
হঠাৎ আমি পাগলা গারদ থেকে পালিয়ে এলাম
জীবনের রঙ খুঁজতে, ঢঙ এর কবলে বন্দি ছিলাম
প্রকৃতির নির্যাসে খুঁজে পেলাম আবার প্রাণ
উদ্যাম বাতাসে মিশে দিলাম জীবনের ঐক্যতান ।
আয়না বিবির বায়না ঝুরিতে, পাগলা বাঁধা নাই আর
মাথার উপরে উদার আকাশ, নীলে ভরা বুক তার ।
নিঃশ্বাস রাখি, স্বস্থির টানে মুক্ত বিহঙ্গের ডানা
এই আছি, এই নাই যেমন খুশি ইচ্ছে খানা ।
আলো মাখি, বাতাসে ভাসি, খাঁজনার হিসাব বাকি
পিছু ফেরার টান নেই, ভান নেই, ইচ্ছে মতো থাকি ।
হঠাৎ ই আমি ফিরে এলাম, পাগলা গারদ থেকে
বিস্মিত ই হলাম বেশ, দেয়ালের এপার উপার দেখে ।।
রচনা কাল ঃ ১৫/১০/২৯২১
ঢাকা
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার ভাবনার প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
শুভ কামনা অনেক
হালিমা আক্তার
স্বাধীনতার স্বাদ ই আলাদা। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা অবিরাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু, অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
আমার তো মনে হয় আমি এখনো পাগল গারদেই আছি।
শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
তাহলে ভাল আছেন, মুক্তির চিন্তা ও করবেন না।
অনেক শুভ কামনা আপু
মনির হোসেন মমি
গভীর ভাবনা ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনন্য অর্ণব
ভাবনায় ঝড় তোলা কবিতা। তবে কয়েকটি শব্দের গঠনগত পরিবর্তন লক্ষ্যণীয় –
ঐক্যতান – ঐকতান
স্বস্থির – স্বস্তির
খাঁজনার – খাজনার
উপার – ওপার
রচনায় প্রমিত বাংলার সংমিশ্রণ পরিত্যাজ্য।
কামরুল ইসলাম
ধন্যবাদ