প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই আমার নেশা ছিলনা।
গ্লাস ভর্তি মদে না,
ঠোটে ধরানো সিগারেটে না।
প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
তাস পিটানোর আড্ডার না,
খেলার মাঠের বাজির না।
প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
গিটারের তারের নেশা না,
বাঁশির সুরের নেশা না।
প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন নেশাই আমার ছিল না।
পার্কে বসার নেশা না,
কোথাও ঘোরার নেশা না।
প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই নেশা ছিল না ।
নষ্ট হবার নেশা না,
কষ্ট ভুলার নেশা না।
প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম ।
তোমার চোখের দিকে তাকালেই
মিটতো আমার নেশা,
তাই তো শুধুই তোমার সাথে মিশা। তুমি নেই তাই অন্য সবি হয়েছে আমার নেশা, ভুলতে তোমায় নেশায় আজ
হলো আমার পেশা।
02-09-17
২১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রিয়তমার নেশা কাটাতে অন্যান্য নেশায় জড়ানোর মানে হলো, ভালোবাসা কিছুটা স্বার্থপর ছিলো 🙂
যে প্রকৃত ভালোবাসে সে ভুলতে চায় না / পারেনা। আরাধ্য জন কাছে/ পাশে থাকুক না থাকুক, তাকে ভালোবাসার নেশাতেই মগ্ন হয়ে থাকাটাই স্বার্থক প্রেম।
শুভ কামনা 🌹🌹
* অন্ন্য- অন্য
নিরব সাগর
সবচাইতে প্রিয় কিছু ভুলে যাওয়ার জন্য তার বিকল্প কিছু ব্যবহার করার মানেই হলো সেই জিনিস টা ভুলে না যাওয়া ।শুধু অন্য রাস্তা ব্যবহার করা মাত্র।
ফয়জুল মহী
প্রিয়তমার শোকে মদ খেয়ে দাড়ি বড় করা আধুনিক যুগে মনে হয় অচল। বিদ্যা এবং বুদ্ধিতে তার উপরের অবস্থানে যাওয়াই এখন চলমান জীবন।
নিরব সাগর
কারো বিরহে থমকে যাওয়া যেমন নির্বুদ্ধিতার কাজ, কাউকে ভুলে যেতে চাওয়াও তেমন অসার কল্পনা আজ।
সুপর্ণা ফাল্গুনী
এক নেশা কাটাতে গিয়ে অসংখ্য নেশায় জড়িয়ে গেলেন। যে যাবার তাকে যেতে দেয়াই ভালো। জোর করে তো সুখ পাওয়া যায় না তাই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন।
নিরব সাগর
সব গুলো জড়িয়ে যাইনি,,, শুধু বুঝাতে চেয়েছি । সেই ছিল আমার একমাত্র নেশা। এখন সেই নেশা ছাড়তে বিকল্প পথ ধরেছি মাত্র।
ধন্যবাদ প্রিয় ।
জিসান শা ইকরাম
প্রিয়তমা চলে গেলে প্রায় সবাই কস্টে নেশা নেয়,
বিকল্প কি এর আছে?
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
নিরব সাগর
বিকল্প হলো নতুন করে প্রেমে পড়া। এ ছাড়া ফলপ্রসূ কোন উপায় নেই।
সুরাইয়া পারভীন
চাইলেই কি আর বিকল্প নেশাতে আসক্ত হওয়া যায়! প্রথম নেশার ঘোর কাটানো যায়? সুন্দর প্রকাশ
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপায়ন বড়ুয়া
“তোমায় নেশায় আজ
হলো আমার পেশা।”
হারানোর বেদনা বড়ই কষ্ট।
তাই বলে নেশাকে পেশা নয়।
শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়, অবাধ্য মন অনেক কিছু করতে চাই, তার একটা অংশ এইটা । আসক্তির গুরুত্ব বুঝাতে বলা হয়েছে , মোটেই যা কাম্য নয়।
এস.জেড বাবু
তোমার চোখের দিকে তাকালেই
মিটতো আমার নেশা,
তাই তো শুধুই তোমার সাথে মিশা। তুমি নেই তাই অন্য সবি হয়েছে আমার নেশা, ভুলতে তোমায় নেশায় আজ
হলো আমার পেশা
///ধুক করে উঠলো বুক- এ যেন হাজারো বুকের নিঃশব্দ আর্তচিৎকার।
দারুন লিখেছেন।
নিরব সাগর
জলহীন কান্না যা বদন গড়িয়ে পরছেনা শুধু,অন্তর ঠিকি জলোচ্ছাসে ভুগছে।
এস.জেড বাবু
শুভকামনা রইলো।
অবসান হউক কষ্টের
অবসান হউক ভাইরাস আতংকের
ভালো থাকুন, সুস্থ থাকুন।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সৈকত দে
বিরহের শোকে কাতর কবিতা খানা। শুভ কামনা সামনের দিনগুলোর জন্য।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
হালিম নজরুল
অকৃত্তিম ভালবাসা।
হালিম নজরুল
অকৃত্রিম
নিরব সাগর
একটু বেশিই ভালোবেসে ছিলাম হয়তো ।