ন্যাকামি

মুহম্মদ মাসুদ ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১২:১৫:৪৮অপরাহ্ন গল্প ২০ মন্তব্য

সেদিন অতনু তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলছে –
হ্যালো – জানু, তুমি কোথায়?
গার্লফ্রেন্ড – বাবু! আমিতো রেডি হচ্ছি। তুমি কোথায় বাবুসোনা?
অতনুঃ আমিতো বের হয়েছি লক্ষীটি। আমার লক্ষীটি কি খেয়েছে?
গার্লফ্রেন্ড – না সোনা। এখনো খায়নি।
অতনুঃ খাওনি কেন? না খেলেতো তোমার কষ্ট হবে। প্লিজ, ময়নাপাখি তুমি কিছু খেয়ে নাও।
গার্লফ্রেন্ড – আচ্ছা ঠিক আছে। তুমি খেয়েছ?
অতনুঃ তোমার আগে আমি কখনো খেয়েছি?
গার্লফ্রেন্ড – সরি বেবি। আমি এখনই খেয়ে নিচ্ছি।
অতনুঃ ঠিক আছে। আর সরি বলতে হবে না।
গার্লফ্রেন্ডঃ এজন্যই তোমাকে এতো ভালোবাসি। তুমি আমার কতো খেয়াল রাখো, যত্ন করো, আদর করো। তুমি আমার মিষ্টি বয়ফ্রেন্ড। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চু- উম্মাহহহহ।
অতনুঃ আমিও তোমাকে ছাড়া…(হুঁহুঁহুঁ করে কেঁদে উঠলো)।
গার্লফ্রেন্ডঃ প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে আমারও…। প্লিজ বেবি, প্লিজ।
অতনুঃ হুমম।
গার্লফ্রেন্ডঃ বলো আর কাঁদবে না।
অতনুঃ ঠিক আছে। আর কাঁদব না।
গার্লফ্রেন্ডঃ তুমি একটু দাঁড়াও আমি টিস্যু নিয়ে আসছি।
অতনুঃ এসেছো। তুমি জানোনা। তোমাকে আমি এতো ভালোবাসি যে – তোমার জ্বর হলে আমি নাপা খাই।

১০৯৮জন ১০৯৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ