
টেরাকোটা চোখের চোরাকাঁটা চাহনিতে খুন হওয়া সেই আদিবাসী কন্যার রক্তাক্ত লাশটি খুঁজে পাওয়া যায়নি এখনও।
সাহেব তুমি খুশি তো!
কে তুমি হে ?
আমি ছায়া, ভয় নেই!
কেউ কিচ্ছু জানবেনা, তুমিই সেই সুচতুর প্রেমিক!
যে কিনা সন্তর্পণে চিলেকোঠায় লুকিয়ে রেখেছো তাকে অযত্নে!
পচন ধরবেনা জানি,
প্রেমের হিমাগারে সংরক্ষিত সে এখন বিভোর অনুভবের মরণ ঘুমে।
অপরদিকে তুমি__
বার্লিন সভ্যতায় নিজেকে পরিমার্জিত করে নিয়ে;
সুখ খুঁজে ফির বিলাসী সোনালি চুলের বাদামী জলপ্রপাতে।
মায়ার ছলনায় দোলে ভালোবাসা!
এসপারওসপার হয়না।
একদিন তোমারও ডাক পড়বে পূর্ব পরিচিত সেই ঘরে,
গোসল হবে, কাফন হবে, তারপর প্রতিবেশী হবো পাশের কফিনে,
মনে রবে কিনা জানিনা,
হয়তো অপরিহার্য পরিণতির অনুষঙ্গে কুশল বিনিময়ের সুবাদে আবারও চোখাচোখি হবে!
আদিবাসী মেয়ের হাসির প্রতিধ্বনিতে তোমার স্বরচিত মর্গের দেয়াল বিদীর্ণ হবে,
মেয়েটি টাল সামলে অস্ফুটে জানতে চাইবে!
সাহেব আপনি এখানে?
সেই কবে আমাকে মনের খেলায় বোকা বানিয়েছেন, রেডএলার্ট নিশানা আপনি ঠিকই জানতেন।
আপনিতো ভ্রমণ পিপাসু দক্ষ পর্যটক।
সাহেব!
আমার সমূহ বিপদ বুঝেও কেন বলেননি-
আর এগোতে পারবেনা বোকা মেয়ে!
নিজের সীমা অতিক্রম করোনা!
প্রাণ নিয়ে ফিরে যাও।
সাহেব!
নিউটনের তৃতীয় সূত্রের প্রভাবে আজ আমরা সংরক্ষিত এলাকার প্রতিবেশী।
কি অদ্ভুত তাই না সাহেব!
২৭টি মন্তব্য
পপি তালুকদার
নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ টা আমিও মাঝে মাঝে টানি।
ভালো লাগলো পড়ে।শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য।
আপনাকে ও বাসন্তী শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
অসম্ভব সুকৌশল সুন্দর শব্দে একটি করুণ দৃশ্য চিত্রায়িত আপনার লিখায় ফফুটে উঠেছে। আপনাদের কিছু কিছু লেখার গুণ আমি রপ্ত করতে পারিনা। সেটা মাথায় ঘেলু নাই তা অবলিলায় বলতে পারিয়া।
অঘটন ঘটার আগে এই সব সভ্য মানুষের যদি বিবেক ঘুলত তবে সমাজ দেশ খুব উপকৃত হত।
যাক আল্লাহ পাকউ ভাল জানে।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আমি ও এমন কিছু লিখতে পারি না।
চেষ্টা করি মাত্র।
আপনি ও ভালো লিখেন। আরও যত্নশীল হলে আরও ভালো লিখবেন ইনশাআল্লাহ।
ভালো থাকুন ভাইয়া। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়। আপনাদের আশির্বাদ মাথায় রইল।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ। মনটা পিপাসার্ত ছিল তোমার কবিতা পড়বার আশায়। পূর্ণ হল। একটু কঠিন হলেও বুঝলাম ঠাকুর মুছির মেয়েকে রাতেই ছোয়। দিনে দেখলে গোসল করে।
লেখাটি প্রিয়তে নিলাম।।।
খাদিজাতুল কুবরা
শুকরিয়া বন্ধু।
সত্যি প্রীত হলাম।
শুভেচ্ছা অবিরত।
মোঃ মজিবর রহমান
ও সরি। আমি সাইন্সের ছাত্র না। গুনী নিউটনের ৩য় সুত্রি সুন্দরভাবে জানাবেন কেউ।
সুপর্ণা ফাল্গুনী
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আশা করি বুঝতে সমস্যা নেই। মজিবর ভাই অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
মোঃ মজিবর রহমান
আপু সমান থাকে সত্য কিন্তু ক্ষমতা = না। সময় সময়।
খাদিজাতুল কুবরা
মজিবর ভাইয়া আমি ও সায়েন্সের ছাত্রী না
ছাইরাছ হেলাল
এক কথায় দারুন-কঠিন-সুন্দর উপস্থাপন।
ভ্রমণ পিপাসু দক্ষ পর্যটক ও সীমা অতিক্রম করে যায়, জেনে বা অজান্তে।
খাদিজাতুল কুবরা
হয়তোবা এটাই সঠিক। দোষারোপটা অহেতুক, তবুও লিখতে হবে বলেই লেখা ।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
বিবেক আসে ছায়া হয়ে, জাগ্রত করতে চায় মনুষ্যত্ব। আমরা কেউ অনুভব করি কেউ করিনা।
চমৎকার অনুভাবী লেখা পড়লাম। ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
একদম তাই। বিবেক আসে তার দায়িত্ব নিয়ে। আমরা এড়িয়ে যেতে চেষ্টা করি।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া পড়ে সুন্দর মন্তব্য করার জন্যে।
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক সুন্দর একটি কবিতা। পর্যটকদের কাছে এসব নারীরা শুধুই শিশিরের বিন্দু যা দূরত্ব ও সময়ের স্রোতে হারিয়ে যায়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
সেটাই বোঝাতে চেয়েছি দিদি ভাই। মন এক পূতপবিত্র জিনিস এর যত্ন নেওয়া উচিৎ সকলের।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় দিদি ভাই
আশরাফুল হক মহিন
প্রিয় কবি অনেক সুন্দর একটা কবিতা লিখছেন এগিয়ে যান সময়ের স্রোতে আপনার জন্য ভালোবাসা রইলো হাজার বছরের
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সুহৃদ।
আপনার জন্য শুভকামনা রইল
মোঃ রাশিদুল ইসলাম
সুন্দর শব্দ চয়ন। পাঠ মুগ্ধ হলাম
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য
আরজু মুক্তা
বানানটা পচন হবে।
বিবেক জাগ্রত হোক। সমাজ বদলে যাক।
খাদিজাতুল কুবরা
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপু,
বানান বলে দেওয়ার জন্য।
শ্রদ্ধা এবং শুভেচ্ছা সবসময়।
সাবিনা ইয়াসমিন
আমি বাকরুদ্ধ!! এত চমৎকার লেখা আমি খুব বেশি পড়িনি। একটা ঘটনা গল্পের আদলে লিখে ফেলা কঠিন কিছু নয়, কিন্তু কবিতার ভাষায় ঘটনাটির মর্মান্তিক ভাব এবং ঘটমান আবহ ফুটিয়ে তুলতে দক্ষতার প্রয়োজন। অসাধারণ লিখেছেন আপনি। আপনার এযাবৎ কালের যত কবিতা পড়েছি এটা তার মাঝে অন্যতম। এই কবিতার প্রশংসা অল্পকথায় করা যাবে না, আর বেশিকিছু বলার মতো শব্দ আমার জানা নেই। দুর্দান্ত!!
পোস্ট প্রিয়তে নিলাম।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ। এমন মন্তব্য অনুপ্রেরণার অনন্য উৎস।
আসলে সত্যি কথা বলি, খুব গল্প লিখতে ইচ্ছে করে কিন্তু কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো ভেবে কুল পাইনা।
অবশেষে বুঝতে পারি গল্প লেখা আমার কম্ম না।
মনিরুজ্জামান অনিক
একটা কথায় কানে বাজছে
একদিন তুমি ও হবে আমার প্রতিবেশী।
পাশাপাশি কফিনে।
সাহেব!
আর কিচ্ছু বলতে পারছিনা। আমি মোহাবিষ্ট।
আপনার বেশকিছু লেখা আমি পড়েছি। নিখুঁত সুন্দর কবিতা।
ভালোবাসা জানিবেন।
শুভ দুপুর।
খাদিজাতুল কুবরা
শুভ দুপুর।
মন্তব্য ভালো লাগলো। এটাই লেখার উৎস