ওগো মেয়ে!
নামকি তোমার ?
সদায় হাস, দেখতে ভারী !
ওগো ছেলে !!
নামকি তোমার?
সদায় আস, কাছে বেশি!!
ওগো মেয়ে !
নামটি ওচাং
কাছে আসি, দেখতে তোমায় !
ওগো ছেলে !
নামটি রুমাং
সদায় হাসি, ঝর্ণা নামাই !!
ওগো মেয়ে !!
থাক কোথায় ?
ঠিকানাটা দাওনা আমায় !
ওগো ছেলে !
পূবের পাহাড় ঢালের কাছে
ছোট্ট তিনটি ঘরযে আছে,
ঝুমের চাষে পাহাড় ঘেরা
সেইখানে থাকি যে মোরা
ওগো মেয়ে !
যাবে তুমি আমার গাঁয়ে !
খালের ধরে ঐ একটু বাঁয়ে
তারই পাশে বনের ধারে
সাঁওতালরা বাস যে করে !
ওগো ছেলে !!
আসবে তুমি বোশেখ মাসে !
কত জায়গার মানুষ আসে
পাহাড়টার ঐ মন্দির মাঝে
কত ধরণের বাজনা বাজে !
ওগো মেয়ে !!
হাসলে তোমার পরে যে টোল
অন্তরে আমার বাজে যে ঢোল
তোমার তরেই ছুটে আসি
তোমাকেই যে ভালবাসি !!
ওগো ছেলে !!
বিয়েটা আমার ঠিক হয়েছে
কেনাকাটার ধুম লেগেছে
সময়টা আর করোনা নষ্ট
জানি তুমি পাবে যে কষ্ট !!!
ওগো মেয়ে !!
চল ! যাব পালিয়ে ঐ দূরের দেশে
যেথায় থাকবো মোরা মিলেমিশে
থাকবে না আর দুঃখ কোন
আমার কথা একটু শোন !!
ওগো ছেলে !
ঐ পাহাড়ে জন্ম আমার বাংলাদেশে বাস
দূর দেশেতে পালিয়ে গেলে হবে সুনাম হ্রাস
তোমার কথা থাকবে মনে, থাক তুমি যেথায়
মনে করবে আমি আছি, তোমার পাশে সেথায় !!!
উৎসর্গ: সকল আদিবাসী ভাইবোনকে
লাইলী আরজুমান খানম (লায়লা), ১০ আগস্ট,২০১৪
৩০টি মন্তব্য
পুষ্পবতী
ভালো লাগলো আপু। -{@ -{@
স্বপ্ন নীলা
অনেক ধন্যবাদ আপুনি। আশা করি ভাল আছ — ভাল থেক সবগুলো সময়
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
মিলনটা হলোনা 🙁 ছন্দের মিল রেখে এত বড় কবিতা লেখা কঠিন আপু। খুব ভালো লেগেছে (y)
স্বপ্ন নীলা
লিখতে চেষ্টা করেছি মাত্র — আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো। আন্তরিক শুভকামনা
ছাইরাছ হেলাল
আপনার ভাবনার বিস্তৃতি দেখে আনন্দিত হলাম ।
নিটোল স্বচ্ছ কবিতা , ভালোলাগার ,ভালবাসার ।
এতদিন পরে হলে হবেনা । আরও একটু বেশি লেখা পড়তে চাই ।
স্বপ্ন নীলা
প্রথমে ভেবেছিলাম– কি সব হাবিজাবি লিখলাম, দ্বিধা আর দ্বন্দ্বে মন টলছিল —তারপরও দিয়ে দিলাম ব্লগে —
ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো — ভাল থাকবেন নিরন্তর
লীলাবতী
আপু কবিতায় অনেক ভালো লাগা জানালাম। ছন্দ মিলানো কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন নীলা
#লীলাবতী আপুনি — কবিতাটি ভাল লেগেছে জেনে আমারও খুবই ভাল লাগলো — অনেক অনেক শুভকামনা জানিয়ে গেলাম — ভাল থেক সব কটা সময়
বনলতা সেন
ছন্দে ছন্দে আমরা যে অনেক দূর চলে এলাম । এমন করে ভাবিনি কখনও ।
নূতন পথ দেখালেন আপনি । অবশ্যই ভালো লেগেছে ।
স্বপ্ন নীলা
লিখতে চেষ্টা করেছি মাত্র — তোমার ভাল লেগেছে জেনে ভাল লাগলো, একটা ভাল কবিতা লিখতে চেষ্টা করছি,,,কিন্তু পারছি না —
ভাল থেক আপুনি
নুসরাত মৌরিন
কি সুন্দর কবিতা-একদম পাহাড়ী ঝর্নার মত!!খুব ভালো হয়েছে…খু-উ-ব। -{@
স্বপ্ন নীলা
গোলাপটি নিলাম, লাল গোলাপ — ভীষণ ভীষণ আনন্দিত হলাম
আপনার জন্যও শুভকামনা রইল
প্রজন্ম ৭১
আপু ভালো লেগেছে খুব। উৎসর্গ লাইক লাইক লাইক -{@
স্বপ্ন নীলা
উৎসর্গ তাদেরকেই করলামরে ভাইয়া — যারা আসলেও প্রাপ্য —-। এত লাইক আর গোলাপ দেখে খুশিতে আত্মহারা — ভাল থেক ভাইয়া ——
আজিম
ভাল লাগলো কবিতা।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকবেন সব সময়
মা মাটি দেশ
খুব সুন্দর ছোট লাইনের কবিতা। -{@ (y)
স্বপ্ন নীলা
ভাইয়া — আন্তরিক ধন্যবাদ কবিতাটি ভাল বলার জন্য —–অনেক অনেক শুভকামনা রইল
জিসান শা ইকরাম
ভিন্ন ভাবে উপস্থাপন করলেন সুন্দর লেখাটি ।
ভালো লেগেছে খুব । ছন্দের মিল দারুন হয়েছে।
শুভ কামনা ।
স্বপ্ন নীলা
ভাইয়া অনেক দিন ধরে ভাবছিলাম আদিবাসীদের জন্য কিছু লিখবো –সেই ভাবনা থেকেই লিখা। আপনার ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো —উৎসাহ পেলাম নতুন লেখার —
অনেক অনেক শুভকামনা রইল
জসীম উদ্দীন মুহম্মদ
খুব মিষ্টি লেখা ! পড়ে মুগ্ধ হলাম । -{@ (y)
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
চমত্কার কবিতা। মুগ্ধ হলাম আপু। এটিই তো মিলন। এভাবেই বাঁচিয়ে রাখা যায় মনে।পেয়ে গেলেই পাওয়া আমি মানিনা। -{@
স্বপ্ন নীলা
আপনার সাথে সহমত —পেয়ে গেলেই আসলেও পাওয়া হয় না —- আদিবাসীদের নিয়ে কিছু লিখবো বলে সেই কবে থেকে ভাবছিলাম — সেই ভাবনা থেকেই লিখা — আপনার মন্তব্যে উৎসাহিত হলাম
শুভকামনা রইল
ওয়ালিনা চৌধুরী অভি
এই মেয়ে (স্বপ্ন নীলা )
লিখছ তুমি অতি ভালো
কাব্যে যে ছড়াচ্ছ আলো -{@
স্বপ্ন নীলা
ওরে বাবা !! এত সুন্দর মন্তব্য !! গ্রহন করেছি গোলাপ ফুল —
ভাল লেগেছে জেনে খুবই ভাল লাগলো
অনেক অনেক শুভকামনা রইল
আদিব আদ্নান
কবিতা বুঝিনা কিন্তু আদিবাসী ব্যাপারটি পড়ে কিছু বুঝতে পারলাম ।
স্বপ্ন নীলা
ঐ কিছুটা লিখতে চেষ্টা করেছি মাত্র । আদিবাসীদের নিয়ে কিছুটা লিখবো বলে ভাবছিলাম– ভাবনা থেকেই লেখার অবতারণা —
অনেক অনেক শুভকামনা রইল
স্বপ্ন
ছড়ায় ছড়ায় কথা কাহিনী। (y) আদিবাসী নিয়ে জানার আগহ প্রবল আপু।
স্বপ্ন নীলা
হুমমম — ছড়ার মত করেই লিখতে চেষ্টা করেছি — আমার বান্ধবী ছিল আদিবাসী,,,ওদের সমন্ধে কিছুটা হলেও জানতে পেরেছি — ওরা ভাল থাক — আমরাও ভাল থাকি —-
ভাল থাকুন সব সময়