সেদিন অতনু তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলছে –
হ্যালো – জানু, তুমি কোথায়?
গার্লফ্রেন্ড – বাবু! আমিতো রেডি হচ্ছি। তুমি কোথায় বাবুসোনা?
অতনুঃ আমিতো বের হয়েছি লক্ষীটি। আমার লক্ষীটি কি খেয়েছে?
গার্লফ্রেন্ড – না সোনা। এখনো খায়নি।
অতনুঃ খাওনি কেন? না খেলেতো তোমার কষ্ট হবে। প্লিজ, ময়নাপাখি তুমি কিছু খেয়ে নাও।
গার্লফ্রেন্ড – আচ্ছা ঠিক আছে। তুমি খেয়েছ?
অতনুঃ তোমার আগে আমি কখনো খেয়েছি?
গার্লফ্রেন্ড – সরি বেবি। আমি এখনই খেয়ে নিচ্ছি।
অতনুঃ ঠিক আছে। আর সরি বলতে হবে না।
গার্লফ্রেন্ডঃ এজন্যই তোমাকে এতো ভালোবাসি। তুমি আমার কতো খেয়াল রাখো, যত্ন করো, আদর করো। তুমি আমার মিষ্টি বয়ফ্রেন্ড। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চু- উম্মাহহহহ।
অতনুঃ আমিও তোমাকে ছাড়া…(হুঁহুঁহুঁ করে কেঁদে উঠলো)।
গার্লফ্রেন্ডঃ প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে আমারও…। প্লিজ বেবি, প্লিজ।
অতনুঃ হুমম।
গার্লফ্রেন্ডঃ বলো আর কাঁদবে না।
অতনুঃ ঠিক আছে। আর কাঁদব না।
গার্লফ্রেন্ডঃ তুমি একটু দাঁড়াও আমি টিস্যু নিয়ে আসছি।
অতনুঃ এসেছো। তুমি জানোনা। তোমাকে আমি এতো ভালোবাসি যে – তোমার জ্বর হলে আমি নাপা খাই।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হিমু পড়তে পড়তে হঠাৎ বাবু-সোনা ন্যাকামি খুব ভাল লাগল।
মাঝে মাঝে এমন কিছু কিন্তু মন্দ না।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, হিমু নিয়ে আর কোন গল্প প্রকাশ করবো না। বাকীগুলো বইয়ের পৃষ্ঠায় পাবেন।
সাবিনা ইয়াসমিন
আহারে,, এ দেখি কঠিন প্রেম!! একজনের জ্বরে আরেকজন নাপা খায়!! দুজনের খাবার একজন খেয়ে নিলেইতো হয়, তাহলে কান্না-কাটি করা লাগতো না।
ন্যাকা-বোকা প্রেমের গল্প ভালো লাগলো। 🙂
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
আপনার বুদ্ধিও মন্দ নয়
কামাল উদ্দিন
…………এখানটায় ব্যপক ভাইটামিন পাইলাম, ইমেজটাতেও ভাইটামিনে ভরপুর 😀
নৃ মাসুদ রানা
কিছু কিছু সময় এরকম ভাইটামিন দিতে হয়। আর কাজেও লাগে…।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদধে হে হে, কম খারাপ বলেন নাই 😀
নিতাই বাবু
প্রেম একবার এসেছিল নীরবে। লিংক দিলাম!
নৃ মাসুদ রানা
এটা আমার কাছে খুবই জনপ্রিয়।
আরজু মুক্তা
হা হা।
আমার মেয়েকে বলি, বেবি খেতে এসো। ও বলে, ছিঃ!! এভাবে ডাকবে না!!
এই হলো অবস্থা!
নৃ মাসুদ রানা
অবস্থা ঠিকই আছে।
জিসান শা ইকরাম
এতো পুরাই তব্দা খাবার অবস্থা,
জ্বর হবে একজনের, নাপা খাবে অন্যজনে।
এমন লুতুপুতু প্রেমের ব্রেকাপও হয় দ্রুত, নতুন করে আবার এরা অতি দ্রুত আবার প্রেমিক প্রেমিকা খুঁজে নিতে পারে।
পড়তে ভালোই লেগেছে 🙂
নৃ মাসুদ রানা
হুমম, একদম সেরকমই….
রেহানা বীথি
হা হা দারুণ তো, একজনের জ্বরেে আরেকজন নাপা খায় দুই !!
নৃ মাসুদ রানা
হুমম এরকমই!!
এস.জেড বাবু
চমৎকার মোহাব্বত
ভাল লাগল বেশ।
নৃ মাসুদ রানা
মোহাব্বত..
এস.জেড বাবু
হ্যাঁ
পেয়ার, ইশক, মোহাব্বত।
এইতো হৃদয়ের খোড়াক, একবার খাইলে আর ক্ষিদা লাগে না।
সুরাইয়া পারভিন
হা হা হা হা হা,,, সত্যিই ন্যাকামি।
এ সব ন্যাকামি থেকে যতোটা সম্ভব দূরে থাকাই শ্রেয়
নৃ মাসুদ রানা
তাই বৈকি