতোদিন কেমন ছিলেন ?
১৭ই মার্চ
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ছবিটি এঁকেছেন – মুক্তিযাদ্ধা তাজুল ইমাম
৭টি মন্তব্য
পপি তালুকদার
এমন মহা মানব কখনো হারিয়ে যায়না ।অজস্র মানুষের মনিকোঠায় তার স্থান হয়ে থাকে।আমরা ধন্য এই মহা মানবের জন্ম এদেশ হয়েছিল।
সাবিনা ইয়াসমিন
বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভালো থাকুন তিনি যেখানে আছেন।
তৌহিদ
একজন বঙ্গবন্ধু একবারেই জন্মায়, রয়ে যায় তার কৃতি। গভীর শ্রদ্ধায়য় স্মরণ করছি তাঁকে।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা রইলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে গেলাম
রোকসানা খন্দকার রুকু
বিনম্র শ্রদ্ধা রইল মহান নেতার প্রতি।
ছাইরাছ হেলাল
তিনি অনড় অব্যয়ের মত আছেন থাকবেন।
আরজু মুক্তা
তিনি সবার।
বিনম্র শ্রদ্ধা