
আজ জিতেছে বাংলা স্বদেশ তবু কেন হাসো না?
আসল কথা মাতৃভূমি মোটেই ভালোবাসো না।
টাইগারেরা হারলে বলো “এদেশটা তো আমার না।
পাকিস্তানের বিপক্ষে যাই ! আমি অমন চামার না।
দাদা ছিল খোদ রাজাকার, নানা ? পাকিস্তানী সে,
মামা ছিল স্বাচ্ছা গোলাম টানতো তাদের ঘানি সে।
কে বাবা তা নেইকো জানা, এইটা নিয়ে ‘সন্দ’ কী?
হোক না তাতে কি আসে যায়!রক্ত পাকি মন্দ কী!
একাত্তরের যুদ্ধকালেও দিন কেটেছে আরামে,
দেশটা দুভাগ করল কিছু অসৎ নিমকহারামে।
উর্দু ছিল প্রাণের ভাষা, পাল্টে দিল বাঙালরা,
বসলো চেয়ে স্বাধীনতা সেই সে অবুঝ কাঙালরা।
একটু না হয় ভাগ বেশি নেয়, তাতে এমন কি ক্ষতি,
ওরা তো ভাই, নিক না বেশি, এক ভরিতে দশ রতি।
মুসলিমেরা ভাই-ভাই সব, নিক সম্ভ্রম মা – বোনের,
নিক না কেড়ে রক্ত কিংবা জীবন প্রিয় ভাইগণের।
দেশটা কেন দু’ভাগ হবে রুশ ভারতের সাহায্যে,
তাই রাজাকার ছিল মামায়, ব্যস্ত ছিল সে কার্যে।
মানছিনাকো এদেশ স্বাধীন,এই পতাকা আমার না,
পাকিস্তানের বিপক্ষে যাই ! আমি অমন চামার না।
তাইতো পুষি স্বপ্ন, মনে লাহোর-পিন্ডির পথ আঁকা,
খেলার মাঠেও বহন করি পাকিস্তানের পতাকা।”
১২টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
যা কিছু হোকনা। রাজারের উত্তরসূরীরা যে এদেশে রয়েই গেছে।
এটা তারই নতিজা
হালিম নজরুল
সেটাই বড় লজ্জার।
মনির হোসেন মমি
ভয়টা এখানে৴ স্পস্ট হল এদেশের একটি অংশ নাপাকিদের সাপোর্টে।
কবিতার আবৃর্তি শুনবো একদিন।
শুভ কামনা রইল।
হালিম নজরুল
আচ্ছা ভাই। ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
অনেক সুন্দর কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
কি করবেন কবিভাই?
আসলেই ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়াটাই কাল, আমি ভারত প্রেমি মুসলিম প্রেমিরা বলবে নাস্তিক, পাকি সাপোর্টারা যখন নাচে দেশপ্রেমিক/যারা স্বতন্ত্র বা বামপন্থা লাইনে চলে তারা পাকি দালাল নামেই আখ্যা দেই। অনেকে এটার জল কালো করে ধুলা উড়ায় মজা দেখে কেউ আবার কেউ ফায়দা লুটার সন্ধানে থাকে।
সুন্দর কাব্য রচনা করেছেন। চমৎকার।
হালিম নজরুল
যে যা খুশি করুক, আমার দেশ ও পতাকাকে অপমান করলে ছেড়ে কথা বলব না।
মোঃ মজিবর রহমান
এটাই আত্নভাবনা অবশ্যই থাকবে রক্তে নইলে দেশ, জাতি রসাতলে যাবে । এক্ষত্রে কোন ছাড় নই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ সত্য কথা গুলো বলার জন্য। যত যাই হোক পাকি জাত ভাই তাই তাদের সাপোর্ট করতেই হবে আর যারা স্বাধীনতা আনতে সাহায্য করলো , যুদ্ধে প্রাণ দিলো, নিজ দেশে আশ্রয় দিলো তারাই আজ চরম শত্রু হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় দেশটা কেন , কার জন্য স্বাধীন হলো?? পাকিস্তান তখন যা করতে পারেনি আজ তার উত্তরসূরীরা দিনের পর দিন তাই করে যাচ্ছে
হালিম নজরুল
শয়তান সবখানেই তার ছায়া রেখে যায়।
মোঃ মজিবর রহমান
তবে সরকার ও বোর্ড নতজানু কেন বুঝতে পারলাম না। কোন দেশে প্রাকটিস করার সময় দেশের পতাকা নেটের পাশে উড়াই না কিন্তু পাকিস্তান এই কাজ করল কিছুই বলল না। শুধু তথ্য প্রতিমন্ত্রী তাঁদের দেশ থেকে বাহির করে দিতে বলেছে আনঅফিসিয়াল ভাবে।
এখানে কি ভাবব!