নিরালে ভেবো (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ০৬:৫৭:৫৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি,
কে দিতো জ্বালায়ে দীপ স্বপ্নের গড়ে!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে।
যে বুকে রাখতো সদা আপনার দরে,
তুমি কি দিয়েছো তার দাম এক রতি!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪২৫জন ৩০৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ