নিমগ্ন প্রাচীনতা

প্রদীপ চক্রবর্তী ১৫ জুলাই ২০১৯, সোমবার, ১০:৩০:৫৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কিছু অমীমাংসিত শব্দের সন্ধিবিচ্ছেদে,
প্রাচীনতা ভুগছে ভালোবাসাহীন শুষ্ক বিরহে।

কাক ডাকা ভোরের আবছায়া অলিগলি পথে,
ভুল ছন্দে শব্দরা গুমোট বাঁধে।
ভরদুপুরে শহর জুড়ে বৃষ্টি নামে,
তোমার প্রাচীনতার সুধাহীন প্রেমে।

বৃষ্টি ভেজা প্রাচীনতার খামখেয়ালি গায়ে,
শরীর কাঁপে আমার ভীষণ জ্বরে।

শতাব্দীর প্রাচীর ঘিরে,
অতন্দ্র প্রহরীরা অভিসারে রয় ঘুমঘোরে।
আলতো মাখা চিলতে রোদে,
প্রতিটি নক্ষত্রকণা প্রাচীনতা খোঁজে।

বিবর্ণ শহরের নিস্তব্ধ অমানিশা রাতে,
করুণ স্মৃতি অশ্রুজলে ভাসে ঘুমঘোরের পাশবালিশে।

সমস্ত প্রাচীনতা ভেঙ্গে দিয়ে,
আমি ক্লান্ত হয়ে হাঁটি পথের দ্বারে দ্বারে।
নির্যাস স্বপ্ন ছোঁয়াতে,
প্রাচীনতা মিশে যায় পোড়ামাটির ছিন্নভেদে।

প্রাচীরের প্রাচীনতা হারিয়েছে নাব্যতা,
দিবস রজনীর শেষে ভুল বোঝাবুঝির নিমগ্নতা।

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ