
পাপ দেখি- পাপ দেখি-পাপের পিছু ছুটি
আমার আমি কি করি-পাপের পিছু ছুটি-
ভালমন্দ চোখ আমার- সবই দেখি আলো-
ভাবি না হাত তিনেক গর্ত-আঁধার কালো
তবুও বুঝার হলো না শেষ- পাপ ভারি মন্দ-
পাপের মধ্যে জ্বলো- কি হলো- কি হলো বলো;
বলার আগেই নিশ্বাস ফুরাল-থামল জীবন গতি-
এবার করলো শুরু মুখে বলা- হায় কি পাপ-
হায় কি পাপ- তুমি সাদৃশ্য রেখ না মনে- যার
যেতনা সেই বুঝে- গাও গ্রামে গন্ধ শুধু পাপের মাটি।
১১ পৌষ ১৪২৬, ২৬ ডিসেম্বর ২০
————————————-
৯টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপস্থাপনা প্রিয় কবি দা।
বেশ মুগ্ধতা ও ভালোলাগা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিটন দা
খুব সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
আল্লাহ সকল পাপ থেকে সকলকে হেফাজত করুন। ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
খুব সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা ভাই।
আমরা সকল পাপ থেকে দূরে থাকি এটাই কাম্য।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
খুব সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
পাপের আছর থেকে সবাই শত শত দূরে থাকুক। পাপ মুক্ত হোক সবার জীবন । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
খুব সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
আল্লাহ সবাইকে রক্ষা করুন