নেশা ভুলার নেশা

নিরব সাগর ২৫ মার্চ ২০২০, বুধবার, ১১:১১:১৭পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই আমার নেশা ছিলনা।
গ্লাস ভর্তি মদে না,
ঠোটে ধরানো সিগারেটে না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
তাস পিটানোর আড্ডার না,
খেলার মাঠের বাজির না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম,আর
কিছুতেই আমার নেশা ছিল না।
গিটারের তারের নেশা না,
বাঁশির সুরের নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন নেশাই আমার ছিল না।
পার্কে বসার নেশা না,
কোথাও ঘোরার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম, আর
কোন কিছুতেই নেশা ছিল না ।
নষ্ট হবার নেশা না,
কষ্ট ভুলার নেশা না।

প্রিয়তমা আমার জীবনে তুমি একমাত্র
আফিম ।
তোমার চোখের দিকে তাকালেই
মিটতো আমার নেশা,
তাই তো শুধুই তোমার সাথে মিশা।                                       তুমি নেই তাই অন্য সবি হয়েছে                              আমার নেশা,                                                    ভুলতে তোমায় নেশায় আজ
হলো আমার পেশা।
02-09-17

১৭৫১জন ১৬০৯জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ