
জীবনটা কিসের মত?
প্রশ্ন করি নিজের মনের কাছে কিন্তু উত্তর খুঁজে পাইনা ।চলতে চলতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় তবুও থমকে দাঁড়ায় না ।চলতেই থাকে চলতেই থাকে সামনের দিকে। কিছু সিদ্ধান্ত জীবনে কিছু সময় ওলট-পালট করে দেয় তবুও জীবন থেমে থাকে না।সিদ্ধান্ত নিতে দেরি করি তবুও মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেই যা সম্পূর্ণ আবেগের বসে আর এই একটি সিদ্ধান্তই জীবনটাকে এলোমেলো করে দেয় ।অতীতকে করে দেয় বিষণ্ণময়ী জ্বালাময়ী ।ভবিষ্যত আর বর্তমান এক্কেবারে বিষাদ ।তবুও জীবন থেমে থাকে না ।একটু সুখের আশায় স্বপ্ন দেখে আগামীর ।জানিনা ছোট ছোট ভুল গুলো কবে সঠিক ভাবে নিতে পারব ।জানিনা এই ছোট ছোট ভুলগুলোকে কবে সঠিক ভাবে সিদ্ধান্ত নিব ।আর জীবনটা এলোমেলো হবেনা। কিন্তু আবেগটা কেন এত অতি মূল্যবান ।আবেগের কাছে মাঝে মাঝে জীবন কেন হেরে যায় ।আর আবেগের জন্য জীবন কেন পিছনের দিকে চলে যায় ।এর উত্তর কি আছে কারো কাছে?
অনেক খুঁজেছি পাই না। উত্তরের আশায় হয়তো আরো কিছুটা সময় সামনের দিকে এগোতে হবে ।না হয় হয়তো জীবন থমকে যাবে ।কিন্তু কেন?
জীবনে তো সবকিছুই থাকবে আর সেখানে অল্প একটু আবেগ জীবনটাকে কেন ধ্বংসের দিকে নিয়ে যাবে আর সমাজের মানুষের চোখে তিরস্কারের পাত্র হবে ।এর নামই সত্যিকারের জীবন?
আচ্ছা জীবন তো একটাই সুখ দুঃখ হাসি কান্না সব থাকবে তাই না?
কেউ কি বলতে পারেন জীবনে কি বেশি হাসি না কান্না ?
কিন্তু আমাদের অনেকের কাছে কান্না তিক্ত স্বাদ ।হয়তো কষ্ট আছে বলেই সেই সময়টাকে অনেক বেশি বড় মনে হয় ।কিন্তু আসলে তো তা না ।কথায় আছে না! দুঃখের সময় সহজে যেতে চায়না ।আর আনন্দের সময় খুব দ্রুত চলে যায় তার জন্যই হয়তো অনেকেই বলে জীবনে কষ্ট অনেক বেশি ।একটি কথা বলুন তো ?
একটি জীবনকে সাজাতে কি প্রয়োজন? ভালোবাসা না তার সাথে আরও অনেক কিছু। জীবনটাতো গল্পের মতোই তাইনা? জীবন নিয়ে অনেক কবি-লেখক কত হাজার হাজার গল্প কবিতা লিখেছেন। কেউ কি বলতে পারবেন জীবনটাকে কেউ গল্প কবিতার মত সাজাতে পেরেছেন। পারেননি আর কখনো পারবেনও না। এটা অনেক ভীষণ কঠিন কাজ কোনদিন সম্ভবও নয়। জীবনটা ছোট অনেকেই বলে কিন্তু চলতে গেলে শেষ হতে চায় না ।গল্পের মত কখনো সাজানো যায়না যায়না যায়না।
নিজের কিছু একান্ত অনুভূতি প্রকাশ করলাম অনেক কষ্টে আছি তো তাই।আমার জন্য দোয়া করবেন আপনারা।সবাই ভালো থাকবেন ।
কথায় বলে দুঃখে যারা হাসতে জানে তাদের দুঃখ নাই ।কিন্তু কষ্টের মাঝে হাসার চেষ্টা করলে আরও বেশি কষ্ট লাগে আমার। জানিনা কেন তবুও হাসিতো থেমে থাকে না হাসার চেষ্টা করি এবং করে যাবো ।
দেখি না বাকিটা জীবনে কি লেখা আছে!!! @@@@@হীরা@@@@
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আশা করি সব সমস্যা থেকে ঈশ্বর রক্ষা করবেন। জীবন বহমান -এখানেই আছে কচুরিপানার মতো অপরুপ সৌন্দর্য পঁচা ডোবানালায় , আকাশের বুকে কালো মেঘের ঘনঘটা, বিশাল অট্টালিকা জুড়ে অপরিসীম শূণ্যতা আবার ছোট্ট কামরায় সুখের বাকবাকুম। তাই সবকিছু নিয়ে আমাদের ছোট্ট এ জীবন । চমৎকার উপস্থাপনা। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীনুল হক হীরা
আপনার অনুপ্রেরণা আগামী দিনের পথ চলতে সহযোগিতা করবে অনেক অনেক ধন্যবাদ প্রিয় মানুষের মতো পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য..
আন্তরিক প্রীতি ও অন্তরের অন্তস্থল থেকে এক বুক ভালোবাসা আপনার তরে।।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা করি।।
সাবিনা ইয়াসমিন
আপনার একান্ত অনুভূতির শেষে আপনি নিজেই সব সমাধান দিয়ে দিয়েছেন। জীবন তো এমনই, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষনই নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করে যেতে হবে।
ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
শামীনুল হক হীরা
অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালবাসা।আপনার অনুপ্রেরণার জন্য অনেক অনেক ধন্যবাদ।। ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করি..
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনার কথা বলেছেন কবি অনেক শুভেচ্ছা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়
আরজু মুক্তা
জীবন গল্প বা কবিতা নয়। বরং গল্প কবিতাতপ জীবনের প্রতিচ্ছবি থাকে।
সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
শুভ কামনা
শামীনুল হক হীরা
অনেক অনেক দোয়া রইল আপনার তরে।আল্লাহ আপনাকে ভাল রাখুক।
হালিমা আক্তার
জীবন গল্প কবিতার মতো থরে থরে সাজানো নয়। জীবনের অংশ নিয়েই গল্প কবিতার সৃষ্টি হয়। জীবনে হাসি কান্না আনন্দ বেদনা সবই আছে। তবে কোনটা বেশি সেটা আপেক্ষিক বিষয়। এর কারণ দৃষ্টিভঙ্গি ও অনুভূতির ভিন্নতা। জীবনের সব আঁধার কেটে যাক। শুভ কামনা অবিরাম।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
রোকসানা খন্দকার রুকু
জীবনের প্রতিটি সময়ই সাহিত্য। সবমিলিয়েই চলতে হয়। আপনার জন্য অফুরন্ত শুভকামনা রইলো। যেভাবে গুছিয়ে ধৈর্যের সাথে চলছেন তেমনি চলুন।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।